-
যেকেউ ফরেক্স বিজনেস করতে পারে, এর জন্য কোন প্রাকযোগ্যতার দরকার নাই,তবে আপনাকে অনেক অনুশীলন করতে হবে, ৬ মাস কমপক্ষে শুধু ডেমো ট্রেডই করতে হবে।তবে অনভিজ্ঞ দের অভিজ্ঞ হতে হবে। কারণ ফরেক্স ব্যবসা বুঝা অনেক কঠিন। এই ব্যবসায় সামান্য কারণে অনেক ক্ষতি হয়ে যেতে পারে।
-
ফরেক্স করতে নিজের ইচ্ছাশক্তিটাই সবচেয়ে বড় । আপনার ইচ্ছাশক্তি যত বেশি প্রচন্ড হবে তত বেশি আপনি এগিয়ে যাবেন এবং নিজেকে এই পেশাতে সফল প্রমাণ না করা পর্যন্ত লেগে থাকেবেন । ফরেক্সে সব পেশার মানুষ আসতে পারে এবং ট্রেড করতে পারে । এই ক্ষেত্রে আপনার মানসিক কিংবা শিক্ষাগত বিষয়টা আপনি নিজেই পরিমাপ করবেন।
-
বাংলাদেশের জন্য এটা একটা থুবই যুগোপযোগি ব্যবসা। আমাদের মত গরীব দেশে যদি আমরা একবার এই ব্যবসাটার পথ সঠিকভাবে ধরতে পারি তবে অবশ্যই আমাদের সহসা উন্নতির দ্বার খুলে যাবে। আমি মনে করি এজন্য আমাদের শিক্ষিত যুব সমাজ বিশেষ করে ১৮ প্লাস ছাত্ররা খুবই উপযুক্ত।
-
সবাই কি ফরেক্স বিজনেস করতে পারবে? না সবাই ফরেক্স বিজনেস করতে পারবে না। কারন এটি না
সিখলে আমরা কামন করে করব। আগে আমাদের এটি সিখা উচিত। আমরা শিখার জন্যে ডেমো ট্রাই করতে পারি। যা তেকে আমরা ফরেক্সের সকল বিসয় সম্পর্কে জানতে পারি।
-
আমি ফরেক্স এ নতুন। মাত্র কয়েকদিন হল আমি ফরেক্স সম্পর্কে কিছুটা ধারনা পেয়েছি। আমার ধারনা থেকে আমি যতদুর জানতে পারলাম ফরেক্স ব্যবসা খুব একটা সহজ নয়। ফরেক্স ব্যবসা একটা ধৈর্যশীল ব্যবসা। এখানে প্রফিট করা একটু কঠিন। তবে ফরেক্স বুঝতে পারলে এখান থেকে অনেক লাভ করা যায়।
-
সবাই করতে পারবে তবে সবাই লাভ করতে পারবে নয়া তারাই লাভ করবে যারা ওনেক ভাল পারে ফরেক্স। তাই আমাদের উচিত আগে ফরেক্স শিখা।
-
অবশ্যই ফরেক্স ব্যবসা সবার জন্য।তবে ফরেক্স সবার জন্য হলেও সবাই ফরেক্স মার্কেট থেকে টাকা উপার্জন করতে পারে না।ফরেক্স মার্কেট সবাই করতে পারবে যদি ফরেক্স বিসনেস সমন্দে ধারনা নিয়ে ফরেক্স ট্রেডিং করে। তাহলেই ফরেক্স করে থেকে আর্তিক সাফলতা আনতে পারবে।
-
ফরেক্স মার্কেট এর ব্যাবসা হল ইন্টারন্যাশনাল তাই এই ব্যাবসা অনলাইনের মাধ্যমে করতে হয়,এই ব্যাবসা শিক্ষিত লোকজন করিতে পারবে,অশিক্ষিত লোক এই ব্যাবসা করতে পারবেনা,কারন এই ব্যাবসা করতে হলে অনেক লেখা পড়ার দরকার তাই এই ব্যাবসা করতে পারবে সব শিক্ষিত লোকজন।
-
হ্যা ফরেক্স বিজনেস সবার জন্য, তবে এই ব্যবসার জন্য প্রয়োজন অনেক পড়াশুনা, দৈর্য্য এবং অভিজ্ঞতা । এই ব্যবসা সবার জন্য হলেও অনেকে এই ব্যবসা বুঝার আগেই বড় ধরনের লস করে বসে । তাই ফরেক্স মার্কেট সর্ম্পকে বাস্তব জ্ঞান এবং কমপক্ষে ১ বছর ডেমো প্রাকটিস এর পর মার্কেটে নামা উত্তম বলে *আমি মনে করি ।
-
সবাই ফরেক্স ব্যবসা করে উন্নতি করতে হলে অভিজ্ঞ হতে হবে। কারণ ফরেক্স ব্যবসা অনেক কঠিন বিজনেছ । এখানে সামান্য কারণে অনেক ক্ষতি হয়ে যেতে পারে। এখানে আপনার মানসিক কিংবা শিক্ষাগত বিষয়টা আপনি নিজেই পরিমাপ করবেন।