-
আমি ব্যংকের মাধ্যমে এখনও উইথড্র করার সুযোগ পায়নি।কারন আমি এখনও বড় অংকের প্রফিট করতে পারিনি যে ব্যংকের মাধ্যমে উইথড্র করবো।এজন্য আমি নেটলারের মাধ্যমে ডলার উত্তোলন করি।আর সেই ডলার অন্যকে দিয়ে দিই এবং সে টাকা প্রদান করে। তবে ভবিষ্যতে বড় প্রফিট করতে পারলে ব্যংকের মাধ্যমে উত্তোলন করবো ভাবছি।
-
আমি এখনো পর্যন্ত লসই রিকভারি করে যাচ্ছি । আগে প্রফিট করি তারপর না হয় ভাববো ব্যাংকের মাধ্যমে ডলার উত্তোলন করা যায় কি না । তবে আমি যতদুর জানি ব্যাংকের মাধ্যমে ডলার সরাসরি উত্তোলন করা যায় না । আপনাকে ৩য় কোনো পক্ষের সাহায্য নিতে হবে ডলার উত্তোলন করতে ।
-
আমি প্রফিট করা ডলার আমার নেটলার একাউন্টে ট্রান্স ফার করি। সেখান থেকে আমি কাউকে ডলার দিয়ে ক্যাশ টাকা নিয়ে নেই আবার ব্যাংকের মাধ্যমেও টাকা উত্তোলন করি। আসলে যখন যেটা সুবিধা হয় তখন সেটাই করি। তবে বেশির ভাগ সময়েই অন্যের একাউন্টে ডলার ট্রান্সফার করি। কারন সবসময় তো আর খুব বেশি প্রফিট করতে পারি না। ল্প করে প্রফিট করি আর উইথড্র দেই।
-
ফরেক্স ট্রেডিং এর টাকা উত্তলন করার জন্য বিভিন্ন মাধ্যম রয়েছে । এই মাধ্যম গুলো দিয়ে কোব সহজেই টাকা উত্তলন করা যায়। যেমন নেটেলার, স্ক্রিল, পেপাল, আপনি ব্যাংকে ও ট্রান্সফার করতে পারবেন। তবে সরাসরি ব্যাংকে ট্রান্সফার করতে পারবেন না। প্রথমে স্ক্রিল এ তার পর স্ক্রিল থেকে ব্যাংকে ট্রান্সফার করতে হবে।
-
ফরেক্স ট্রেডিং ব্যবসাতে আমি নতুন।আমি এখুনো কোন প্রফিট করতে পারিনি।আমার টাকা উঠানোর মত কোন মাধ্যম নেই।আপনাদের অনেকের মতামত দেখলাম।আগে প্রফিট করি তারপর দেখা যাবে কিভাবে টাকা উওোলন করা যায়।
-
আমি নেটেলার এর মাধ্যমে দিয়ে থাকি। কারণ এটি আমার কাছে সহজ মনে হয় সেখান থেকে আমি কাউকে ডলার দিয়ে ক্যাশ টাকা নিয়ে নেই আবার ব্যাংকের মাধ্যমেও টাকা উত্তোলন করি। আসলে যখন যেটা সুবিধা হয় তখন সেটাই করি। তবে বেশির ভাগ সময়েই অন্যের একাউন্টে ডলার ট্রান্সফার করি। কারন সবসময় তো আর খুব বেশি প্রফিট করতে পারি না। ল্প করে প্রফিট করি আর উইথড্র দেই।
-
আমি ফরেক্সে এখনো নতুন।আমি ডেমোতে ট্রেড করছি।রিয়েল মানি দিয়ে ট্রেড করার অভিজ্ঞতা এখনো হয় নি।তবে শুনেছি রিয়েল ট্রেডিং করতে গেলে টাকা উইথড্রো আর ডিপোজিটে ব্যংকের মাধ্যমে করা অনেক সুবিধাজনক।।।
-
ফরেক্স মার্কেট এর টাকা আমি।ব্যাংকের মাধ্যমে।উত্তোলন করি,তাই আমি ফরেক্স মার্কেট থেকে আমার প্রফিট আমি প্রথমে মানিবুকার্স এর স্ক্রিল এর একাউন্টে পাঠায় তার পরে সেখানে থেকে আমি আমাদের দেশের। ব্যাংকে পাঠাই প্রায় ৬থেকে ৭ দিন সময় লাগার পরে তা একাউন্টে চলে আসে।
-
আমি উপকৃত ডলারগুলি আমার নেটলার অ্যাকাউন্টে সরিয়ে নিই। সেদিক থেকে, আমি কারও সাথে শীতল হার্ড নগদ গ্রহণ করি না এবং ব্যাঙ্কের মাধ্যমে নগদ ফিরিয়ে আনি না। সত্য বলা যেতে পারে, এটি সুবিধার জন্য। যাই হোক না কেন, প্রায়শই না আমি ডলার অন্য রেকর্ডে স্থানান্তর করি। যেহেতু আমি সাধারণত সুবিধার অতিরিক্ত কিছু করতে পারি না। আমি উপকার করব এবং পিছনে পিছনে অংশ নেব।
-
জী না আমি ব্যাংকের মাধ্যমে ডলার উওোলন কখোনই ক্রিনি,আমার কাছে এটি ঝামেলা মনে হয়,আমি সাধারণত অনলাইন পেমেন্ট মেথড ব্যবহার করে ফরেক্স মার্কেট থেকে আমার প্রফিট উইথদ্র করি,এটি সব থেকে সহজ মাধ্যম,তাই আপনি ব্যাংকের ঝামেলা বাধ দিয়ে অনলাইন পেমেন্ট মেথড ব্যবহার করুন।