ফরেক্স ট্রেডিংয়ে প্রধানত তিন ধরনের
অ্যানালাইসিসকে সবচেয়ে বেশি প্রাধান্য দেওয়া
হয়ে থাকে আর এর মধ্যে ফান্ডামেন্টাল
অ্যানালাইসিস হল অন্যতম। কোন দেশের সার্বিক
অর্থনৈত্তিক অবস্থা,রাজনৈত্তিক
অবস্থা,পারিপার্শি অবস্থা ইত্যাদিকে বিবেচনা
করে যে অ্যানালাইসিস প্রনয়ন করা হয়ে থাকে
তাকেই ফরেক্স ট্রেডিংয়ে ফান্ডামেন্টাল
অ্যানালাইসিস বলা হয়ে থাকে।