-
ফরেক্স মার্কেটে আমরা সসর্বনিম্ন ১ ডলার দিয়ে ট্রেড করতে পারি,এটা সম্ভব শুধু সেন্ট একাউন্টসে,অল্প এমাউন্ট দিয়ে স্টান্ডার্ড একাউন্টে ট্রেড করা য়ায় না,কম এমাউন্ট দিয়ে ট্রেড না করে একটু বেশি এমাউন্ট দিয়ে ট্রেড করা ভাল,বেশি এমাউন্ট থাকলে লস হওয়ার সম্ভাবনা কম।
-
আপনি ফরেক্স মার্কেট এ ১ ডলার দিয়ে ট্রেড শুরু করতে পারেন আপনি ১ ডলার দিয়ে ট্রেড শুরু করতে পারেন ইন্সটাফরেক্স এ ট্রেড শুরু করেন তারপর আপনি যদি দেখেন আপনি ফরেক্স মার্কেট এ নিয়মিত লাভ করতে পারছেন তখন আপনি ১০০ , ৫০০, ১০০০ ডলার দিয়ে ফরেক্স মার্কেট এ ট্রেড শুরু করে আপনি প্রতি মাস এ আপনার টার্গেট মত লাভ করলেন
-
হ্যা ভাই এখানে আপনি সর্বনিম্ন ১ ডলার দিয়েও ট্রেড করতে পারবেন তাতে কোন সন্ধেহ নেই। তবে আপনার যদি ইনভেস্টের চিন্তাভাবনা থাকে তাহলে আমার মতামত হল আপনি মিনিমাম ১০০ ডলার ইনভেস্ট করে ট্রেড করতে পারেন। আর এটা ছাড়াও আপনার কাছে আরেকটা অপসন হল আপনি এখানে ফোরাম পোস্টের মাধ্যমে মাস শেষে অর্জিত বোনাস দিয়েও লাইভ একাউন্টে ট্রেড করতে পারবেন। সুতরাং ট্রেডিং এর ক্ষেত্রে আপনার ইনভেস্টটা যদি বেশি হয় তাহলে ইনকামটাও অনেক বেশি হবে।
-
ইন্সট্রাফরেক্স আমাদের একটি বিশাল বড় সুযোগ করে দিয়েছেন যাতে আমার ট্রেডিং এ সহজেই আসতে পারি যেমন সর্বনিম্ন ১ ডলার ডিপোজিট আবার ফোরাম পোষ্টিং এর বাবদ বোনাস যা আমাদের জন্য আর্শিবাদ সরূপ। আমি মনে করি যারা ফোরাম বোনাস দিয়ে ট্রেড করেন তাদের উচিত ডলার গুলো দিয়ে জেনেবুঝে ট্রেড করা। ফরেক্স ট্রেড না শিখে ফোরামের বোনাস গুলো ব্যবহার না করা। দীর্ঘদিন ডেমো ট্রেড করার পর যখন অভিজ্ঞতা আসবে ট্রেডিং এর ব্যপারে তখন বোনাস গুলো দিয়ে ট্রেড করে লাভবান হতে পারবেন। আর শিখে ট্রেড করবেন বোনাস লস হয়ে গেলে তো আর বোনাস গুলোর কোন অর্থ হলো না।
-
হ্যা ভাই আপনি ফরেক্স মার্কেটে সর্ব নিম্ন ১ ডলার ডিপোজিট দিয়ে ট্রেড করতে পারবেন। তবে এই ১ ডলার দিয়ে ট্রেড করে আপনি কখনও কোন কিছু করতে পারবেন না। বরং নিজের ঐ ১ ডলার ডিপোজিটকৃত টাকা নষ্ট করবেন। তাই আমার মতে ফরেক্স মার্কেটে ট্রেড করতে হলে মিনিমান আপনাকে ৫০ অথবা ১০০ ডলার ডিপোজিট করে ট্রেড করার পরিকল্পনা তৈরি করতে হবে। এছাড়া দীর্ঘদিন আপনাকে ডেমো ট্রেডের মাধ্যমে ফরেক্স সম্পর্কে দক্ষ ও অভিজ্ঞতা অর্জন করতে হবে। তাহলে আপনি এক সময় অল্প টাকা বিনিয়োগ করেও ভাল আয় করতে পারবেন। এজন্য প্রচুর ধৈর্য্য ও লোভকে নিয়ন্ত্রণ রেখে ট্রেড করার পরিকল্পনা তৈরি করতে হবে।
-
