-
ফরেক্স একটি আন্তর্জাতিক ব্যবসা । আমরা সবাই জানি যে ফরেক্স ব্যবসাতে লাভ ও লস আছে । শুধু ফরেক্স ব্যবসাতে নয় সব ব্যবসাতে লাভ ও লস আছে । আমি মনে করি ফরেক্স ব্যবসা শুধু বাই ও সেল দেওয়া । কিন্তু লাভ ও লস হওয়ার কারন হলো দিলাম বাই কিন্তু ট্রেন্ড গেলো নিচে । তখন তো লস হবে । আমি মনে করি এই ভাবেই ফরেক্স ব্যবসাতে লাভ ও লস হয়ে থাকে ।
-
প্রথমে আপনি ডিসিশন করবেন যে আপনি বায়ে নাকি সেল এ দিবেন। আপনি যদি লস করতে চান তাহলে আপনি অনেক বড় আকারে ট্টেড করবেন না বুঝে না দেখে। আর যদি আপনি লাভ করতে চাইলে আপনাকে সবকিছু বুঝে ট্টেড করতে হবে যাতে আমার লাভ হবে।
-
আমি বলবো একটি ট্রেড খোলা খুবই সোজা। ট্রেড খোলার পদ্ধতি সহজ এবং আপনার যদি স্টক মার্কেটে ট্রেড করার অভিজ্ঞতা থাকে তবে আপনি তা আর তাড়াতাড়ি বুঝতে পারবেন। সব ফরেক্স কোটেশনে ২ টি প্রাইস দেখান হয়। বিড এবং আস্ক। প্রায় সবক্ষেত্রে বিড প্রাইস, আস্ক প্রাইস থেকে কম হয়। বিড হল এমন একটি প্রাইস যে দামে ব্রোকার কিউটো কারেন্সির পরিবর্তে বেস কারেন্সি কিনতে চায়।
-
ফরেক্স মার্কেটে লাভ লস হওয়াটা একটি স্বাভাবিক ব্যাপার ,তবে অনেকে ঠিক ভাবে তার ল্যাভ লস টা ভুজতে পারে না । আমরা যখন কোনো দ্রব্যর বাই অথবা সেল দিয়েছি যেমন যে পইন্টে বাই দিয়েছি যদি সে পয়েন্ট টি বিপক্ষে জাই তা হলেই আমরা বুজব যে লস হয়েছে ।
-
ফরেক্স এ ট্রেড ওপেন করলে আপনার ট্রেডটি টার্মিনাল এর নিচে সব দেখাবে। আপনার লস না লাভ হছে। আর আপনি বাই না সেল করবেন সেটা আপনার নিজের বিচার করে নিতে হবে। আপনি বাই বা সেলের এর মাধ্যমে আপনার ট্রেডটি লাভ বা লস হবে।
-
আমরা জানি ফরেক্স একটি আন্তর্জাতিক বিনিময় বাজার। এখানে মার্কেট হয় উপরের দিকে যায় নয়তো নিচের দিকে যায়। লাভ লস হওয়ার ব্যপার টা আপনার ট্রেড নেয়ার উপর নির্ভর করে। আপনি যদি বাই নেন তখন মার্কেট উপরে গেলে আপনার লাভ হবে আর নিচে গেলে লস হবে। একই ভাবে সেল নেয়ার পর মার্কেট যদি উপরে যায় তবে লস হবে আর নিচে গেলে লাভ হবে।
-
ফরেক্স এমন একটা ব্যবসা যেখানে কাজ করতে হলে মুদ্রা বিনিময়ের মাধ্যমে কাজ করতে হয় আর সেটা হয় ট্রেডের মাধ্যমে । ফরেক্সে লাভ লস সব কিছু নির্ভর করে ট্রেড করার উপর । ফরেক্সে ভাল ট্রেড করতে পারলে ফরেক্সে ভাল লাভ করা যায় । আর যদি ফরেক্সে কাজ করে ট্রেডিং ভাল না করা যায় তাহলে ফরেক্স থেকে টাকা আয় করা যায় না আর লস হয় । এভাবেই ফরেক্সে লাভ ও লস হয় ।
-
আসলে আমরা প্রত্যেকেই জানি যে ফরেক্স থেকে লাভ করা কঠিন কিন্তু লস করা একদম পানির মতো সোজা ও সহজ। লসের প্রথম কারন হোল ওভার ট্রেডিং, দ্বিতীয় কারন হোচ্ছে মানি ম্যানেজমেন্ট না করা। অরো অনেক কারন আছে যেমন ধৈর্যশীলতার অভাব। বেশির ভাগ ট্রেডারি প্রটফর্ম ওপেন কোরেই ট্রেড ওপেন কোরে দেয় ফলে লস হয়। এসকল বিষয় কে কন্ট্রোল করতে পারলেই লাভ হওয়া সম্ভব।
-
ফরেক্স মার্কেট হলো বিশ্বের সবচেয়ে বড় আন্তর্জাতিক মুদ্রাবাজার।এখানে এক কারেন্সির বিপরীতে অন্য কারেন্সি উঠানামা করে।তাই এখানে আপনি বাই অথবা সেল দুটো করেই লাভবান হতে পারবেন।যেমন ধরুন gbp/usd আপনি যদি এই কারেন্সিতে ট্রেড করেন তবে gbp এর বিপরীতে usd এর মান কমবে নাকি বাড়বে সেটা বুঝে বাই অথবা সেল করতে পারবেন।যদি usd এর মান কমে তবে buy এবং usd এর মান বাড়লে সেল দিবেন এভাবেই লাভ লস করবেন।
-
ফরেক্সে এক টি ট্রেডিং মারকের। এখানে লাভ লস দুই টা হতে পারে। এটি এক ধরনের শেয়ার মার্কেট। কিন্তু এখানে ২ টা টাইফ এর ট্রেড করা হয় বাই (buy) এবং সেল (sell)। কোন মার্কেট এ ট্রেড করার পরে যদি লস হয় তাহলে ট্রেডিং লাইন বিপরিতে যাচ্ছে আর আর লাভ হইলে এইটা বিপরিত।