-
আসলে একাধিক একাউন্টের কোন দরকার নেই কারণ একাধিক একাউন্টে কাজ না করে তার চেযে বরং একটা একাউন্টে ভালভাবে কাজ করলে অনেক বেশি ফললাভ করা যায় আর একজন নতুন ট্রেডারের কখনো উচিত হবেনা একাধিক একাউন্টে কাজ করা কারণ সব একা্*উন্ট একত্রে সামাল দিতে কষ্ট হয়ে যাবে তাছাড়া লস হলে অনেক বেশি লসের বোঝা বহন করতে হবে তাই একটা ভাল ব্রোকারে একটা একাউন্ট নিয়ে তা থেকে অনেক লাভ করা যায় যদি আপনার একাগ্রতা আর ধৈর্য্য থাকে কারণ ফরেক্সে ধৈর্য্যশীল ব্যাক্তি দেরিতে হলেও অনেক বেশি লাভবান হয়
-
আমি আপনার সাথে একমত কারণ আমার কাছে মনে হয় না যে ফরেক্স মার্কেটে ব্যবসা করে খুব ভালো আয় করার জন্য একাধিক একাউন্ট এর প্রয়োজন রয়েছে। বরং একাধিক একাউন্ট এর পরিবর্তে একটা একাউন্টে যদি পর্যাপ্ত পরিমাণ ব্যালেন্স থাকে এবং কেউ যদি ফরেক্স ট্রেডিং এর ব্যাপারে যথেষ্ট অভিজ্ঞ ও দক্ষ হয়ে থাকে পাশাপাশি সে যদি ইমোশনকে নিয়ন্ত্রণে দেখে সঠিকভাবে নিয়ম মেনে মার্কেট এনালাইসিস করে মানি ম্যানেজমেন্ট সহকারে ট্রেডিং করতে পারে তাহলে একটা একাউন্ট দিয়েই প্রতিমাসে খুব ভাল প্রফিট করতে পারবে। অন্যদিকে যদি ফরেক্স ট্রেডিং এর ব্যাপারে অভিজ্ঞ ও দক্ষ না হয়ে থাকে এবং নিজের ইচ্ছা খুশিমতো ট্রেডিং করে তাহলে একাধিক একাউন্ট দিয়ে ট্রেডিং করেও সে ফরেক্স মার্কেটে টিকে থাকতে পারবে না বরং লস করার সম্ভাবনা অনেক বেশি থাকবে।তাছাড়া একজন ট্রেডার চাইলেও তার নিজের ডকুমেন্ট দিয়ে একের অধিক একাউন্ট ওপেন করতে পারবে না। তাই একাধিক অ্যাকাউন্ট এর কথা চিন্তা না করেসঠিক নিয়মে ভেবেচিন্তে মাথা ঠান্ডা রেখে একটা অ্যাকাউন্টে ট্রেডিং করা উচিত এবং সেটাই লাভজনক হবে বলে আমি মনে করি।
-
একাধিক একা্উন্ট কোন দরকার আছে বলে আমার মনে হয় না। সফল হলে একটা একাউন্ট ই যথেস্ট আর তা না হলে একাধিক একাউন্ট ও কিছু করতে পারবে না। আমার জানা মতে কেহ করছে কিনা জানিনা। আর যদি করে ও থাকে সেইটা হবে তাদের অতি দক্ষতার বিষয়। একাধিক একা্উন্ট করতে হবে এখানে কোন বাধ্যতামুলক নয়। তবে আপনি করতে পারেন। আমার মতে একটা আকাউন্ট এ কাজ করাই ভালো। এতে দেখা গেছে উলটা পালটা হতে পারে। ট্রেডিং এ ঝামেলা হতে পারে। একটা আকাউন্ট এ কাজ করা উত্তম।
-
আমার সর্বাধিক মুনাফা আমার আসল অ্যাক্সেস ব্রো থেকে তবে সম্প্রতি আমি আমার ব্যক্তিগত ব্যয়ের জন্য সর্বাধিক ইক্যুইটি প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছি this আমি এই বছর ভাল লাভ করেছি তবে আমার সবচেয়ে বড় চ্যালেঞ্জটি পূরণ না হওয়া পর্যন্ত যা একবারে একবার account 100 কে এক অ্যাকাউন্টে তৈরি করতে হয় i 400 $ অবধি কিন্তু এর পরে ব্যর্থ হয়েছে তাই এখন আবার তা পূরণ করার পরিকল্পনা করছি, 500 $ এবং 1 কে-অ্যাকাউন্ট দিয়ে আপনি ভাল লাভ করতে পারবেন তবে $ 100 দিয়ে এটি এত সহজ নয় এবং আমিও অনুভব করি যে এটি নতুনদের কীভাবে বাড়ানো যায় তা শিখতে সহায়তা করবে ছোট ইক্যুইটি .