সবাই চায় ফরেক্স এ ভালো প্রফইট করতে কিন্তু সেটা কয়জন পারে। ফরেক্স এ বেশী ইনভেস্ট করে অল্প লাভ করাটাই উত্তম। তা না হলে কম ইনভেস্ট করে বেশী লাভের আশা করাটাই বোকামী। নিজকে কন্ট্রোল করে ট্রেড পরিচালনা করতে হবে।
Printable View
সবাই চায় ফরেক্স এ ভালো প্রফইট করতে কিন্তু সেটা কয়জন পারে। ফরেক্স এ বেশী ইনভেস্ট করে অল্প লাভ করাটাই উত্তম। তা না হলে কম ইনভেস্ট করে বেশী লাভের আশা করাটাই বোকামী। নিজকে কন্ট্রোল করে ট্রেড পরিচালনা করতে হবে।
ফরেক্স মার্কেট অবশ্যই নিরাপদ কেননা এই মার্কেটে কোন ঝুঁকি নেই । অামরা বেশী করে এই মার্কেটে কাজ করব তাহলেই অামরা লাভবান হতে পারব । অামরা ফরেক্স মার্কেটকে সর্বাদিক নিরাপদ মনেকরি তাহলেই অামরা কাজ করে শান্তি পাব । অামরা ফরেক্স মার্কেটে বেশী এ্যানালাইসিস করব তাহলেই অামরা লাভবান হতে পারব ।
আমার মতে ফরেক্স খুব বেশি রিস্ক একটি মার্কেট আবার অন্য ভাবে চিন্তুা করলে ফরেক্স সর্ম্পূন নিরাপদ মার্কেট। যদি ডলার ইনভেস্ট করে ব্যবসা করেন তাহলে খুবই রিস্ক। আবার ফোরাম পোস্ট করে বোনাস ডলার দিয়ে পোস্ট করেন তাহলে নিরাপদ। ফরেক্স করতে হলে আপনাকে অবশ্যই মার্কেট সর্ম্পকে দক্ষতা অর্জন করতে হবে। তাহলেই ফরেক্স ব্যবসা নিরাপদ ও ঝুকিমুক্ত মনে হবে।
ইনভেস্ট করেন আর নাই বা করেন । ফরেক্স নিরাপদ কি না, তা নির্ভর করবে আপনার মানি ম্যানেজমেন্ট এর উপরে । অন্যান্য সকল ব্যাবসা থেকে এটি আলাদা, কারণ এখানে আপনি নিজেই আপনার রিস্ক নিশ্চিত করতে পারবেন । সাধারনত একজন ফান্ডামেন্টাল ট্রেডার ৫০% রিস্ক নিয়ে ট্রেড করে । একজন টেকনিক্যাল ট্রেডার ১-৩% রিস্ক নিয়ে ট্রেড করে । এবং একজন সেন্টিমেন্টাল ট্রেডার পুরো ১০০% রিস্ক নিয়ে ট্রেড করে । তাহলে সেন্টিমেন্টাল ট্রেডার এর জন্য এটি নিরাপদ নয় । ফান্ডামেন্টাল ট্রেডারের জন্যও নিরাপদ নয় । একমাত্র টেকনিক্যাল ট্রেডার এর জন্য নিরাপদ । অর্থ্যাৎ আপনি যতো কম রিস্ক নিবেন, ফরেক্স আপনার জন্য ততোই নিরাপদ
আমি মনে করি আমার জীবনে যতগুলো ব্যবসা দেখেছি তার মধ্যে ফরেক্স সবচেয়ে উত্তম ব্যবসা। কারণ অন্যান্য ব্যবসায় হয়তো আপনি নিরাপত্তাহীনতায় ভোগবেন কিন্তু ফরেক্স ব্যবসায় আপনি কখনও নিরাপাত্তাহীনতা ভোগবেন না এটা ১০০% সিউর থাকেন। দেখা যায় অন্যান্য ব্যবসায় আগুন লেগে বা অন্য কোন কারণে আপনার ব্যবসা ক্ষতিগ্রস্থ হতে পারে, কিন্তু ফরেক্স এমন একটা মার্কেট যেখানে কোন ধরনের ক্ষতির সম্মুখীন হবেন না। শুধুমাত্র ফরেক্স এ ব্যবসা করতে হলে আপনার যা লাগবে তা হচ্ছে আপনার অভিজ্ঞতা ও দক্ষতা ইত্যাদি বিভিন্ন বিষয়ে জ্ঞান অর্জনের মাধ্যমে লাভবান হতে পারবেন।
ফরেক্স অনেক বেশি নিরাপদ অন্যান্য ব্যবসার তুলনায়। আমার কাছে যেটা মনে হয় ফরেক্স অন্য যেকোন বিসনেসের থেকে ১০০% নিরাপদ । এখানে টিকে থাকাটাই কঠিন। আমরা এত বেশি নতুন যে এখান থেকে উত্তরণের পথ খুঁজেই আমরা ক্লান্ত হয়ে পড়ি।
ফরেক্স হল একটি অনলাইন ব্যাবসা। এটি অনলাইনের অন্যান্য যে কোনো কাজের থেকে নিরাপদ বলে আমি মনে করি। ফরেক্স সম্পরকে সাধারন ধারনা থাকলে ও চেষ্টা করতে থাকলে খুব সহজেই সাফল্য লাভ করা যায়।
ফরেক্স হল একটি অনলাইন ব্যাবসা। এটি অনলাইনের অন্যান্য যে কোনো কাজের থেকে নিরাপদ বলে আমি মনে করি। ফরেক্স সম্পরকে সাধারন ধারনা থাকলে ও চেষ্টা করতে থাকলে খুব সহজেই সাফল্য লাভ করা যায়।
ফরেক্স ট্রেডিং মার্কেট একটি অনলাইন ভিত্তিক কারেন্সি ব্যাবসা।আমি মনে করি ফরেক্স ট্রেডিং মার্কেট একটি নিরাপদ ব্যাবসা তার কারন এই ব্যাবসায় আপনি মুলধন বিনিয়োগ করে কাজ করতে পারবেন আবার ফরেক্স ফরাম যে সুযোগ করে দিয়েছে পোস্ট করে ডলার আয় করা, এই ডলার দিয়ে ও কাজ করতে পারবেন। আমি অনেক দিন থেকে ফরেক্স ট্রেডিং মার্কেট এর ব্যপারে অনেক কিছুই শুনছি কিন্তু কখনো শুনিনি ফরেক্স ট্রেডিং একাউন্ট কারর হ্যাক হয়েছে।আমরা সকলেই জানি ফেসবুক একাউন্ট অথবা অন্যান্য একাউন্ট প্রায় হ্যাক হয় কিন্তু কখনো কি কেউ শুনেছেন ফরেক্স ট্রেডিং একাউন্ট কারর হ্যাক হয়েছে? আমার মনে হয় কেউ কখনো শুনিনি তাই আমি বিশ্বাস করি ফরেক্স ট্রেডিং একটি নিরাপদ ব্যাবসা।
ফরেক্স ব্যবসা অন্য সকল ব্যবসার মত নয় । এই ব্যবসা হল এক দেশের মুদ্রার সাথে অন্য দেশের মুদ্রার দাম ওঠা নামা করা । সুতরাং আমরা এই ব্যবসাকে পূনাঙ্গভাবে নিরাপদ মনে করতে পারি । আপনারা নিরাপদে এই ব্যবসা করে যান অবশ্যই সফলবান হবেন ।