শুধু ফরেক্সেই না, যেকোন ব্যবসাতেই টিকে থাকতে হলে আপনাকে অবশ্যই ওই ব্যবসা সম্পর্কে পূর্ণাঙ্গ অভিজ্ঞ জ্ঞানী হতে হবে*। তাই ফরেক্সে প্রফিট করতে, আপনার নিম্নোক্ত বিষয়গুলো অবশ্যই থাকতে হবে*।
১) ফরেক্স সম্পর্কে পূর্ণাঙ্গ জ্ঞান.
২) ফরেক্স সম্পর্কে অভিজ্ঞতা ও দক্ষতা.
৩) অতিরিক্ত লোভ বর্জন.
৪) ঠিকভাবে মানি ম্যানেজমেন্ট করার ক্ষমতা.
৫) নিয়মিত মার্কেট এনালাইসিস করা.
৬) প্রচুর ধৈর্যশীল হওয়া.
৭) নিয়মিত ফোরাম ফলো করা.
৮) রিয়েল ট্রেডিং এর পাশাপাশি ডেমো ট্রেডিং চালিয়ে যাওয়া.
৯) চটজলদি কোন সিদ্ধান্ত না নেয়া.
১০) এবং টার্গেট অতিরিক্ত ট্রেডিং না করা.