-
অনেকেই বলে থাকেন ফরেক্স মার্কেট এ নাকি ৯৫% ট্রেডার লস করে।হ্যাঁ ভাই সব বিজনেস এ লাব লস উভইটি রয়েছে।তাই ফরেক্স মার্কেট এ লাব লস রয়েছে।ফরেক্স মার্কেট এ ট্রেড করে আয় করতে হলে আমাদের কে ফরেক্স মার্কেট এর কিছু আইন মেনে ট্রেড করতে হবে।আমরা যদি এই আইন গুলো মেনে ফরেক্স মার্কেট এ ট্রেড করতে পারি তাহলে আমরা আয় করতে পারবো।যেমন-ট্রেড করার আগে এনালাইসিস করে ট্রেড করতে হবে,বুজে শুনে ট্রেড করতে হবে,বেশি বেশি ট্রেড করা জাবেনা,লোব করা জাবেনা।
-
ফরেক্স এ ত্রাদের রা অনেক কারণে লস করে থাকে.অনেক ত্রাদের ই অন্দাগে ট্রেড করে লস করে থাকে অর্থাত তারা ভাগ্যের উপর নির্ভর করে ট্রেড করে থাকে.আবার অনেকে মার্কেট এনালাইসিস না করার ফলে মার্কেট বুঝতে পারেনা তাই লস করে.অনেকে আবার ইমোশনাল হবার কারণে লস করে,আবার অনেকে লোভ এর ফলে লস করে.ইত্যাদি অনেক কারণে লস করে থাকে ত্রাদের রা.
-
আমারও অবস্থা আপনার মতই ।আমিও প্রথম দিকে ভাব তাম ফরেক্সে খুব সহজেই ইনকাম করা যাবে ।কিন্তু পরে আমার সে ভুল ভেঙ্গে যায় ।আমি এ মাসে প্রথম ট্রেড শুরু করেছিলাম ,লাভও করেছিলাম কিন্তু পরে সামান্য একটি ভুল ট্রেডের কারনে আমার ব্যালেন্স জিরো হয়ে যায় ।আসলে ফরেক্সে টিকতে হলে দক্ষতা ও অভিজ্ঞতার প্রয়োজন রয়েছে ।
-
ফরেক্ম মার্কেটে বিভিন্ন কারণে লস হতে পারে । নিদিষ্ট করে বলা আসলেই অনেক মুসকিল যে কোন কারণে তার লস হচ্ছে । যেমন আপনি যদি মাসি ম্যানেজমেন্ট না করতে পারেন তাহলে আপনি লস করবেন । আপনার যদি ফরেক্স এর উপর কোনো ধরনের দক্ষতা না থাকে তাহলে আপনি লস করবেন ।
-
হ্যা আপনার কথাটি অবশ্যই সত্যি যে, অনেক বিগেনার ফরেক্স ট্রেডারেই ফরেক্সে লস করে থাকে, একাউন্ট জিরো করে বসে থাকে এবং আরো বেশী টেনশন করতে থাকে। আবার অনেকে লোভের কারণেও লস করে থাকে। অনেকে অধৈর্য হয়ে লস করে থাকে। অনভিজ্ঞতার করণেও লস করে থাকে।
-
সব থেকে বেশী ট্রেডার ফরেক্স মার্কেটে লস করে থাকে লোভ করার জন্য । আসলে আপনি যদি ফরেক্স মার্কেটে লোভ না করেন তাইলে আপনার লস হবে না বরং লাভ হবে । আপনাকে আগে ভাল করে ফরেক্স মার্কেট নিয়া আলচনা করতে হবে । পরে আপনি ভাল করে সব কিছুই জানতে পারবেন । তাই আপনি ফরেক্সে কখনো লোভ কইরেন না ।
-
ফরেক্স মার্কেটে ট্রেড করে লস করার পেছনে বিবিধ কারন রয়েছে তবে আমার কাছে মনে হয় এর পেছন সব থেকে বেশি প্রধান কারন হল ওভার কনফিডেন্স,লোব এবং ট্রেডিং কেৌশলের আলোকে ট্রেড না করা। যার কারনে অধিকাংশ ট্রেডাররাই ফরেক্স মার্কেটে ট্রেড করে লস করে থাকে।
-
ফরেক্স এ লস একজন ত্রাদের অনেক কারণে করতে পারে.যেমন-মার্কেট এনালাইসিস না করে ট্রেড করার মাধ্যমে লস করতে পারে অর্থাত ভাগ্যের উপর নির্ভরশীল হয়ে ট্রেড করা,মানি ম্যানেজমেন্ট না করে ট্রেড করা,স্টপ লস,টেক প্রফিট না বেবহার করার ফলেও লস করতে পারে.ইমোশনাল হবার ফলেও লস করতে পারে.আবার অনেকে লস করার পর রিভেঞ্জ ট্রেড করার মাধ্যমে আবার লস করে.
-
ফরেক্স মার্কেটে ট্রেড করার পর প্রতি বার একাউন্ট জিরো করেছি তাজন্য এখনো ফরেক্স মার্কেটে আছি না হয় চলে যেতাম। ফরেক্স মার্কেটে কাজ করতে হলে আমাদের কে ফরেক্স মার্কেটে সম্পর্কে চুল পরিমান ভুল করা যাবেনা তাহলে ফরেক্স মার্কেট থেকে ভাল লাভ করতে পারব। আমার কয়েকটি সমস্যা রয়েছে তার মধ্যে একটি হল অতিরিক্ত ট্রেড এবং স্টপ লস ব্যাবহার না করা।
-
ফরেক্স মার্কেটে লসের অনেক কারন থাকতে পারে বলে আমি মনে করি তাই ফরেক্স মার্কেটে ট্রেড করতে হলে আপনাকে আগে বঝতে হবে কি কারনে আপনার লস হচ্ছে আর কি করলে আপনার লস টিক মত উশল হয়ে উটবে। আমরা যারা ফরেক্স মার্কেটে নতুন তারাই বেশি লোভের কারনে লস করি।