ফরেক্স যেহেতু একটি অনলাইন বিজনেস কোং সেহেতু এখানে ইনভেস্ট ও করা যায় । সে ক্ষেত্রে আপনি কয়েকটি মাধ্যম অবলম্বন করতে পারেন যেমন: নেটলার, পেয়জা, পেপাল, স্ক্রিল, মানি বুকারস ইত্যাদি।এগুলোর মাধ্যমে আপনি ইনভেস্ট করতে পারেন।
Printable View
ফরেক্স যেহেতু একটি অনলাইন বিজনেস কোং সেহেতু এখানে ইনভেস্ট ও করা যায় । সে ক্ষেত্রে আপনি কয়েকটি মাধ্যম অবলম্বন করতে পারেন যেমন: নেটলার, পেয়জা, পেপাল, স্ক্রিল, মানি বুকারস ইত্যাদি।এগুলোর মাধ্যমে আপনি ইনভেস্ট করতে পারেন।
ফরেক্সে ডিপোজিট এবং উইথড্র করার জন্য অনেক পেমেন্ট অপশন রয়েছে।
জনপ্রিয় ডিপোজিট এবং উইথড্র অপশন গুলো হল-
স্ক্রিল,
নেটেলার,
পে কো,
আলি পে,
বিটকয়েন,
ব্যাংক ওয়্যার
পেপাল,
চায়না উনিয়ন পে
ইত্যাদি,
এছাড়া কিছু কিছু ফরেক্স ব্রোকার বাংলাদেশের কিছু লোকাল আইবি অফিস রয়েছে যাদের মাধ্যমে ট্রেডিং অ্যাকাউন্টে টাকা জমা এবং উইথড্র করা যায়। যাদের নিজেদের কোন অনলাইন পেমেন্ট নেই তারা লোকাল আইবি এর মাধ্যমে ডিপোজিট এবং উইথড্র করতে পারবেন। লোকাল আইবিকে বাংলাদেশী টাকা পাঠিয়ে দিলে তারা সেই পরিমান ডলার আপনার অ্যাকাউন্টে জমা করে দিবে।
ভাই আপনি বিভিন্ন ভাবে ইনভেস্ট করতে পারবেন। তবে আপনার যদি একটা ব্যক্তিগত প্রেমেন্ট প্রসেসর ভেরিফাই করা থাকে বা করে নিতে পারেন, তাহলে সবথেকে বেশি সুবিধা হবে। এছাড়াও আপনি যদি ডলার ক্রয় করে নিয়ে সরাসরি আপনার একাউন্টে নেন এভাবেও এটা সম্পূর্ণ করতে পারেন।
ফরেক্স মার্কেটে ২ ভাবে ইনভেস্ট করতে পারবেন। যথা, ১. রিয়েল ডলার ইনভেস্টমেন্ট ও ২. ফোরামে প্রাপ্ত বোনাসের ডলার ইনভেস্টমেন্ট। রিয়েল ডলার ইনভেস্ট করতে চাইলে ফ্রিল্যান্সারদের থেকে ডলার কিনে কিছু অনলাইন পেমেন্ট মেথড যেমন স্ক্রিল, নোটেলার, পেপাল ইত্যাদির মাধ্যমে আপনি ফরেক্স মার্কেটে বিনিয়োগ করতে পারেন। তবে আমি মনে করি নতুন ট্রেডারদের জন্য ফোরামে পোস্টের বিনিময়ে প্রাপ্ত বোনাসের টাকা ফরেক্স মার্কেটে বিনিয়োগ করাটাই বেটার। এতে একদিকে ফোরামের মাধ্যমে ফরেক্স শেখার সুযোগ পাচ্ছেন অন্যদিকে ট্রড করার জন্য মুলধন হিসেবে বিনিয়োগের জন্য বোনাসের টাকাও অর্জিত হচ্ছে। যাদের অনেক অর্থ আছে এবং ফরেক্সের ওপর অনেক অভিজ্ঞতা আছে কেবলমাত্র তাদের জন্যই রিয়েল ডলার ইনভেস্টমেন্টটা বেটার বলে আমি মনে করি।
