আমি আগে ক্রতাম এখন আর তেমন করি না। ফরেক্স এ লস করার পর আর সাহস পাই না। আমি আগে এতাকে আমার ক্যারিয়ার বানাতে চাইতাম। সেই অনুযায়ী কাজ ও করতাম কিন্ত হটাত ভাল লস করার কারনে আর সাহস পাচ্ছি না। তবে এখনো হাল ছারি নাই।
Printable View
আমি আগে ক্রতাম এখন আর তেমন করি না। ফরেক্স এ লস করার পর আর সাহস পাই না। আমি আগে এতাকে আমার ক্যারিয়ার বানাতে চাইতাম। সেই অনুযায়ী কাজ ও করতাম কিন্ত হটাত ভাল লস করার কারনে আর সাহস পাচ্ছি না। তবে এখনো হাল ছারি নাই।
ভরসা করার মাধ্যমেই মানুষ খুব দ্রুত সফলতা লাভ করে । ফরেক্স ট্রেড আমরা যারা ট্রেড করি তারা আর্থিক সচ্ছলতার জন্য ফরেক্স এর উপর ভরসা করি, এবং ইনভেস্ট করি আর এতে করে আমাদের আত্নবিশ্বাস অনেক বেড়ে যায়।ফরেক্স এর উপর ১০০ ভাগ ভরসা করতে পারলে আমাদের আত্ত্ববিশ্বাস ও ভরসা বেড়ে যাবে আর তখনি আমরা সফল হতে পারব।
দক্ষতা থাকলেই এই বাজারে একবার না একবার সফল হওযাই যাবে । ফরেক্স সকল ব্যবসা বা কাজের চেয়ে আলাদা । অামরা বেশী বেশী করে দক্ষতা অর্জন করার চেষ্টা করব তাহলেই অামরা লাভবান হতে পারব । অামরা পরিশ্রমের ফলে যে কেউ এই মার্কেট থেকে ভালোই লাভবান হতে পারবে ।
ফরেক্স হলো বিশ্বব্যপী মুদ্রা বাজার যেখানে প্রতিদিন গড়ে 5 ট্রিলিয়ন মার্কিন ডলার লেনদেন হচ্ছে ৷এক দেশের মুদ্রা ক্রয় ও অন্য দেশের মুদ্রা বিক্রয় করা হয়৷আমরা ট্রেডারগণ অতি ক্ষুদ্রাতিক্ষুদ্র সাইজের লট ক্রয় বিক্রয় করে প্রতি নিয়ত কেও লস করছি বা কেও কেও লাভ করছি৷ঘরে বসে স্বাধীনভাবে বৈদেশিক মুদ্রা অর্জনের অন্যতম উত্তম ক্ষেত্র ৷ যত ভালোভাবে শিখে আয়ত্ত্ব করতে পারবেন তত ভালো প্রফিট করতে পারবেন৷প্রচুর প্রফিট করতে পারবেন নিঃসন্দেহে৷তার জন্য অবশ্যই দীর্ঘদিন আন্তরিকতার সাথে প্র্যকটিস করতে হবে৷তবে আপনি যদি ট্রেডিং কৌশলগুলো ভালো করে শিখে নিয়ে নিয়মিত প্রফিট করতে থাকেন তাহলে অবশ্যই আপনার ক্যারিয়ার বা ভবিষ্যত হবে অত্যন্ত গৌরবময় উজ্জল ও আপনি হবেন আর্থিক নক্ষত্র,পরিবারের সম্পদ,সমাজের সম্পদ,দেশের সম্পদ৷
ফরেক্স ব্যবসাকে অনেক পছন্দ করি । কারন ফরেক্স আন্তর্জাতিক ব্যবসা । যেকোন সময় যেকোন ব্যক্তি ফরেক্স ব্যবসায় অংশ গ্রহন করতে পারবে ও টাকা আয় করতে পারবে । আমি ফরেক্স মার্কেটে ট্রেড করার আগে অনেক এনালাইসিস করে ট্রেড করি । তাই বলতে পারি যে আমি ফরেক্স ব্যবসা নিয়ে অনেক আসাবাদি ও অনেক ভরসা করি ।
ফরেক্স একটি আন্ত্রররজাতিক কারনেসি ব্যবসা। এটি প্রায় সকল দেশে আছে। আর ফরেক্স একটি বৃহত ব্যবসা। এটি কে আমি বিশ্বাস ও ভরসা দুইটাই করি। এখনাএ ভালো ভাবে মার্কেট বুঝতে পারলে ভালো প্রফিট করা সম্ভব।
এটি সারা বিশ্বব্যপী চলছে। তাই ফরেক্স বিশ্বাসযগ্য একটি অনলাইন কারেন্সি ব্যবসা। এখানে শূধু বড় বড় ট্রেডার ছারাও আজ কাল আমরা যারা ছোট ট্রেডার আছি ট্রেড করতে পারছি। তাই অবিশ্বাসের কিছু এখান আমি দেখি না।
ফরেক্স এ আমি একটা নিয়ম অনুযায়ী ট্রেড করি। এখানে জোর করে কিছু করা যাবে। আমরা যেদিকে ট্রেড দিব সেদিকে মার্কেট যাবে এমন কথা ও না। তাই মার্কেট যেদিকে আমাদের সিগ্নাল দেয় সেই দিকে আমরা ট্রেড নিয়ে প্রফিট করে থাকি।
ফরেক্স ছাড়া আমি ছোট খাটো কিছু ব্যবসা করছি কিন্তু তেমন কোন ভরসা পাইনি। তবে কিছু দিন যাবৎ আমি ফরেক্স এর সন্ধ্যান পেয়েছি এবং এই মার্কেট সম্পর্কে বিভিন্ন ধরনের জ্ঞান অর্জন করার চেষ্টা করছি এমনকি ট্রেডিং সম্পর্কে জ্ঞান ও অভিজ্ঞতা কৌশল প্রয়োগ করে ফরেক্স মার্কেট থেকে ভাল মুনাফা অর্জন করা সম্ভব। তাই আমি মনে করি অন্যান্য ব্যবসায় বিভিন্ন রাজনৈতিক কারণে ক্ষতি হয়ে যেতে পারে কিন্তু ফরেক্স এমন একটা ব্যবসা যেখানে রাজনৈতিক কোন ধরনের প্রভাব নেই, শুধুমাত্র প্রয়োজন হয় আপনার জ্ঞান দক্ষতা এবং বুদ্ধিমত্তা। আর এগুলো সঠিকভাবে যদি কাজে লাগাতে পারেন তাহলে অবশ্যই ভাল প্রফিট অর্জন করতে পারবেন এজন্য আমি ফরেক্স এ অনেক বেশি ভরসা পাই যা অন্য কোন ব্যবসায় পাইনি।
সম্পূর্ণরুপে আমি ফরেক্স এর উপর নির্ভশীল কারন এটি আমার একমাত্র আয়ের উৎ*স। আমার মনে হয় ফরেক্স ছাড়া আর কোনো ব্যাবসায় আমি এতোটা সফলতা অর্জন করতে পারতাম না একারনেই আমি ফরেক্স এর উপর ভরসা রেখে ট্রেড করছি। যেহেতু আমার বিনিয়োগ অনেক কম তাই আমি অধিক লাভ করতে পারি না। কিন্তু আমার বিশ্বাস যে আমার বিনিয়োগ যখন অনেক বেশী হবে তখন আমি অনেক উপার্জন করতে পারবো।