ফরেক্স মার্কেট একটি অস্থিতিশীল মার্কেট...তাই এক এক সময় মার্কেট এর position এক এক রকম্থাকে.কিন্তু trader রা দিনে মার্কেট এর পসিতীয়ন কেমন থাকে এবং রাতে মার্কেট এর পসিতীয়ন কেমন থাকে তার উপর একটি এনালাইসিস করে তারা তাদের মত স্ট্রাটেজি তৈরী করতে পারে
Printable View
ফরেক্স মার্কেট একটি অস্থিতিশীল মার্কেট...তাই এক এক সময় মার্কেট এর position এক এক রকম্থাকে.কিন্তু trader রা দিনে মার্কেট এর পসিতীয়ন কেমন থাকে এবং রাতে মার্কেট এর পসিতীয়ন কেমন থাকে তার উপর একটি এনালাইসিস করে তারা তাদের মত স্ট্রাটেজি তৈরী করতে পারে
ওভার ট্রেড আসলে লভের কারনে মানুষ করে থাকে। যারা ফরেক্সে লোভ করে থাকে তারা ওভার ট্রেড করে থাকে। ফরেক্সর কাজে কোন লোভ করা যাবে না যে লোভ করেছে তার মধ্যে বেশির ভাগ মানুষ ফরেক্স থেকে ঝরে পরেছে। তাই লোভে পরে ওভার ট্রেড করা ঠিক না।
হ্যা ভাই এই ব্যবসাতে কোন রাতদিন নেই। এখানে আপনি দিন অথবা রাত মিলায় ২৪ ঘন্টার মধ্যে যে কোন সময় ট্রেড করতে পারবেন। এটাই হল এই ব্যবসার সবচেয়ে বড় সুবিধা। কেননা আপনি আপনার সিস্টেম অনুযায়ী যখনি দেখবেন যে মার্কেটা একটু আপনার ফেবারে চলে এসেছে তখনি আপনি ট্রেডের জন্য প্রস্তুতি নিতে পারেন, এখন সেটা রাত হোক অথবা দিনের বেলাতে হোক।
এটা একদম সত্য কথা, ফরেক্স বাজারে কোন রাত বা দিন নেই। আপনি যখন তখন এই বাজারে ট্রেড করতে পারবেন এবং মুনাফাও করতে পারবেন। তবে একটি কথা মাথায় রাখতে হবে ২৪ ঘন্টাই সব মুদ্রা গতিশীল থাকে না। বিভিন্ন সময় বিভিন্ন মুদ্রার গতিশীলতা বৃদ্ধি পায়, আর আপনাকে এই বিষয় সম্পর্কে জানতে হবে। আপনি যদি সঠিক সময়ে সঠিক মুদ্রাতে ট্রেড করতে পারেন তাহলে ভাল পরিমাণের মুনাফা করতে পারবেন আর যদি সঠিক মুদ্রা না পান তাহলে আপনার মুনাফা করতে ধীরগতি পাবে।
হ্যা এটা সত্য ফরেক্স মার্কেটে দিন বা রাত বলে কিছুই নেই। আপনি যখন তখন এই মার্কেটে প্রবেশ করতে পারবেন এবং মুনাফা উপার্জন করতে পারবেন। তবে সব সময় আপনাকে মাথায় রাখতে হবে সব পেয়ার ২৪ ঘন্টা গতিশীল থাকে না। বিভিন্ন সময় বিভিন্ন পেয়ার তার গতিশীলতা বৃদ্ধি পেয়ে থাকে আর সে সময় গুলো সম্পর্কে আপনাকে জানতে হবে। এবং সে অনুযায়ী সঠিক মুদ্রাটির উপর ট্রেড করতে হবে। তাহলে আপনি ভাল মুনাফা উপার্জন করতে পারবেন।
আপনি ফরেক্সে আপনার ইচ্ছা অনুযায়ী যখন তখন ট্রেড করতে পারেন। তবে মনে রাখতে হবে বিনাকারনে ট্রেড করে কোন লাভ নেই। ট্রেড করতে হলে প্রথমে মার্কেট এনালাইসিস করে ট্রেড করতে পারেন। এমনও হই সাড়া দিন ট্রেড না করে আপনি এমন কিছু সময় আছে যে সময় ট্রেড করলে আপনার ভালো আয় হতে পারে। তাই ফরেক্সে জদিও কোন ট্রেড করার বাধা নেই তবুও বুঝে শুনে সময় মতো ট্রেড করলে ভালো হই।
এটা সবার জ্ন্য ভালো হয়েছে যে ফরেক্স এ নির্দিষ্ট কোন সময় নেই যে আপনি কখন ট্রেড করবেন। আর যদি একটা টাইম থাকতো তাহলে সবাই ট্রেডিং করতে পারত না। কারন অনেক ট্রেডার আছেন যারা চাকুরি করেন। আমি নিজে্ও চাকুরী করি। আমি চাইলে রাতেও ট্রেডিং করি।
ফরেক্স মার্কেটে রাত দিন কোন পার্থক্য নেই ,এখানে রাত দিন ২৪ঘন্টার মধ্যে যেকোন সময় আপনি ট্রেড করতে পারবেন।তবে দুপুুরের পর ট্রেড করা আমাদের বাংলাদেশীদের জণ্য খুব ভাল। রাত দিন সব সময় কাজ করা না গেলে ফরেক্সেকাজ করতে সমস্যা হতো।
ফরেক্স মার্কেট এ কনো রাত দিন নেই এই খান এ ২৪ ঘন্টা সমান,তাই আপনি যে কনো সময় এন্ট্রি নিতে পারবেন,ফরেক্স মার্কেট সপ্তাহে ৫ দিন ২৪ ঘন্টা খোলা থাকে,মার্কেট সপ্তাহে ২ দিন বন্ধ থাকে মার্কেট শনিবার ভোর রাত ৩ টাই বন্ধ হয় এবং সোমবার ভোর রাত ৩ টাই ওপেন হয়ে থাকে।
আপনি সত্যই বলেছেন যে ফরেক্সে রাত বা দিন সেরকম কোন কিছুই নেই। কারন এই মার্কেটটি শনি এবং রবিবার বাদ দিয়ে বাকী ৫ টা দিন পুরোপুরি খোলাই থাকে।তবে এখানে বাংলাদেশ সময় অনুযায়ী কখন কোন পেয়ারের সেসন শুরু হয় সেটা আগে আপনাকে জানতে হবে, তাহলে সেই সময়গুলোতে আপনি ট্রেড করে অনেক শান্তি পাবেন।তবে আমি সাধারণত দুপুরের পর এবং সন্ধ্যার পর ট্রেডিং এর জন্য প্রস্তুতি নিয়ে থাকি।