যদি কেউ আমার মতো টার্গেট পেতে প্রস্তুত থাকে দয়া করে অবহিত করুন যাতে আমরা তুলনা করতে পারি এবং ট্রেড করতে পারি যে আমরা যে পরিমাণে যেতে পারি তা প্রত্যাহার না করেই আমি আপনার ট্রেডিং জার্নালটিতে এ জাতীয় বিষয়ে আলোচনা করতে যেতে চাই। আমি পরিকল্পনা করার পরিকল্পনা করছি প্রতি মাসে 20-30% মুনাফা .কম্পেন্ডিং পরিকল্পনার আগে প্রথমে কিছুটা সময় লাগতে পারে তবে খোলামেলাভাবে যদি আমরা ভালভাবে শুরু করতে পারি তবে লক্ষ্যটি পূরণ করা যেতে পারে।
-
একাধিক একাউন্ট কোন দরকার নেই বলে আমি মনে করি।আমার মন হয় একটি একাউন্ট দিয়ে ভাল আয় করা সম্ভব।ভাল ট্রেডার হলে ফরেক্স এ সময় ব্যায় করলে অনেক টাকা আয় করা সম্ভব সহজেই।তাহলেই উন্নতি করা যাবে ফরেক্স মার্কেট থেকে।
-
আসলে ফরেক্সে একাধিক একাউন্ট খুলে ট্রেড করা অতন্ত ঝুকির সামিল । আমার কাছে যেটা মনে হয় অাপনার একের অধিক একাউন্ট না খুলে শুধু মাএ একটি একাউন্ট ট্রেড করার জন্য উপযুক্ত । এতে করে আপনার একাউন্ট বতিল হওয়ার কোন ঝুকি থাকে না ।
-
একাধিক একাউন্ট হলে মুনাফা উইথড্র দিতে সুবিধা বেশি হয় । কেননা একটি একাউন্টে কোন ট্রেড লসে থাকলে আমরা অন্য একাউন্ট হতে প্রয়োজনে ডলার তুলতে পারি। এতে কোন সমস্যা হয় না। তাই একাধিক একাউন্ট হলে ট্রেডের সুবিধা অনেক। তবে ভাল মূলধনের প্রয়োজন।
-
একাধিক একা্উন্ট করতে হবে এখানে কোন বাধ্যতামুলক নয়। তবে আপনি করতে পারেন। আমার মতে একটা আকাউন্ট এ কাজ করাই ভালো। এতে দেখা গেছে উলটা পালটা হতে পারে। ট্রেডিং এ ঝামেলা হতে পারে। একটা আকাউন্ট এ কাজ করা উত্তম।
-
আসলে আমার বন্ধু এটি প্রতিটি বাণিজ্যকে জিততে খুব কঠিন জিনিস তবে এটি অসম্ভব নয় যখন আমরা বাজারের সম্পর্কে খবর দ্বারা বিশ্লেষণ করে জানতে পারি তার চেয়ে আমাদের বাজারের চলাফেরায় সঠিকভাবে নজর রাখা উচিত যাতে আমরা আমাদের সর্বোচ্চ ব্যবসায় জিততে পারি তবে 100% অসম্ভবআমার প্রিয় বন্ধু ফরেক্স ট্রেডিং ওয়ার্ল্ড ওয়াইড অনলাইন বিজনেস যা অর্থ উপার্জনের সেরা উপায় to সবই আপনার জ্ঞান এবং ফরেক্স সম্পর্কিত অভিজ্ঞতার উপর নির্ভর করে। প্রতিটি বাণিজ্য জেতা পুরোপুরি কঠিন তবে অসম্ভব নয়। এটি সিনিয়র এবং বিশেষজ্ঞ পরামর্শদাতার নিয়মিত ব্যবসায়ের সাথে সম্পর্কিত জ্ঞান এবং অভিজ্ঞতা অর্জনের মাধ্যমে সম্ভব হয়ে উঠতে পারে। কঠোর পরিশ্রম করে কিছুই অর্জন করা যায় না।
-
আপনি যদি একটি অ্যাকাউন্ট এ পূর্ণ মনোযোগ সহকারে আপনার দক্ষতা অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে কঠোর পরিশ্রম করে যান তাহলে অবশ্যই আপনি একটি অ্যাকাউন্ট থেকে সফলতা অর্জন করতে পারবেন । নতুনদের জন্য অবশ্যই একাধিক অ্যাকাউন্ট ব্যবহার করা উচিত নয় । আপনি যখন ফরেক্স মার্কেট সম্পর্কে দক্ষ ও অভিজ্ঞ হয়ে যাবেন তখন আপনি চাইলে একাধিক অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবেন ।