-
আমি ট্রেড করার আগে নিজের এনালাইসিস করার পর অভিজ্ঞদের কাছে পারামর্শ নিয়ে থাকি। অবিজ্ঞদের এনালাইসিস নেওয়ার পর বুঝলাম ফরেক্স মার্কেটে সব কিছু একুরেট হয়না কখনো নিজের এনালাইসিস ঠিক আবার কখনো অবিজ্ঞদের এনালাইসিস ঠিক এই সকল এনালাইসিস এর মধ্যে নিজের টাই পারপেক্ট। ফরেক্স মার্কেটে আমাকে আরো ছয় মাস কাজ করার পর বুঝতে পারব মার্কেট কিভাবে মুভ করে।
-
হ্যাঁ ভাই আমি ফরেক্স মার্কেট এ ট্রেড করে আয় করার জন্য আমার এনালাইসিস এর পাশাপাশি আরও অনেকের কাছ থেকে তথ্য নিয়ে থাকি।এর মাধ্যমে আমি ফরেক্স মার্কেট এ ভালো ভাবে ট্রেড করতে পারি। আমি প্রথম এ দেখি আমার এনালাইসিস এর পরে আমি ফরেক্স নিয়ে অভিজ্ঞদের কাছ থেকে পরামর্শ নিয়ে থাকি।আমি ফরেক্স মার্কেট এ ট্রেড করার জন্য ফরেক্স মার্কেট কে তিন ভাবে এনালাইসিস করি।এর মাধ্যমে আমি ফরেক্স মার্কেট এ ট্রেড করে আয় করার পাশাপাশি সফল হতেও পারি।
-
ব্যাবসা করতে হলে অভিজ্ঞতা খুবই দরকার সেটা হতে পারে অনলাইনে বা বাস্তব জীবনে।নতুন ট্রেডারদের অভিজ্ঞদের পরামর্শ ছাড়া ট্রেড করলে অনেক লস হতে পারে। তাই আমি মনে করি সব সময় বড়দের পরামর্শ ও নিয়ম মেনে ট্রেড করা উচিত। তবে ফরেক্স মার্কেটে সবচেয়ে বড় সম্পদ হচ্ছে নিজের অর্জিত অভিজ্ঞতা যা সবসময় সঠিক পথ নির্ধারণ করতে সাহায্য করে থাকে। আর এই নিজের অভিজ্ঞতা আর পরামর্শই ফরেক্স মার্কেটে উন্নতি আনতে পারে।
-
ফরেক্স এমন একটি বিষয় যার জন্য কিনা যারা ভালো জানে তাদের পরামর্শ প্রয়োজন হয়
যারা ভালো জানে তাদের কাছ থেকে শিখে ট্রেড করা ভাল।
-
আমি সবসময়ই অভিজ্ঞদের পরামর্শ নিয়েই ট্রেড করার চেষ্টা করি । ফরেক্স আমি নতুন তাই নিজে নিজে যদি সবজান্তা মনে করি তবে আমার জন্য নিশ্চিতভাবে লস অপেক্ষা করছে । যে কোনা ট্রেডার এর উচিত তার থেকে বেশি অভিজ্ঞ ও প্রফেশনাল ট্রেডার হতে ট্রেড সম্পর্কে পরামর্শ নেওয়ার চেষ্টা করা । কারণ ফরেক্স ট্রেডিং একটা জটিল বিষয় তাই ফরেক্সে আপনার একটা ভুল সিদ্ধান্তই সব কিছু ধ্বংশ করে দিতে পারে এমনকি মাঝে মধ্য একাউন্ট শুন্য হতে পারে ।
-
জি আমি ট্রেড করার পূর্বে মাঝে মাঝে অভিজ্ঞদের পরামর্শ নেই.আগে এই জিনিস তা বেশি করতাম কিন্তু এখন তেমন একটা করা হয়না.আগে যোধন ট্রেডিং এ নতুন ছিলাম তখন প্রায় ই ট্রেড করার পূর্বে আমি অভিজ্ঞদের পরামর্শ নিতাম.এবং এইটি করার ফলেই আমি ট্রেডিং এ এতটুকু আসতে পেরেছি.তাই প্রত্যেকের ই ট্রেড করার সময় অভিজ্ঞদের পরামর্শ নেয়া উচিত.
-
ট্রেড করার পূর্বে অভি্ঙ্গদের পড়ামর্শ অবশ্যই নিতে হবে না হলে পুজি হারিয়ে যাবে। আমি পড়ামর্শ নিয়ে ট্রেড করি ।
-
আমি অভিজ্ঞ ট্রেডারের অবশ্যই পরামর্শ নিয়ে তারপর ট্রেড করি । যখন আমরা অভিজ্ঞ ট্রেডারের পরামর্শ নিয়ে ট্রেড করব তখনই আমরা তেমন একটা চিন্তা থাকবে না । সুতরাং আমরা ট্রেড করার আগে পরামর্শ করে তারপর ট্রেড শুরু করব তাহলে আর কোন সমস্যায় পড়তে হবে না ।
-
আমি ব্যক্তিগতভাবে আমি বেশির ভাগ ক্ষেত্রেই অভিজ্ঞদের পরামর্শ নিয়েই ট্রেড করার চেষ্টা করি । ফরেক্স আমি নতুন তাই নিজে নিজে যদি সবজান্তা মনে করি তবে আমার জন্য নিশ্চিতভাবে লস অপেক্ষা করছে । যে কোনা ট্রেডার এর উচিত তার থেকে বেশি অভিজ্ঞ ও প্রফেশনাল ট্রেডার হতে ট্রেড সম্পর্কে পরামর্শ নেওয়ার চেষ্টা করা । কারণ ফরেক্স ট্রেডিং একটা জটিল বিষয় তাই ফরেক্সে আপনার একটা ভুল সিদ্ধান্তই সব কিছু ধ্বংশ করে দিতে পারে এমনকি মাঝে মধ্য একাউন্ট শুন্য হতে পারে ।
-
আমি কোন অবিজ্ঞ ব্যক্তিদের কোন প্রকার পরামশ্য নেই না। কারন আমি মনেনকরি ফরেক্স ব্যবসাটা নিজের মনের মত করতে পারলে অনেক ভালবকরা যায় আর যদি আপিনি অন্যের মত করে ফরেক্স ব্যবসা করতে চান তাহলে আমি মনে করি আপনি নিনে কোন কিছু শিখতে পারবেন না।