-
দক্ষ ত্রাদের হবার জন্য কিছু প্রক্রিয়া রয়েছে যা আপনাকে স্টেপ বাই স্টেপ কমপ্লিট করতে হবে.প্রথমে ডেমো ট্রেড করে নিন রিয়েল ট্রেড করার আগে.রিয়েল ট্রেড এ আসার পর মার্কেট এনালাইসিস করে ট্রেড করার চেষ্টা করুন,মানি ম্যানেজমেন্ট করুন.এই স্টেপগুলো আপনাকে কমপ্লিট করতে হবে দক্ষ ত্রাদের হবার জন্য.আর ভুল থেকে শিক্ষার চেষ্টা করুন.
-
ফরেক্স মাকের্ট নিয়ে দক্ষ ট্রেডার হতে হলে আমার মতে সংজ্গা থেকে শুরু করে জেড পর্যন্ত জানতে হবে। ডেমো ট্রেডে আপনার কৌশল পুন:পুন প্রয়োগ করতে হবে। পছন্দ মত কয়েকটি ইনডিকেটর ব্যবহার করতে হবে। অথ্যাৎ আপনি যে ইনডিকেটর এর মাধ্যমে মাকের্ট এর মুভমেন্ট বুঝতে সুবিধা হয় । ভুল গলো নোট করে রাখতে হবে। এনালাইসিস জানতে হবে।
-
দক্ষ ট্রেডার হতে হলে আপনাকে বেশি বেশি ফরেএক্স মার্কেটে সময় দিতে হবে আতে করে আপিনি প্রথমে লস করলেও পরে আপনি এক সময়ে অনেক বেশি লাভ করতে পারবেন তাই ফরেক্স মার্কেটে যারা বেশি সময় দিবে তারাই ফরেক্স মার্কেট সমপর্কে অবিজ্ঞ হতে পারবে বলে আশা করি।
-
দক্ষ ত্রেদার হতে হলে আপনাকে ভালো ভাবে ফরেক্স স্মন্ধে জানতে হবে । ফরেক্স এর সম্মন্ধেভালো কোন শিক্ষক এর কাছ থেকে ফরেক্স সম্মন্ধে ট্রেনই করতে হবে, তবেই আপনি ভালো ভাবে ফরেক্স করতে পারবেন। এছাড়া আপনি যদি ভাল কিছু করতে চান তাহলে আপনাকে লোভ কমাতে হবে, ধজ্য ধরতে হবে। তাহলে ভাল কিছু আশা করা যায়।
-
দক্ষ ট্রেডার হওয়ার প্রথম শর্ত হচ্ছে বেশি লাভ করার লোভ বা ইমোশন কে কনট্রোল করতে হবে। ফরেক্স এর বিভিন্ন কৌশল শিখতে হবে। ডেমো একাউন্ট এ সিরিয়াসলি প্রেকটিস করতে হবে । টেকনিক্যাল এনালাইসিস ও সেন্টিমেন্টাল এনালাইসিস ও ফান্ডামেন্টাল এনালাইসিস করতে শিখতে হবে। সর্বনিম্ন লিভারেজ ব্যবহার করা এবং ওভার ট্রেড করা থেকে বিরত থাকা ।
-
ফরেক্স এ দক্ষ ট্রেডার রাই উন্নতি করতে পারে। যারা দক্ষ নয় তারা অজরেই জড়ে পড়ে। দক্ষতার জন্য ফরেক্স বিষয়ে অনেক জ্ঞান, অনেক অনেক ড্রেমু, অনেক সভা সেমিনার আর ধয্য থাকলে দক্ষ ট্রেডার হওয়া যায়।
-
আমার ভাই এর কথার মধ্যে যুক্তি আছে তায় আমি তার কথার সাথে একমত । ফরেক্স ব্যবসার মধ্যে ভাল হতে হলে সর্ব প্রথম প্রয়োজন দৃঢ় প্রতিজ্ঞা তার কঠোর পরিশ্রম । বিশ্বের বড় বড় মনিষীগণ বলেছেন , তিন জিনিসের স্বমন্নয়ে সফলতা অর্জন করা সম্ভব । ১/ অর্থ , ২/ ত্যাগ , ৩/ সময় । অনুরোপ ভাবে ফরেক্সে এই তিন জিনিস থাকলে দক্ষ ট্রেডার হওয়া যাবে ।
-
দক্ষ ট্রেডার হতে হলে আপনাকে অব্যশই ফরেক্স এর সাথে দীর্ঘ সময় ধরে লেগে থাকতে হবে। দুই-তিন মাস এ ফরেক্স দক্ষ ট্রেডার হওয়া সম্ভব না। ৩-৫ বছর লেগে থাকলে অব্যশই ফরেক্স এ ভালো ট্রেডার হওয়া সম্ভব। আর ফরেক্স ভালো এনালাইসিস করতে শিখতে হবে।
-
ফরেক্স সম্পর্কে ভালো জানতে থাকলে এবং ফরেক্স মার্কেটে ভাল ট্রেড করতে থাকলে ফরেক্সে দক্ষ ট্রেডার হওয়া যায় । ফরেক্সে দক্ষ ট্রেডার হতে হলে ডেমো খুব ভাল একটা মাধ্যম । ফরেক্সে কাজ করতে হলে ট্রেড ভাল করে জানা থাকতে হবে ও ভাল ট্রেড করতে হবে । সেই জন্য ফরেক্সের ডেমো খুব ভালো । ৬ মাস ডেমো প্রাকটিস করলে ট্রেড সম্পর্কে ভাল ধারনা চলে আসে এবং ট্রেড করতে সুবিধা হয় । ডেমোতে ভুল ট্রেড করলে কোন ক্ষতি নেই বরং সেই ভুল থেকে ট্রেড শেখা যায় । তাই দক্ষ ট্রেডার হতে ডেমোর ভুমিকা অনেক ।
-
ফরেক্স ব্যবসাকে টাকা বানানো মেশিন বলা হয় । তাই আমি মনে করি সবাই দক্ষ ট্রেডার হতে চায় । কিন্তু সকলে দক্ষ ট্রেডার হতে পারে না । তবে দক্ষ ট্রেডার হতে হলে ডেমো ট্রেড অভিজ্ঞতা, টেকনিক্যাল এনালাইসিস, ফান্ডামেন্টাল এনালাইসিস এবং বিভিন্ন রকমের ট্রেডিং স্ট্রাটেজি জানা দরকার । এইগুলো ছাড়া দক্ষ ট্রেডার হওয়া সম্ভব না ।