আসলে এই সর্বনিম্ন ১ ডলার দিয়ে আমরা যেকোনো ব্রোকারে ট্রেড করতে পারিনা কারন বিভিন্ন ব্রোকারের বিভিন্ন ডিপোজিট শর্ত থাকে৷এই সর্বনিম্ন ১ ডলার দিয়ে ট্রেড করা ইন্সটাফরেক্স ব্রোকারেই সম্ভব হয়৷অনেক ব্রোকারে সর্বনিম্ন ১০/৫০ ডলার দিয়ে ডিপোজিট ও ট্রেড করার শর্ত দেওয়া থাকে৷আর পুঁজি ও রিয়েল ট্রেডের সুবিধার জন্য এই ফোরাম তো আমার মতো সকল ট্রেডারদের জন্য আর্শিবাদ স্বরূপ৷
-
আমি বলবো অন্যান্য ব্যবসায় হতে ফরেক্সে বড় সুবিধা হল এখানে অল্প পুঁজি নিয়ে ট্রেড করা যায়। এমনকি অল্প সময়ের জন্য ও ট্রেড করা যায়। একজন ট্রেডারের বিনিয়োগ কম হোক বা বেশি হোক ট্রেডে দক্ষ হলে ভালো মুনাফা অর্জন করতে পারে। ফরেক্স করার আরেকটি সুবিধা হল ফোরাম হতে প্রাপ্ত বোনাস ট্রেড করার জন্য ব্যবহার করা যায়। এছাড়াও ব্যাংক একাউন্টের মাধ্যমে ট্রেডিং একাউন্টে বিনিয়োগ করা যায়।
-
ফরেক্সে ২উপায়ে আয় করা যায় তার একটি হলো নিজে পোষ্ট করেও আরেকটি হলে টাকা দিয়ে করা। নিন্ম ১ ডলার দিয়েও ফরেক্সে ট্রেড করা যায়। এখানে দুইটি উপায় আছে ইনভেস্ত করার। প্রথম টি হল নিজে ডলার ইনভেস্ত করা আর ২য় টি হল ফরাম থেকে ইনভেস্ত করা। ফরাম থেকে আমরা আমাদের লিখা পোস্ট করে যা পাব সেই ডলার, যার জন্য আমাদের কে নিজের কাছ থেকে কোন ইনভেস্ত কিংবা ইলেক্ট্রনিক মাধ্যমের প্রয়োজন হয়না। ফরাম থেকে ই ডলার স্বয়ংক্রিয় ভাবে ট্রান্সফার হয়ে যায়। আমার কাছে ফোরাম খুব পছন্দনীয় মাধ্যম।ডলারপেতে হলে আগে বেশী করে পোষ্ট করতে হবে।তবে বেশী ডলার দিয়ে পোষ্ট না করাই ভালো এতে কম লস হবে।ধীরে ধীরে লাভের মুখ দেখা ভালো।এতে করে ভালো করে ট্রেড শেখা যাবে।
-
হ্যাঁ ইন্সটাফরেক্সে সর্বনিম্ম এক ডলার দিয়ে ট্রেড করা যায়। ইন্সটাফরেক্সের অন্যতম সুবিধা হল ইন্সটাফরেক্সের Micro Lot অর্থাৎ ০.০১ লটে ট্রেড করতে দেয়। যার মানে হল আপনি যদি EUR/USD পেয়ারে ০.০১ লট সেট করেন এবং লিভারেজ ১:১০০০ নেন তাহলে প্রতি পিপ্স এর ভেলু হবে ১ সেন্ট। যদি আপনি ফরেক্সে নতুন হন তাহলে আপনি বলব আপনি ইন্সটাফরেক্সের Micro Lot অর্থাৎ ০.০১ লটে ট্রেড করেন তাহলে আপনি যদি ১০০ পিপ্স লস করেন তাহলে আপনার মাত্র ১ ডলার লস হবে। ইন্সটাফরেক্সের ১লট= ১০০০০ যেখানে অন্যান্য ব্রেকার ১লট= ১০০০০০।
-
অবশ্যই ফরেক্সে সর্বনিন্ম ১ ডলার দিয়েও ট্রেড করা যায়।আমরা সকলেই জানি যে ফরেক্স ট্রেডিং একটি আন্তর্জাতিক অনলাইন বিজনেস এবং এখানে সকলেই কাজ করতে পারে। আর এখানে ডিপোজিটের ক্ষেত্রেও কোন বাঁধা ধরা নিয়ম নেই। আর ফরেক্সে দুইটি উপায়ে আপনি ইনভেস্ট করতে পারেন তার মধ্যে একটি হলো নিজের মুলধন অপরটি হলো ফোরামের প্রাপ্ত বোনাস।তবে এখানে অনেকেই ফোরামের প্রাপ্ত বোনাস দিয়েই ট্রেড করে। আর তা দিয়েই লাভ করে আর্থিক ভাবে স্বচ্ছল হতে দেখা যায়। বিশেষ করে আমিও ফোরামের প্রফিট দিয়েই রিয়েল ট্রেডিং করি এবং এতে ভালোই প্রফিট অর্জন করতে পারি। তাই আমি ফরেক্স ফোরাম কে ধন্যবাদ জানাই।