ফরেক্স মার্কেটে প্রফিটেবল ট্রেড করতে হলে মার্কেটের সার্বিক পরিস্হিতি এনালাইসিস করা অন্যতম প্রধান শর্ত৷ট্রেডে এন্ট্রী করার জন্য আপনাকে অবশ্যই তিন ধরনের এনালাইসিসকেই গুরুত্ব দিতে হবে৷ফান্ডামেন্টাল,টেকনিক্যাল ও সেন্টিমেন্টাল এনালাইসিস ইত্যাদি সঠিকভাবে এনালাইজ করার পরে সুযোগ দেখে বুঝে ট্রেন্ডে এন্ট্রী করা উচিত৷