-
হা, আমি ফরেক্স ব্যবসা করে অনেক লাভবান । কারন আমি অনেক দিন ধরে ফরেক্স ব্যবসা করি । আমি প্রথমে ফরেক্স থেকে অনেক লস করেছি । কিন্তু এখন আমি অনেক অনেক প্রফিট করি । তাই আমি ফরেক্স ব্যবসায় অনেক অনেক লাভবান । আমি ফরেক্স থেকে কখনো দূরে যেতে চাই না । আমি ফরেক্স ব্যবসাকে অনেক অনেক ভালবাসি ।
-
ফরেক্স এ আমি এখনো কোন লাভ করি নি। যদি আমি ফরেক্স থেকে লাভবান হতাল তাহলে আমি বলতাম যে আমি ফরেক্স থেকে লাভবান। আর এই লাভবান হওয়ার জন্য আমি ফরেক্স এ অনেক কাজ করতেছি ফরেক্স সমন্ধে অনেক কিছু জ্ঞান, অভিজ্ঞতা ও দক্ষতা অর্জন করতেছি যাতে আামি ফরেক্স থেকে লাভবান হতে পারি।
-
ফরেক্স মার্কেটে আমি নতুন একজন ট্রেডার। আমি বর্তমানে ফোরাম পোস্টিং করে বোনাস সংগ্রহ করছি। ফরেক্স ট্রেডিং করতে অনেক অভিজ্ঞতার দরকার হয়। আমার এখনে অই পরিমান অভিজ্ঞতা হই নি বলে আমি এখনু রিয়েল ট্রেডিং করছি না। আমি এখন ডেমো ট্রেডিং করে নিজের অভিজ্ঞতা বাড়াচ্ছি।
-
ফরেক্স মার্কেট এ আমি এখনো নতুন।আমি ২০ ডলার মত ইনভেস্ট করছিলাম।কিন্তু মার্কেতের সম্পর্কে অদক্ষ হবার কারনে আমার একাউন্ট ০ হতে মাত্র ২ ঘন্টা সময় লেগেছিল।তাই এখন আবার ডেমো প্রাকটিস করি রিয়েল একাউন্ট ভেবে ট্রেড করি এবং মানি ম্যনেজমেন্ট ঠিক রেখে ট্রেড ওপেন করি।
-
ফরেক্স ব্যবসা করে এখনো আমি লাভবান হতে পারিনি কারণ এখন পর্যন্ত আমি ভালোভাবে মার্কেট এ্যানালাইসিস করতে পারিনি । কিন্তু আশাকরি অঅমি আমার চেষ্টা চালিয়ে যাই তাহলেই সম্ভব । সুতরাং আর অবহেলা নয় ধৈর্য্যের সহিত এই ব্যবসা করার চেষ্টা করব তাহলেই আমরা লাভবান হতে পারব । অতএব যতটুকু শিখতে পেরেছি তাতে অামি খুবই লাভবান ।
-
ফরেক্স করে আমি এখনো লাভবান হতে পারি নি। ফরেক্স এ আমি এখন নতুন। ফরেক্স এ আমি অনেকটাা সময় *দিতেছি এবং ফরেক্স এর কাজ শিখতেছি। আমি আশা করছি ফরেক্স এ আমি ভাল করতে পারলে অনেকটা আয় করতে পারব এবং লাভবান হতে পারব।
-
সত্যি বলতে কী সব সময় যে ফরেক্স থেকে প্রফিট করতে পেরেছি তা বলব না তা হলে সেটা মির্থ্যা বলা হবে কখনও কখন লসও করেছি তবে সব মিলিয়ে যদি হিসাব করা হয় তা হলে দেখা যাবে যে লসের চেয়ে লাভের পাল্লাই বেশি ভারি আর তার আলোকে আমি বলতে পারি যে হ্যা আমি ফরেক্স ট্রেডিং করে বেশ লাভবান ।
-
হা ফরেক্স মার্কেট করে আমি আমি আসলেব খুব একটা লাভ করতে পারি নাই কারন প্রতিদিন অনেক লস করে তাকি। তাই ফরেক্স মার্কেটে ট্রেড করে তাই আপনি ভাল করে ফরেক্স মার্কেটে ট্রেড করতে পারেন বলে মনে করি তাই ভাল করে ট্রেড করতে পারেন।
-
ফরেক্স করে আমি অনেক লভ করছি। আমি ফোরাম পোস্ট করে বোনাস ডলার দিয়ে ট্রেড করে আয় করি। আপনরা চাইলে আমার মত আয় করতে পারবেন। এজন্য আপনাকে আমার মত ট্রেড শকিখতে হবে । ট্রেড শিখে ডেমোতে অনুশীলন করতে হবে। দক্ষতা ছাড়া ফরেক্স থেকে কোন আয় করা যায় না এটা খেয়াল রাখতে হবে।
-
আমি এখনও নিজেকে ফরেক্স করে লাভবান মনে করি না । আমি মনে করি আমি সেইদিনই লাভবান হতে পারব যখন আমি নিয়মিত ভাবে একটি নিদির্ষ্ট পরিমান অর্থ আয় করতে পরারব । আসলে ফরেক্স ট্রেডিং িএর মূল কথা হচ্ছে মেক পিপস্ , কিপ পিপস্ । শুধু পিপস্ আয় করলেই হবে না । পিপস্ কে ধরে রাখতে জানতে হবে ।