-
ফরেক্স হতে স্বল্প সময়ে উপার্জন সম্ভব তবে আপনাকে অবশ্যই ট্রেড কিভাবে করতে হয় তা ভালো জানতে হবে। নতুন অবস্থায় স্বল্প সময়ে ট্রেড শিখা যায় তবে তা দীর্ঘ স্থায়ী হয় কম। তাই উচিত হবে ট্রেড ভালো করে শিখে নেওয়া। ফরেক্স ব্যবসায় শিখতে পারলে স্বল্প সময়ের ট্রেড করেও লাভবান হওয়া যায়। কারন এখানে ট্রেড ওপেন ও ক্লোজ করার ধরাবাধা কোন নিয়ম নেই। যে কেউ যখন খুশি তখন ট্রেড করতে পারে।
-
ফরেক্স এমন এক্টী মজার বিজনেস যেখানে আপনি শেখার পাশাপাশি আয় করতে পারেন। আপনি মোটামুটি শিখেও ট্রেড করে লাভ উঠাতে পারে। ফরেক্স করে দ্রুত আয় করা যায় এটা সত্য। আপনি ১মাস শিখেও আয় করতে পারেন।
-
হা ভাই ফরেক্স মার্কেটে ট্রেড করে যদি কেউ কম কম করে লাভের চিন্তা করে তবে সে ফরেক্স মার্কেট থেকে অনেক লাভ করতে পারবেন। আর যদি বেশি বেশি লাভের আশা করে ট্রেড করতে চান তাওলে আমি মনে করি অনেক রিক্স হয়ে যাবে বলে মনে করি তাই কম লাভ রিক্স কম।
-
ফরেক্স থেকে স্বল্প সময়ে অবশ্য্যই আয় করা সম্ভাব এবং অনেক আয় করাটাও কোন অসম্ভব কোন কিছু নয় তবে তার জন্য একটি শর্ত নিশ্চই রয়েছে আর তা হল এখানে কাজ করার সক্ষমতা অর্থাত এখান থেকে অল্প সময়ের ব্যাবধানে তারাই ভাল প্রফিট লাভ করতে পারবে যারা ট্রেডিংয়ে দক্ষ এবং অভিজ্ঞ। এবং ফরেক্স মাকেটে বিজনেস এর কিছু নিওমাবলি আছে, যেগুলো মেনে চললে আপনি স্বল্প সময় কাজ করেও অনেক টাকা আয় করতে পারবেন । আর যদি জ্ঞান অজন না করে , নিওমাবলি না মেনে কাজ করেন আপনি সারা দিন কাজ করে আশা অনুপ লাভবান হতে পারবেন না ।
-
আমার মনে হয় ফরেক্সে সল্প সময়ে আয় করা সম্ভব হবে যদি আপনি ফরেক্সে প্রত্যেকটা ট্রেড সফলভাবে করতে পারেন, প্রত্যেকটা ট্রেডে যদি আপনি লাভ করতে পারেন। আর প্রত্যেকটা ট্রেডে সফল হতে হলে আমাদের দক্ষ ওঅভিজ্ঞতা প্রয়োজন আর তাই আমাদেরকে প্রচুর অনুশীলন করতে হবে যাতে আমরা দ্রুত সফল হতে পারি।
-
অবশ্যই ফরেক্স থেকে সল্প সময়ে উপার্জন করা সম্ভব। আপনি ফরেক্স থেকে সল্প সময়ে উপার্জন করতে চাইলে আপনাকে অবশ্যই ফরেক্স মার্কেট সম্পর্কে ভালো অভিজ্ঞ্যতা অর্জন করতে হবে আর ভালো অভিজ্ঞতার জন্য আপনাকে মার্কেট এনালাইসেস করতে হবে আপনার ট্রেডিং দক্ষতা বাাতে হবে তাহলে আপনি ফরেক্স মার্কেট থেকে সল্প সময়ে উপার্জন করতে পারবেন।
-
ফরেক্স একটি আন্তর্জাতিক বিজনেস এই বিজনেস কম্পিউটার অনলাইলে করা হয়। ফরেক্স দিনে অথবা রাতে ২৪ ঘণ্টাই কাজ করা যায় তবে কিছু কিছু সময় আছে ওই সময়য়ে ট্রেড করলে ফরেক্স থেকে স্বল্প সময়য়ে অনেক টাকা উপার্জন করা সম্ভব। ফরেক্স থেকে স্বল্প সময়য়ে উপার্জন করতে হলে দুপুর ২ টার পর অথবা সন্ধ্যার পর শর্ট টাইমে ট্রেড করতে হবে।
-
ফরেক্স থেকে সল্প সময় উর্পাজন সম্ভব যদি আপনি ফরেক্স সম্পর্কে ভাল জ্ঞান থাকে, র্মাকেট সম্পর্কে যানা থাকে এনালাইসিস কি ভাবে করতে হয় এসব যদি আপনি ভাল জানেন তা হলে আপনি সল্প সময়ে উর্পাজন করা সম্ভব।
-
যদি কেউ মনে করেন ফরেক্স হল মানি মেশিন। যেখানে রাতারাতি বড়লোক হওয়া যায় তবে আমি বলব আপনি বিশাল বড় ভূলের মধ্যে রয়েছেন। আপনাকে মনে রাখতে হবে এখানে মাথা খাটিয়ে উপার্জন করতে হবে যেখানে লসের সম্ভাবনা সব থেকে বেশি। তাই একটা কথা মনে রাখবেন সফল হওয়ার কোন শর্টকাট ওয়ে নেই।
-
ফরেক্স এমন একটি মাকেট যেখানে ফরেক্স সম্পকে জ্ঞান অজন করে কাজ করতে পারে । এবং ফরেক্স মাকেটে বিজনেস এর কিছু নিওমাবলি আছে, যেগুলো মেনে চললে আপনি স্বল্প সময় কাজ করেও অনেক টাকা আয় করতে পারবেন । আর যদি জ্ঞান অজন না করে , নিওমাবলি না মেনে কাজ করেন আপনি সারা দিন কাজ করে আশা অনুপ লাভবান হতে পারবেন না ।