আমি ফরেক্স মার্কেটে নতুন ট্রেডার আমি যার কাছে ফরেক্স শিখতেছি সেই ট্রেডার ফরেক্স ফোরামের বোনাস দিয়ে ট্রেডিং করে অনেক প্রফিট করছে সেই প্রফিট থেকে ৫০ ডলার উইথড্র করেছে,তাই আমি ফরেক্স ভাল ভাবে শিখতেছি যাতে আমি ফরেক্স মার্কেট হতে প্রফিট করতে পারি,
Printable View
আমি ফরেক্স মার্কেটে নতুন ট্রেডার আমি যার কাছে ফরেক্স শিখতেছি সেই ট্রেডার ফরেক্স ফোরামের বোনাস দিয়ে ট্রেডিং করে অনেক প্রফিট করছে সেই প্রফিট থেকে ৫০ ডলার উইথড্র করেছে,তাই আমি ফরেক্স ভাল ভাবে শিখতেছি যাতে আমি ফরেক্স মার্কেট হতে প্রফিট করতে পারি,
অবশ্যই ফোরামের বোনাসের ডলার দিয়ে আমি লাভ করেছি । আমার ইচ্ছা হল ফোরামের ডলার বেশী বেশী আয় করার চেষ্টা করব তাহলেই আমরা সফল ব্যবসায়ী হতে পারব । সুতরাং আমরা কখনো ফোরাম থেকে দূরে থাকব না তাহলে আমরা ফরেক্স ব্যবসা ভুলে যাব । সুতরাং আপনারাও এই ব্যবসা করার জন্য ধৈর্য্য ধারণ করে ফোরাম করা শুরু করেন ।
ব্যক্তিগতভাবে আমি আমি বাংলাদেশ ফরেক্স ফোরামে অনেকদিন ধরেই আছি । এখানে মাঝে মাঝেই পোস্ত করি। নিজের অভিজ্ঞতা শেয়ার করি। আবার অন্যের পোস্ট দেখে অনেক কিছুই শিখি। এখানে পোস্ট করার ফলে আমি প্রতি মাসেই কিছু কিছু ডলার করে বোনাস পেয়ে থাকি। সেগুলো দিয়ে আমি ট্রেড করি। এবং বোনাস দিয়ে ট্রেড করে প্রফিটও করেছি বেশ কয়েকবার।
আমি একদম একজন নতুন ট্রেডার হওয়াতে খুব বেশি পরিমাানে এখনো লাভবান হতে পারি নি । আর আমি মাত্র একমাসই ফোরামের বোনাস পেয়েছি যার কারণে প্রাথমিক অবস্থায় লাভের চিন্তা বাদ দিয়ে আপাতত নিজের দক্ষতা এবং অভিজ্ঞতা বাড়ানোর চেষ্টা করছি । ফরেক্স মার্কেটে ট্রেডিং করে লাভবান হওয়ার অন্যতম শর্ত হল ফোরামের বোনাসের যথার্থ ব্যবহার নিশ্চিত করা ।
হ্যা ভাই আমি বোনাস নিয়ে লাভ করেছি | আমি ৫০ ডলার নিয়ে ট্রেড করি আর লাভ করি ৫০ তবে এটা এক মাসে | আমি মনে করি ফরেক্স যদি মন দিয়ে করা যায় তবে ফরেক্স থেকে আয় করা সম্ভব| ফরেক্স আপনি যত মন দিয়ে করবেন আপনি তত লাভ করতে পাড়বেণ |
আমি নতুন ফোরাম শুরু করলাম, আমিও আশা করি ফোরাম এর বোনাস দিয়ে আমি ভাল করব। আমি প্রতিদিন ই ফরেক্স মার্কেট এনাল্যসিস করি, যা সবার ই করা উচিৎ।
আমি ফোরাম বোনাস দিয়ে ট্রেড করে আগে অনেক লস করেছি। কিন্তু এখন আমি অনেক চেষ্টা করছি যাতে আমি কিছু প্রফিট করতে পারি। প্রফিট করার জন্য আমি স্টপ লস এবং টেক প্রফিট ব্যবহার করছি। কারন ত্রেড রানিং থাকলে প্রফিট উত্তোলন করতে নাও দিতে পারে।
আমি আমার পোষ্টিং বোনাস ডলার দিয়ে নিয়মিত ট্রেড করছি৷সর্বপ্রথম বোনাস ডলার দিয়ে প্রচুর প্রফিট করেছিলাম গত ডিসেম্বরে৷তারপরে গত ৫ মাস ধরে সেই প্রফিট অল্প অল্প করে লস দিয়ে দিয়ে মার্কেটে এখোনোও টিকে আছি৷এর মধ্যে ব্যালেন্স শুন্য হয়েছে কয়েকবার, আমার সময়মত অনুপস্হিতির কারনে৷গত মাসে পোষ্টিং বাবদ পুজিঁ পেয়েছি 61$ এবং তা দিয়ে এখন ট্রেড করছি৷এরই মধ্যে 19$ প্রফিটও যোগ হয়েছে৷আর প্রফিট উত্তোলন করার মতো ব্যালেন্স পরিস্হিতি এখনোও হয় নাই৷আগে ভালো কিছু প্রফিট করি, তারপরে উত্তোলনের চেষ্টা করবো৷
আমি ফরেক্স মার্কেটে ফোরাম বোনাস দিয়ে প্রথমে ভাল প্রফিট করে ছিলাম।ফরেক্সে ট্রেড করা যায় ঠিক তেমনি বোনস দিয়ে ট্রেড করে ট্রেডে যে লাভ হবে তাও মার্কেট থেকে উত্তোলন করে নিজের পকেটে নেওয়া যায়।লধন হিসেবে এই ফোরাম বোনাস অনেক সহায়ক তাই আমি লাভ করার জন্য মূলধন হিসেবে এইটি বেবহার করি.
ফরেক্স থেকে পাওয়া বনাস দিইয়ে ট্রেড করে লাভবান হয়া যায় । আমি করেছি এবং অনেকেই করেছে এখানে কোন ভুল নাই । লাভের পরিমান নিরভর করে আপনার ব্যালেন্সের উপর । যত বেশি ব্যালেন্স বাড়াতে পারবেন তত বেশি লাভ করতে পারবেন ।