-
হ্যা ভাই আমি অবশ্যই স্টপ লস এবং টেক প্রফিট ব্যবহার করি। ফরেক্সে টিকে থাকতে গেলে এগুলো ব্যবহার করতেই হবে। যে ট্রেডার স্টপ লস ব্যবহার করেন না তিনি কোনভাবেই ভালো ট্রেডার নন। কারন মার্কেট হঠাত আপনার ব্যলেন্স শূন্য করে দিতে পারে যদি না স্টপ লস ব্যবহার না করেন।
-
ফরেক্স ট্রেডিং মার্কেটে স্টপ লস ও টেক প্রফিট ব্যবহার না করলে যে কোন দিন একাউন্ট ব্যালেন্স অনেক বিশাল একটি ক্ষতির সম্মূখীন হওয়ার ভয় আছে। ফরেক্স ট্রেডিং মার্কেটে সফল ট্রেডাররা ট্রেডিংয়ে টেক প্রফিট ও স্টপ লস ব্যবহার করে থাকেন। স্টপ লস ব্যবহার করে একজন ট্রেডার অনাকাঙ্খিত লসের হাত থেকে তার ট্রেডিং একাউন্টকে রক্ষা করতে পাবে আবার টেক প্রফিট ব্যবহারের মাধ্যমে একজন ট্রেডার তার ট্রেডটিকে নির্দিষ্ট পরিমান প্রফিটে নিতে পারে। আমি আমার প্রতিটি ট্রেডে টেক প্রফিট ও স্টপ লস ব্যবহার করে থাকি।
-
ব্যক্তিগতভাবে আমি ফরেক্সে ট্রেড করার ক্ষেত্রে টেক প্রফিট এবং স্টপ লস এই দুটি ট্রেডিং সহায়ক অপশন ব্যাবহার করে তার পর ট্রেড করে থাকি এতে করে আমি মনে করি বড় ধরনের লস হওয়ার ঝুকি অনেকাংশে রোধ করা যায়।স্টপ লস এ অপশনের মাধ্যমে আমি একটি নির্দিষ্ট প্রাইজ বসিয়ে ঐ প্রাইজের নিচে মার্কেট নামলে ট্রেড ক্লোজ করে অ্যাকাউন্ট ব্যালেন্সকে বড় ধরনের ঝুকির হাত থেকে রক্ষা করা যায়। অন্যদিকে ট্রেক প্রফিটের মাধ্যমে মার্কেটে একটি ট্রেড ওপেনের পর মার্কেট থেকে বেড়িয়ে গেলেও সেট করে দেওয়া প্রাইজে মার্কেট গেলেই প্রফিট নিয়ে ট্রেড ক্লোজ করে দেওয়া যায়।
-
আমি মনে করি ফরেক্স মার্কেটে স্টপ লস ছাড়া কখনই ট্রেডিং করা উচিৎ নয়। কারন এতে করে নিজের একাউন্টের ডিপোজিট শূন্য হবার সম্ভাবনা থাকে। স্টপ লস ছাড়া ট্রেডিং করা আর লাগামহিন ঘোড়ার পিছনে বসা একই কথা। স্টপ লস দিয়ে ট্রেডিং করা একজন সফল ট্রেডারের প্রধান একটি লক্ষন। সবসময় স্টপ লস মেনে চলে ট্রেডিং করা উচিৎ। এতে করে বিশাল লসের হাত থেকে রক্ষা পাওয়া যায়।
-
ফরেক্স মার্কেটে একজন সুদক্ষ ট্রেডার হতে হলে আপনাকে ট্রেড নিয়ে প্রথমেই ট্রেডের স্টপ লস এবং টেইক প্রফিট ব্যবহার করতে হবে।নাহলে যে কোন সময় আপনার ট্রেডের বড় ধরনের ক্ষতি হতে পারে। তাই আমিও স্টপ লস এবং টেইক প্রফিট ব্যবহার করি।
-
আগে করতাম না তবে এখন আমি আমার প্রতিটি ট্রেডেই স্টপলস এবং টেকপ্রফিট ব্যবহার করার চেষ্টা করি। কারন আমি সর্বদা মার্কেটের প্রতি নজর দিতে পারি না। এক্ষেত্রে আমি স্টপলস ব্যবহার করলে আমার অতিরিক্ত লসের ট্রেড ক্লোজ হয়ে যায়। আবার প্রত্যাশাজনিত প্রাইসে টেকপ্রফিট হিট করে ট্রেড ক্লোজ হয়। এজন্য আমি স্টপলস এবং টেকপ্রফিট ব্যবহার করে থাকি।
-
আমি আসলে ফরেক্সে ট্রেড করার ক্ষেত্রে একটু বেশি কেৌশল অবলম্বনের চেষ্টা করি যার জন্য আমি ট্রেড করলে সব সময় টেক প্রফিট এবং স্টপ লস ব্যাবহার করে থাকি কারন তাতে করে বড় ধরনের লসের হাত থেকে যেমন ট্রেডিং অ্যাকাউন্টকে রক্ষা করা যায় ঠিক তেমনি প্রফিট ও সহজে নিয়ে নেওযা সম্ভাব।
-
স্টপলস ও টেকপ্রফিট ফরেক্স মার্কেটের দুটি গুরুত্বপূর্ণ অপশন আর এ দুটি অপশন আমাদের সবসময় ব্যাবহার করা উশিত।কারন স্টপলসের মাধ্যমে আমরা অতিরিক্ত লসের হাত থেকে রক্ষা করতে পারি আর টেকপ্রফিটের মাধ্যমে নির্দিষ্ট পরিমান লাভ নিতে পারি।
-
ব্যক্তিগতভাবে আমি ফরেক্সে ট্রেড করার ক্ষেত্রে টেক প্রফিট এবং স্টপ লস এই দুটি ট্রেডিং সহায়ক অপশন ব্যাবহার করে তার পর ট্রেড করে থাকি এতে করে আমি মনে করি বড় ধরনের লস হওয়ার ঝুকি অনেকাংশে রোধ করা যায়।স্টপ লস এ অপশনের মাধ্যমে আমি একটি নির্দিষ্ট প্রাইজ বসিয়ে ঐ প্রাইজের নিচে মার্কেট নামলে ট্রেড ক্লোজ করে অ্যাকাউন্ট ব্যালেন্সকে বড় ধরনের ঝুকির হাত থেকে রক্ষা করা যায়। অন্যদিকে ট্রেক প্রফিটের মাধ্যমে মার্কেটে একটি ট্রেড ওপেনের পর মার্কেট থেকে বেড়িয়ে গেলেও সেট করে দেওয়া প্রাইজে মার্কেট গেলেই প্রফিট নিয়ে ট্রেড ক্লোজ করে দেওয়া যায়।
-
আমি স্টপলস ব্যবহার করি না দীর্ঘ ৪ বৎসর যাবত। টেকপ্রফিট ব্যবহার করি। আমি মার্কেটের গতি বুঝে ট্রেড করি। আপনিও পারবেন। শুধু টাইমফেম বদলান আপনার চিন্তা চেতনা ও লাভ লসের ইতহাস বদলে যাবে। ৪ ঘন্টার নিচে কোন টাইমফ্রেম ব্যবহার করবেন না।