-
আমি ফরেক্স মার্কেট এ এসেছি এর প্রধান কারন হল নিজেকে নিজের অবস্থানে নিয়ে দেশের জন্য উন্নতি করা কারন আমাদের দেশ এ দিন দিন বেকারত্ব বেরে যাচ্ছে যার কারনে অনেকেই আছেন যারা যোগ্যতা থাকার পরেও কোন যথাযথ ভাবে চাকুরী পান না , তাই এখানে ভাল করে যদি আমরা ভাল করে ফরেক্স শিখতে পারি ।এভাবে ফরেক্সে যদি আমরা দক্ষতা ও অভিজ্ঞতা অর্জন করতে পারি তাহলে আমরা বেশ ভাল আয় করতে পারব ।
-
প্রত্যকেরই ফরেক্স মার্কেটে আসার পেছনে কোন না কোন কারণ রয়েছে । অন্যদের ন্যায় আমারও ফরেক্স মার্কেটে আসার কারন রয়েছে॥ সাধারনত আমি ফরেক্স মার্কেটে আসার আগে সারাদিনই ফেইসবুকে পড়ে থাকতাম । কিন্ত ফেইসবুকে লস ছাড়া কোন লাভ আছে বলে আমি মনে করি না॥ তাছাড়া আমার অনেক দিনের ইচ্ছে ছিল অনলাইনের মাধ্যমে টাকা আয় করা । ফরেক্স মার্কেট আমার সেই ইচ্ছা পুরণ করেছে ।
-
আমার মতে ফরেক্স মার্কেটে একমাত্র আসার কারণ হলো নিজেকে সাবল্বমী করে তুলা । এবং শুধু আমি না অন্য সবাই এখানে আমার সবথেকে বড় ও একমাত্র কারণ হল অর্থনৈতিক ভাবে নিজেকে একটা ভাল জায়গা করে দেয়া । আপনি কেন ঠরেক্স মার্কেটে এসেছেন জানালে খুশি হতাম ।
-
আমি এক জন ছাত্র , তাই ফরেক্স এ আসলাম বাবশা করার জন্য, জাতে টাকা উপেরজন করা যা।
-
আমার ফরেক্স এ আসার মূল কারন হচ্ছে এই ফরেক্স ব্যবসা সম্পর্কে যানা এই ব্যবসাটা করে নিজেকে উন্নতির দিকে এগিয়ে নেওয়া। অার আমি ফরেক্স সম্পর্কে অনেক কিছু যেনে অনেক কিছু পড়ে বুঝতে পেরেছি ফরেক্স করে আমি জীবনে অনেক কিছু করতে পারবো আর সেটা কোন বাধা ছাড়াই। তাই আমার মতে সবার উচিত ফরেক্স এ যোগদান করা ফরেক্স ব্যবসায় মনযোগি হওয়া এই ব্যবসা করে নিজের একটা ঠিকানা খুজে নেওয়া।
-
অামি ফরেক্স ব্যবসায় অাসার কারণ হল অার্থিক উন্নতি সাধন করার জন্য । অামি চাই এই ব্যবসা করে অামি সফলতা অর্জন করতে চাই । সুতরাং আমরা সব সময় এই ব্যবসা করার জন্য দক্ষতা অর্জন করব তাহলেই সফলতা সম্ভব ।
-
আমি ফরেক্সে আসার একমাত্র কারণ হল ফরেক্স থেকে আমি *কিছু পেতে চায় । আসলে আমরা যারাই ফরেক্সে ট্রেড করি বিশ্বব্যাপি সবারই মুল ও প্রধান লক্ষ্য থাকে যে ফরেক্স করার মাধ্যমে আমি নিজে স্বাবলম্বি হব এবং অনেক টাকা ইনকাম করব । তবে কিছু মানুষের লক্ষ্য ব্যাতিক্রম হতে পারে । আর ব্যাতিক্রম কখনো উদাহরণ হতে পারে না । আমি নিজেকে ফরেক্স মার্কেটে ভাল একজন ট্রেডার হিসেবে প্রতিষ্টিত করতে চায় ।
-
ফরেক্স একটি আন্তর্জাতিক মানের ব্যবসায়। এখানে সবাই আসে ট্রেড করার জন্য এবং মুনাফা অর্জন করার জন্য। আমিও এখানে এসেছি ট্রেড করা এবং মুনাফা অর্জন করতে। ব্যবসায় মানেই হল যেখানে লাভ-লস থাকবে। ফরেক্স অন্যান্য আয়ের উৎসের মতই একটি। ভালো ট্রেডার হতে পারলে মুনাফাও ভালো হয়। তাই ইচ্ছা আছে ভালো মানের ট্রেডার হবার।
-
আমি অনেক দিন ধরে ইন্টারনেট এ ইঙ্কাম সোর্স খুছিলাম। তারপর এই ফরেক্স এর কথা আমার এক বন্ধুর থেকে জানতে পারি। আর আমার মুল উদেওয়শ্য হছে টাকা আয় করা। নিজেকে আত্মনির্ভরশিল করে তুলা। ফরেক্স একটি সাধীন ব্যবসা। যেখানে নিজেই নিজের ব্যবসা পরিচালনা করতে হয়।
-
ফরেক্স ব্যাবসা আমি যে কোনো সময় করতে পারি।। ফরেক্স করে আমি আমার লেখাপড়ারর পাশাপাশি আমি বাড়তি ইনকাম করে আমার লেখাপরার খরচ চালাতে পারি। ফরেক্স আমাদের অনেক ইনকাম ছোরস করে দিয়েছে। আমরা ফরেক্স দক্ষতা ব্রিধি করে ফরেক্সের সকল ট্রেডিং সিখে ভালো ইনভেস্ট করতে পারলে এখানে আমরা আমাদের কেরিয়ার ও গরতে পারি।।