-
আমি ফরেক্স মার্কেটে নতুন তাই আমি নিজেকে একজন দক্ষ ট্রেডার হিসেবে দাবি করতে পারি না।আমি মার্কেটে ৪ মাস দ্ভরে কাজ করছি কিন্তু এখনো আয়তো দূরে থাক প্রাই ৬০০ ডলার মত লস করেছি।আর ইনভেস্ট করতে পারছিনা তাইএখন বাংলা ফোরামের সাথে যুক্ত আছি যে ফরেক্স মার্কেট সম্পর্কে জানতে পারব আবার ট্রেড করার সুযোগঅও পাব।
-
আমি ফরেক্স এ নতুন তাই এখনো সে রকম ভাবে লাভ পাচ্ছি না তবে আমি মনে করি আপনি যদি ঠান্ডা মাথায় কাজ করেন সঠিক মানি ম্যানেজমেন্ট করে ট্রেড করেন তাহলে আপনার প্রতিদিনে গড়ে ১ পারসেন্ট আসবে ।মাস শেষে দেখবেন আপনার যা ব্যলান্স ছিলো তার থেকে ৩০ পারসেন্ট লাভ হয়েছে ।আমি এই নিয়ম মেনে ট্রেড করি আমি হিসাব করি প্রতি মাসে আমার যা ব্যলান্স আছে তার ৩০ পারসেন্ট তাহলে দিনে মেইন ব্যলান্স এর ১ পারসেন্ট লাভ হচ্চে ।
-
আমার প্রতি দিনের গড় প্রফিট নায়। আমি একজন নতুন ট্রেডার। আমি এখনো শিখছি। তবে এয় পোষ্টি পড়ে মনে হল প্রতিদিন গড় প্রফিটের একটি টার্গেট থাকা দরকার। আমি আপাতত সেটা ৩ ডলারে রাখতে চায়।
-
ফরেক্স মার্কেট এ আমার সব সময় প্রফিট হয় না। এক সময় লাভ হয়, আবার এক সময়তে লস ও হয়। তবে আমি বেশীর ভাগই ফরেক্স এ লাভ করে থাকি। আমি ফরেক্স মার্কেট এ মাসে গড়ে ৩-৪ ডলার এর মত প্রফিট হয়। তবে আমি কিন্তু রিয়েল একউন্ট এ লাভ করি নি। আমি এখন ডেমো একাউন্ট এ লাভ করেছি।
-
হ্যা ফরেক্স অনেক লাভজনক একটি ব্যবসা। তবে লাভ করতে হলে প্রথমে আপনাকে আগে ভালভাবে ফরেক্স জানতে হবে। ফরেক্স নিয়ে জানার জন্য আপনাকে ফরেক্স নিয়ে অনেক পড়াশুনার পাশাপাশি আপনাকে প্রথমে ফরেক্স ট্রেডে অভিজ্ঞ হতে হবে। মনে রাখবেন ফরেক্স আপনাকে তখনি দিবে যখন আপনি খুব ভালভাবে ফরেক্স জানার পর ট্রেডে আসবেন।
-
আমি ফরেক্সে ট্রেড করে প্রতিদিনেই প্রফিট করতে পারিনি।আর বর্তমানে আমি শিখার পর্যায়ে রয়েছি বলে দৈনিকই আয়ের চিন্তায় করিনা।তবে ফরেক্স থেকে যাই প্রফিট হোক না কেন আমি তাতেই সন্তুষ্ট। কেননা ভবিষ্যতে ভালোভাবে ট্রেড শিখতে পারলে ইনশাল্লাহ ফরেক্সের মাধ্যমে ভালো প্রফিট করতে শিখতে পারবো।
-
আমি ফরেক্সে ট্রেড করে প্রতিদিনেই প্রফিট করতে পারিনি।আর বর্তমানে আমি শিখার পর্যায়ে রয়েছি বলে দৈনিকই আয়ের চিন্তায় করিনা।তবে ফরেক্স থেকে যাই প্রফিট হোক না কেন আমি তাতেই সন্তুষ্ট। কেননা ভবিষ্যতে ভালোভাবে ট্রেড শিখতে পারলে ইনশাল্লাহ ফরেক্সের মাধ্যমে ভালো প্রফিট করতে শিখতে পারবো।
-
ফরেক্স এ আমার প্রতিদিন লাভ হয় না। কখনো লাভ হয় আবার কখনো লস ও হয়। যাই হোক আমার প্রতিদিন নয় প্রতি সাপ্তাহে ৪ ডলার করে লাভ হয়।
-
আপনাদের ব্যার্থ ডাইরি আমাদের মত নতুন ট্রেডারদের জন্য অনেক বড় শিক্ষা । ফরেক্স মার্কেটে সবাই আসে লাভ করার প্রধান উদ্দেশ্য নিয়ে । কিন্ত সবাই কম বেশি লস করে । আসলে কেউ লস করতে চাই না । হয়ত বা মার্কেট মুভমেন্ট আমাদের বিপরীতে থাকে অথবা আমাদের ভুলের কারণেই আমরা লস করে থাকি এবং এর ফলাফল হিসেবে মাঝেমধ্য একাউন্ট জিরো হয়ে যায় । আসলে তখন খুব কষ্ট লাগে । তাই নতুন ট্রেডারদেরকে ব্যার্থদের কাছ থেকে শিক্ষা নিয়ে অনেক সাবধানতা অবলম্বন করে ট্রেড করতে হবে ।
-
আমি বলবো ফরেক্স ট্রেডিং এর প্রফিটের হিসাব ডলার দিয়ে নয় বরং পিপস্ দিয়ে করা উচিৎ । দিন শেষে একজন কত পিপস্ আয় করতে পারে সেটিই বড় কথা । তাই সবার উচিৎ নিজের লট সাইজ নিদৃষ্ট করে প্রতিদিনই কিছু পিপস অর্জন করার চেষ্টা করা । এটাই বোধয়হয় সফলতার জন্য প্রয়োজন।