-
তেলের প্রভাব সরাসরি সম্পর্কযুক্ত মধ্যপ্রাচ্য ও আমেরিকার সঙ্গে। সম্প্রতি আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেশ কমেছে বলে আমরা খবর পেয়েছি। এর মুল কারন হল, আমেরিকা মধ্যপ্রাচ্য হতে তেল আমদানে বেশ খানিকটা কমিয়ে দিয়েছে। শুধু তাই নয়, আমেরিকা তাদের নিজের দেশের গচ্ছিত থাকা তেলের খনিগুলো হতে তেল শোধনকাজ শুরু করে দিয়েছে। ফলে মধ্যপ্রাচ্যে তেলের চাহিদা বেশ কমে আসার কারনে মুল্যও কমে এসেছে।
-
ফরেক্স বিজনেস আমার জানামতে সকল বিজনেস হতে একদমই আলাদা। এই বিজনেসের মতন স্বাধীন ও উন্মুক্ত বিজনেস আর নেই বলেই আমি মনে করি। তাই এই মার্কেটে একজন সফল ট্রেডার হতে গেলে আপনাকেও হতে হবে সম্পূর্ণ আলাদা। আলাদা হতে হবে চিন্তা চেতনায়,জ্ঞানে,দক্ষতায় এবং নির্লোভ মানসিকতায়। ফরেক্স মার্কেটে লোভী ট্রেডারদের যায়গা বেশিদিন স্থায়ী হয় না। এর জন্য ধইজ্জ ধরে অনেকদিন ট্রেড করতে হবে যদি আপনি একজন সফল ট্রেডার হতে চান।
-
ফরেক্স করতে হলে আপনাকে অবশ্যই ধৈর্য্য ধারন করে ট্রেড করতে হবে। তা না হলে আপনি কখনোই ফরেক্স এ সফল হবেন না। ফরেক্স এ যে যত বেশি ধৈর্যের পরিচয় দিবে সে তত বেশি সফল হবে। প্রতিটি ট্রেড ওপেন করার আগে আপনাকে অবশ্যই মানি ম্যানেজমেন্ট মেনে ট্রেড করতে হবে। তা না হলে আপনি সফল হতে পারবেন না। সঠিক মানি ম্যানেজমেন্ট না মানার কারনে অনেকেই তার এ্যাকাউন্ট লস করে থাকে।
-
আমার মনে হয় ধৈর্য্যহীনতা ও লোভ দূর্বল মানষিকতার পরিচয়। দূর্বল মানষিকতা নিয়ে ফরেক্স ট্রেড করা যায় না। ফরেক্সে সফল হতে হলে ধৈর্য্যসহকারে মন দিয়ে এনালাইসিস করতে হবে। এরপর মুদ্রা জোড়ার চার্ট দেখে নিয়ে একটা সিদ্ধান্ত নিতে হয়। ট্রেড দেওয়ার সময় লোভবশত বেশি লট দিয়ে ফেললেও বিপদ হতে পারে, মানি ম্যানেজমেন্টাও জরুরী।
-
আমি মনে করি ফরেক্স মার্কেটে টিকে থাকতে পারাটাই আসল কথা কারন ফরেক্সে টিকে থাকতে পারলে আস্তে আস্তে সে দক্ষ হবে আর দক্ষ হলে সে লাভ করতে পারবে তাই লোভ না করে অল্প অল্প করে ট্রেড ওপেন করে মার্কেটে টিকে থাকতে হবে ।মানিম্যানেজমেন্ট ছাড়া ফরেক্সে ট্রেড করা আর অন্ধের মত পথ চলা একই কথা তাই মানি ম্যানেজমেন্ট দেখে ট্রেড ওপেন করতে হবে ।
-
ফরেক্স মার্কেটে এই তিনটি জিনিস যদি কন্ট্রোল করতে পারে তাহলে অবশ্যই অামরা সফল ব্যবসায়ী হতে পারব । অামরা মানি ম্যানেজমেন্ট করব ধৈর্য্যের সহিত । যে যত বেশী নির্লোভ হতে পারবে সে তত বেশী সফলকাম হতে পারবে । অামরা কাজ করব এই তিন জিনিসকে নিরাপদ রেখে । অামরা ধৈর্য্যের সহিত কাজ করব ।
-
আমার মনে হয় ফরেক্স মার্কেটে লাভবান হওয়ার চেয়ে এখানে টিকে থাকাটাই হছে বড় বিষয় । এছাড়া কেউ যদি নির্লোভ মানসিকতা এবং মানি ম্যানেজমেন্ট ফলো করে ট্রেড করে,সে অবশ্যই সফল হবে ।
-
অন্যান্য ব্যবসায় থেকে সম্পূর্ন আলাদ ফরেক্স ট্রেডিং ব্যবসা। এখানে ধৈর্য্য ধরে কাজ করতে হয়। অন্যান্য ব্যবসায় এরকম কোন কিছু নেই। মানি মেনেজমেন্ট শুধু ফরেক্স এ টিকে থাকার জন্য। আর লোভ ত্যাগ করতে হবে ফরেক্স এ ভাল ট্রেডার হতে চাইলে।
-
বর্তমান বিশ্বে সর্ববৃহৎ ব্যবসা হলো ফরেক্স ট্রেড৷যদি কেউ ফরেক্সে ক্যারিয়ার গড়তে চান বা পেশা হিসেবে নিতে চান তাহলে সে হচ্ছে বিশ্বের একজন সর্বাধুনিক ব্যাবসায়ী৷যিনি নিজেই স্বয়ং একজন বৃহৎ অত্যন্ত মূল্যবান সম্পদ৷দেশের গৌরব৷যাকে মানি মেইকার বলা হয়৷ফরেক্স ট্রেডিং এর মাধ্যমে আমরা প্রায় সবাই খুব দ্রুত প্রচুর প্রফিট করে খুব ধনী হতে চাই৷অথচ বাস্তব অত্যন্ত কঠিন,বিপরীত চেহারা যা নতুন ট্রেডারগণ চিন্তাও করতে পারবেনা৷ফরেক্সে যারা নতুন ট্রেড করতে আসছে তারা কিন্তু প্রাইস বা মার্কেটের কৌশল ও গতিবিধি কোনো কিছুই না জেনে বুঝে আসছে৷সেহেতু তারা নতুন ট্রেডারগণ স্বাভাবিক ভাবেই প্রচুর লস করতে থাকবে৷লস হলে অবশ্যই তা সহজে মেনে নিয়ে নিশ্চিত হতে হবে যে আপনার শিক্ষার অভাব রয়েছে৷আমরা ফরেক্স মার্কেটে ট্রেড করে নিজেকে সহজেই চিনতে পারি যে আমরা একেকজন কত বড় বড় লোভী৷এই লোভ ও অধৈর্য্যই হলো মূল সমস্যা৷
-
ফরেক্সের জন্য মানিম্যানেজমেন্ট যেমনি প্রযোজন তেমনি এখানে ধৈর্য্যও অনেক বেশি গুরুত্বপূর্ণ । পাশাপাশি আমাদের নির্লোভ মানসিকতা আমাদেরকে সহজে এগিয়ে যেতে সাহায্য করবে । কেননা ফরেক্স এমন একটা ব্যবসা যেখানে আমরা যত বেশি পরিমাণে নির্লোভ মানসিকতা থাকবে তত বেশি পরিমাণে আমরা সফল হতে পারব । তার পাশাপাশি মানিম্যানেজমেন্ট হতে হবে অত্যন্ত ভালো ও গুরুত্বপূর্ণ ।