-
ফরেক্সে যত বেশি সময় কাজ করা যাবে ততোই ভাল । ফরেক্সে কাজ করতে হলে ফরেক্সের পেছনে সময় দিতে হবে , ফরেক্স ভাল করে শিখতে হবে । ফরেক্স ভাল জানা থাকলে এবং ভাল ট্রেড করতে পারলে ফরেক্স থেকে অনেক লাভ করা যায় । ফরেক্সে আমি প্রতিদিন ২ / ৩ ঘন্টা সময় দিই যাতে আমি ফরেক্স থেকে ভাল কিছু করতে পারি । ফরেক্সে ভাল কিছু করতে পারলে আমার অনেক ভাল হবে । তাই আমি ফরেক্সে একটু বেশি সময় দিচ্ছি ।
-
যে কোন সৃজনশীল কাজ করতে গেলে এবং সেখান থেকে চরম সফলতা আশা করে থাকলে অবশ্যই সে কাজের পিছনে যথেষ্ট সময় দেওয়া উচিত কেননা । ফরেক্স এমন একটা মার্কেটে যেখানে যত বেশি সময় দিবেন নিজের উজ্জ্বল ট্রেডিং লাইফ তত বেশি পাকা করছেণ । অার শিক্ষা যত বেশি অর্জন করবেন তা আপনার সম্পদ হয়ে থাকবে । যত সময় দিবেন তত শিখবেন আর যত শিখবেন তত বেশি জ্ঞানী হবেন ।
-
ফরেক্সের পেছনে প্রতিদিন যত বেশি সময় দেওয়া যাবে তত বেশি ফরেক্স সম্পর্কে জানা যাবে আর ভাল করে কাজ শেখা যাবে । আমি প্রতিদিন ২ ঘন্টার মত সময় ব্যয় করি ফরেক্সের পেছনে । আমি মনে করি আমার এই সময় ব্যয় অযথা হয় না । এর মাধ্যমে আমি ফরেক্সের অনেক কিছুই শিখতে পেরেছি । আমি ফরেক্স থেকে এখন অনেক টাকা আয় করে থাকি প্রতিমাসে প্রায় ৪০ ডলারের ও বেশি । তাই ফরেক্সে সময় ব্যয় করা ভাল ।
-
ইয়ফরেক্স থেকে আয় করতে হলে আমি মনে করি প্রতিদিন ৫ থেকে ৬ ঘন্টা সময় দেওইয়া | আমি ফরেক্স নতুন আমি ফরেক্স শেখার জন্য ৪ থেকে ৫ ঘন্টা শোমোয় দিই |আমার মনে হচ্ছে এর বেশি সময় দিতে হবে তাহলে আমি আর ও জানতে পারব ফরেক্স সম্পরকে|
-
প্রতিটি নতুন ট্রেডার এর ক্ষেত্রে ফরেক্স মার্কেট এ অনেক বেশি সময় দেওয়া প্রয়োজন কারন আপনে যতবেশি ফরেক্স মার্কেট সময় দিবেন ততবেশি ফরেক্স থেকে অবিজ্ঞতা লাভ করবেন তাই আমি প্রতিদিন ৫-৬ ঘন্টা ফরেক্স মার্কেট সময় ব্যয় করি।আশা করি একদিন ফরেক্স মার্কেট থেকে ভাল প্রফিট করতে পারব।
-
আমি ফরেক্সে প্রতিদিন পর্যাপ্ত সময় দিতে পারি না । যার কারন হল আমি মনে করি যে ফরেক্স মার্কেটে ট্রেড করে লাভবান হতে হলে অনেক বেশি পরিমাণে আমাদের নিজেকে গড়ে তোলার কোন বিকল্প নেই । আমরা যত বেশি পরিমাণে নিজেকে গড়ে তুলতে পারব তত বেশি পরিমাণে সফলতা লাভ করতে পারব । সফল হতে হলে নিজেক গড়ে তোলার কোন বিকল্প নেই । আর সেই কারণেই পর্যাপ্ত সময় ফরেক্সে দিতে হবে ।
-
যে কোন কাজে সফলতা পেতে হলে একটি নির্দিষ্ট লক্ষ নিয়ে আগানো উচিত বলে আমি মনে করি । ফরেক্স মার্কেটে সফলতা অর্জন করতে হলে প্রতিদিন কতটুকো সময় ব্যয় করতে হবে তা নির্ভর করবে আপনার উপর॥ আপনি যত কঠোর পরিশ্রম করতে পারবেন তত তাড়াতাড়ি *আপনি ফরেক্স আপনার *আয়ত্বে নিয়ে আসতে পারবেন । প্রতিদিন ২ থেকে ৩ ঘন্টা সময় ফরেক্স *মার্কেটে দিলে যতেষ্ট বলে অামি মেনে করি । ধন্যবাদ ।।
-
আমি প্রতি দিন ফরেক্স এ ৩/৪ ঘন্টা সময় ফরেক্স দেই । আসলে বলতে গেলে সারাদিনই একটু একটু দেখে যাই আর অবসর সময় ল্যাপটপ অন করে ফরেক্স দেখি শুয়ে শুয়ে। এই তো এভাবে চলে।
-
ব্যক্তিগতভাবে আমি প্রতিদিন আমি ফরেক্সে ৫ থেকে ৬ ঘন্টা সময় ব্যায় করে থাকি এই সময়ের মধ্যে আমি মার্কেট অ্যানালাইসিস করি,ট্রেড ওপেনের আগে মানিম্যানেজমেন্ট করি,অভিজ্ঞ ফরেক্স মার্কেট বিশ্লেষকদের দেওয়া অ্যানালাইসিসের সাথে নিজের অ্যানালাইসিস কমপেয়ার করি অবশেষে ট্রেড ওপেন করি।
-
ফরেক্স এ আমি প্রতিদিন ২ ঘন্টা করে সময় দিতে পারি। আমি ফরেক্স এ আর সময় *দিতে পারতাম। কারন আমি পরালেখা করার পাশাপাশি কাজ ও করি। অনেকটা ব্যস্থতার মধ্যে আমি ফরেক্স এ বেশী একটা সময় দিতে পারি না। তবে আমি ফরেক্স এ রাতে ভাল সময় দিতে পারি।