ফরেক্সে যদি ডিপোজিট করতে চান তবে আপনার যেকোনো মানি পেমেন্ট প্রসেসরে একাউন্ট থাকতে হবে। পেমেন্ট প্রসেসর গুলো হলো নেটলার, পেপাল, পেয়জা, স্ক্রিল ইত্যাদি। এসব পেমেন্ট প্রসেসর থেকে আপনি ডিপোজিট করতে পারবেন আপনার একাউন্টে।
ফরেক্সে ডিপোজিট করতে হলে বিভিন্ন ই কমার্স সাইট যেমন পেপাল,নেটেলার,স্ক্ রিল,ওয়েস্টার্ন ইউনিয়ন,ওয়েব মানি ইত্যাদি সাইটে টাকা থাকতে হয়।বাংলাদেশ ব্যাংক ফরেক্স কিংবা অনলাইন ট্রেডিং সাইটগুলোতে ডিপোজিট এলাউ করে না।তাই এসকল ই কমার্স সাইটের মাধ্যমে ডিপোজিট করতে হয়।
ফরেক্সে যদি ডিপোজিট করতে চান তবে আপনার যেকোনো মানি পেমেন্ট প্রসেসরে একাউন্ট থাকতে হবে। পেমেন্ট প্রসেসর গুলো হলো নেটলার, পেপাল, পেয়জা, স্ক্রিল ইত্যাদি। এসব পেমেন্ট প্রসেসর থেকে আপনি ডিপোজিট করতে পারবেন আপনার একাউন্টে।
ফরেক্স এ মূলত দুইভাবে ইনভেস্ট করা যায়, প্রথমত রিয়েল ডিপোজিট এবং আরেকটা ফোরামে পোস্টিং বোনাস দ্বারা। আপনি যদি রিয়েল ডিপোজিট করতে চান তাহলে কিছু অনলাইন ভিত্তিক পেমেন্ট প্রসেসর যেমন নেটেলার, পেইজা, স্ক্রিল, পেপালের সাহায্যে নিরাপদে করতে পারবেন। আর অন্যথায় ফোরামে পোস্টিং এর মাধ্যমে ডিপোজিট মাসের শেষে পোস্ট অনুযায়ী পেয়ে যাবেন।
বিশ্বের উন্নত দেশগুলোতে ফরেক্সে ইনভেস্ট করা খুব সহজ হলেও বাংলাদেশের মতো আরো কিছু উন্নয়নশীল দেশ থেকে ফরেক্স মার্কেটে ইনভেস্ট করা খুব কঠিন। উন্নত দেশগুলোতে নিজের ব্যাংক একাউন্ট থেকে সরাসরি ফরেক্সে ডিপোজিট করা সম্ভব। কিন্তু বাংলাদেশ থেকে তা কখনোই সম্ভব নয় কারণ ফরেক্স মার্কেটে ডিপোজিট করতে হলে যে উপায় অনুসরণ করতে হয় তা মানিলন্ডারিংয়ের আওতায় পড়ে। এ কারণে বাংলাদেশ সরকার ফরেক্স এ ব্যাংক থেকে ডিপোজিট করা সম্পূর্ণ নিষিদ্ধ করেছেন। আর এ কারণে বাংলাদেশের কোন ব্যাংক থেকে ফরেক্সে ইনভেস্ট বা ডিপোজিট করা যায় না। তবে বিভিন্ন ই-কমার্স সাইট যেমন পেপাল স্ক্রিল নেটেলার ওয়েব মানি ইত্যাদির সাহায্যে ফরেক্সে ইনভেস্ট করা যায়। এক্ষেত্রে প্রথমে এ সকল সাইটে নিজের অ্যাকাউন্ট খুলতে হয় এবং তাতে ডলার যোগ করতে হয়। ডলার যোগ বা এড করতে হলে ফ্রিল্যান্সারদের কাছ থেকে ডলার কিনতে হয়। পরে ওই ডলার ফরেক্সে ইনভেস্ট বা ডিপোজিট করা যায়।
নিজের অর্থ ডিপোজিট করতে পারেন , ফোরাম পোষ্টিং করে অর্থ ডিপোজিট করতে পারেন , নো ডিপোজিট বোনাস নিয়ে ডিপোজিট করতে পারেন , বিভিন্ন কনটেস্ট এ অংশগ্রহন করে ডিপোজিট করতে পারেন । রিয়াল ডলার দিয়ে ট্রেড করতে হলে অনলাইনে বিভিন্ন মেথড আছে যেমন নিটেইলার, স্ক্রিল আরও অনেক আছে।