-
ফরেক্স ট্রেড করার ক্ষেত্রে আপনাকে বিষেশ করে যে বিষয় টি গুরুত্ব দিতে হবে সেটি হলো মানি ম্যানেজমেন্ট। আপনি যতি মানি ম্যানেজমেন্ট ছাড়া ট্রেড করেন তাহলে যে কোন সময় আপনার ব্যালেন্স ০০ হয়ে যাবার সম্ভাবনা বেশি। আর যদি আপনি আপনার ব্যালেন্স অনুপাতে ট্রেড করেন তাহলে আপনার ভাবে সম্ভাবনা না থাকলেও বশি লসের সম্ভাবনা কম। আপনি ২০ ডলার দিয়ে ঠিক কত লট নিয়ে ট্রেড করবেন তা অনেকটা আপনার এনালাইসিস এর উপর নির্ভর করে আপনি যদি মনে করেন আপনার আপনার এনালাইসিস খুবই স্টং তাহলে আপনি সর্বোচ্ছ .৩ থেকে.৪ লট দিয়ে ট্রেড করতে পারেন। অন্যথায় .১লট।
-
স্বাভাবিকভাবে ২০ডলার ডিপোজিটে আপনাকে লট খুবই কম দিতে হবে কারন আপনার ব্যালেন্স খুবই কম । ২০ ডলারে সাধারণত ০.০২থেকে ০.০৩এবং সর্বোচ্চো০.০৫দিয়ে ট্রেড করতে পারেন তাতে আপনার ব্যালেন্স একটু ঝুকি থাকতে পারে ।তাই ০.০২ লট দিয়ে ট্রেড করা ভাল ।
-
যদি ডলার টা আপনার নিজের ডিপোজিট করা ডলার হয়ে থাকে এবং লিভারেজ বেশি হয়ে থাকে তবে আপনি চাইলে ০.২ পর্যন্ত ট্রেড নিতে পারবেন তবে আমার মনে হয় ০.০২ লট টাই উপযুক্ত হতে পারে। তবে আমাদের সবাই চাই হিউজ ইনকাম, এবং অল্প ইনকামে আমাদের মন ভরে না। তাই আমি বলব আগে ভাল ভাবে বুঝতে শিখুন। কেননা দশটা ট্রেড এ লাভ করলেন কিন্তু একটা লস ট্রেড এ সব শেষ করে দিলেন, এটাকে ট্রেডিং বলে না। ধন্যবাদ।
-
আপনি ২০ ডলার দিয়ে ০.০২ লট এ টেড করতে পারেন আবার আপনি ২০ ডলার এর ২% বের করে আপনি সেই ডলার রিস্ক নিবেন প্রতি টেড এ । এই ভাবে আপনি লট বুজে যদি আপনি ফরেক্স মার্কেট এ টেড করতে পারেন তা হলে আপনি ফরেক্স মার্কেট এ লস করলেও আপনি টিকে থাকবেন আর পরবর্তীতে আপনি লেগে থাকলে লাভ ও করতে পারবেন ।
-
হ্যা আমি আপনার সাথে সম্পুর্ন একমত। ২০ডলার পূজিঁ হিসাবে কম হলেও সঠিকভাবে মানি ম্যানেজমেন্ট করে সফলভাবে ট্রেড করতে পারেন।২০ ডলার ইনভেস্টে আপনি সর্বোচ্চ ০. ০২লট এর বেশি দিয়ে ট্রেড করা উচিৎ হবেনা।
-
ফরেক্স ট্রেডের সব থেকে মূল্যবান যে বিষয় তা হলো মানি ম্যানেজমেন্ট। আমাদের একাউন্ট গুলো আসলে বার বার ০ হয়ে যায় এই মানি ম্যানেজমেন্ট ফলো না করার জন্য। একটা কথা মনে রাখবেন, মানি ম্যানেজমেন্ট ফলো করে ট্রেড ওপেন করলে সেটা আপনাকে অবশ্যই প্রফিট এনে দিবে।
-
আমি মনে করি যখন আপনার ব্যালান্স কম হবে তখন আপনাকে কম করেই ট্রেড ওপেন করতে হবে তবে আমি আপনার সাথে একমত কেনোনা প্রতি ১০ ডলারে সর্বোচ্চ ১ সেন্ট এর বেশি ট্রেড ওপেন করা যাবে না ।এখন আপনার যে পরিমান ব্যলান্স হবে সেই অনুসারে আপনি ট্রেড ওপেন করবেন তবে এই নিওম মেনে চললে আপনার সহজে ব্যালান্স হারাবে না ।কেননা আমি প্রথম থেকে এই নিওম মেনে আসছি ।
-
আমি হলে ০.০৪ দিয় ট্রেড করতাম তবে ০.০২ লট দিয়ে ট্রেড করলে লাভ বা লস অনেক কম থাকে এমনকি ১ ডলার এর নিচে থাকে। আর পিপস পরিবর্তন হতে অনেক সময় নেয়।
-
হ্যা আমি আপনার সাথে সম্পুর্ন একমত। ২০ডলার পূজিঁ হিসাবে একটু কম হলেও আপনি যদি সঠিকভাবে মানি ম্যানেজমেন্ট করে সফলভাবে ট্রেড করতে পারেন তবে লাভবান হওয়া সম্ভব। ২০ ডলার ইনভেস্টে আপনি সর্বোচ্চ ০. ০২ থেকে ০.০৩ লট এর বেশি দিয়ে ট্রেড করা উচিৎ হবেনা, লচও হতে পারে।
-
২০ ডলার ফরেক্স মার্কেটে অনেকটাই কম ব্যালেন্স আর এই ডলার দিয়ে ট্রেড করতে হলে আমাদের লট কম নিতে হবে আপনি ০.০১ থেকে সর্বোচ্চ ০.০৩ লটে ট্রেড ওপেন করতে পারেন এতে করে আপনার একাউন্ট কম ঝুকিতে থাকবে।