-
প্রথমে একটা কথা বলে রাখি যে কোন ধরনের ব্যবসায় লাভ লস উভয়ই থাকবে। তাই লস এর কথা মাথায় রেখে সবাইকে ট্রেড করতে হবে। আর দিনে যদি কইয়েক্টা ট্রেড আপনার বিপরীতে চলে যায় তাহলে আমি অই দিনের জন্য ট্রেড থেকে বিরত থাকি। আর কারন টা খুজে বের করি যাতে পরবর্তিতে এই ভুল থেকে বিরত থাকি। এখন লস করলেও কম লস হয় । এখন লস হওয়ার কারন খুজে বের করে তা সংশোধন করার চেষ্টা করি । তাই আমি মনে করি ফরেক্স ট্রেডিং এ বেশি বেশি লস হলে আবার ডেমো ট্রেডিং অনুশীলন করা দরকার ।
-
লস হলে আমি প্রথমে লসের কারন অনুসন্ধান করি , কেন আমার ট্রেড টি লসের দিকে গেল । বুঝার চেষ্টা করি সঠিক সময়ে ট্রেড করেছিলাম কিনা । মানিম্যানেজমেন্ট এর দিকে আরও খেয়াল দিই। তবে প্রথমে মানসিকতা ঠিক করে নিই যে , ভুল হলে লস হতে পারে । কারন ফরেক্স একটি ব্যাবসা এখানে লাভ এবং লস তো থাকবেই । লাভ যেমন আমার লস ও আমার এটা মেনে নিয়েই ফরেক্স এ ট্রেড করি ।
-
ফরেক্স মার্কেট আমার যখন লস হয় তখন আমি ফরেক্স মার্কেট ভাল করে দেখি যে আমার কি কারনে লস হয়েছে সেই ভূল গুলো খুজেবের করার চেস্টা করি এবং ভূল সংসদন করার চেস্টা করি তাই আমি মনে করি প্রতিটি ট্রেডারের প্রয়োজন লস হওয়ার পরে লস কি কারনে হল সেটা খুজেবের করা।
-
ফরেক্সে লস হবে এটাই সাভাবিক।। তবে আমি মনেকরি,, লস থেকে আমাদের শিক্ষা নেয়া উচিৎ।। কারন লস না করলে আপনি ফরেক্সে লস করার কারন গুলি বুঝতে পারবেন না।। আর লস করে নি এমন কোনো ট্রেডার খুজে পাওয়া যাবে না।।।।
-
ট্রেড করার ক্ষেত্রে লস হতেই পারে আর এটাই স্বাভাবিক। আর আমার যখন ট্রেড করে লস হয় তখন বেশীর ভাগ সময় ট্রেড করা বন্ধ করে দেই ঐ দিনের মত। আবার যখন দেখি ট্রেড অনূকুলে আসতে পারে
তখন আবার ট্রেড দিয়ে থাকি।
-
বক্তিগতভাবে আমি ফরেক্স মার্কেটে আমিও কয়েকবার লস করেছি তবে লস ছোট বা বড় যে ধরনেরই হউক না কেন আমি সব সময়ই সেটিকে স্বাভাবিক ভাবে নিয়েছি কারন আমি সব সময় একটি জিনিসকেই সব থেকে বেশি মানি আর তা হল ব্যবসায়ে লাভ এবং লস একটি অপরটির পরিপূরক।তবে লস হলে সর্ব প্রথম আমি লসের প্রকৃত কারন কি ছিল তা খুজে বের করে তা থেকে শিক্ষা গ্রহন করতেই সবচেয়ে বেশি পছন্দ করি।
-
ফরেক্স মার্কেটে ট্রেড করতে গেলে আপনাকে কিছু না কিছু আপনাকে লস করতেই হবে কারন ফরেক্স মার্কেটে এমন কোণ লোক নেই যে বলতে পারবে যে সে কোন দিন লস করে নাই তাই আমাদের আগে উচিত যএন ফররেক্স মার্কেটে ডুক্তে গেলে আপনে ফরেক্স শিখতে হবে বলে মনে হয়।
-
ফরেক্স মার্কেট এ লাভ করতে হলে প্রথমে লস কি কারনে হতে পারে তা জানতে হবে । যদি লস হয়েই যায় তাহলে লসের কারন খুজে বের করতে হবে । যার ফলে ট্রেড না করে টেকনিকেল এবং ফাণ্ডামেন্টাল এনালাসিস করে ট্রেড করতে হবে । ডেমো ট্রেডিং ভালোভাবে চর্চা করে রিযেলে প্রয়োগ করতে হবে ।
-
ফরেক্স মার্কেটে আমিও কয়েকবার লস করেছি তবে লস ছোট বা বড় যে ধরনেরই হউক না কেন আমি সব সময়ই সেটিকে স্বাভাবিক ভাবে নিয়েছি কারন আমি সব সময় একটি জিনিসকেই সব থেকে বেশি মানি আর তা হল ব্যবসায়ে লাভ এবং লস একটি অপরটির পরিপূরক।তবে লস হলে সর্ব প্রথম আমি লসের প্রকৃত কারন কি ছিল তা খুজে বের করে তা থেকে শিক্ষা গ্রহন করতেই সবচেয়ে বেশি পছন্দ করি।
-
ফরেক্স মার্কেটে আমরা যখন লস করি তখন আমাদের উচিত মার্কেটে উল্টা পাল্টা ট্রেড না করে মার্কেট থেকে বেরিয়ে আসা । মার্কেটে আপনি যখন লস করেন তখন আপনাকে প্রথমে লস করার কারণটা খুজে বের করতে হবে । তারপর আপনার করা ভূলগুলো শুধরাতে হবে । মার্কেটে লস করলে অামি তাই করি । ধন্যবাদ ।