ফরেক্স এ ট্রেড করছি প্রায় চার বচ্ছর ধরে। আগে শুধু ১৫ মিনিট ১ ঘ্নন্টার টাইমফ্রেম গুলো দেখতাম। কিন্তু এখন যা বুঝতে পারছি আগে যদি হাইয়ার টাইমফ্রেম দেখে ট্রেড করতাম তাহলে মার্কেট অনেক লস এর হাত থেকে বাচতে পারতাম। হাইয়ার টাইমফ্রেম দেখে ট্রেড করলে ঝুকি অনেক কম থাকে।