-
আপনার সাথে একমত- ফরেক্স আসলেই আমাদেরকে অনেক বেশী ভাবতে শেখায় । একদিকে ব্যাপক পড়াশোন করে ফরেক্স সম্পর্কে জ্ঞান অর্জন, কঠোর পরিশ্রম অপর দিকে মার্কেট এ্যানালাইসিস,টাইম ফ্রেম,ক্যান্ডেল স্টিক সহ ট্রেন্ড লাইন ইত্যাদি বিষয়ে আপডেট নিয়ে প্রতিনিয়ত এ্যানালাইসিস করতে হয়। এভাবেই ফরেক্স বিভিন্ন বিষয়ে আমাদেরকে অনেক বেশী ভাবতে শেখায়। যার ফলে আমাদের মস্তিষ্কের ১০বিলিয়ন স্নায়ুকোষ বা নিউরোন দারুণভাবে প্রভাবিত হয়ে কর্মমূখর থাকে। আর সিন্যাপসগুলো প্রতিনিয়ত উদ্দীপ্ত হতে থাকে। যার কারণে আমাদের মেধা বাড়তে থাকে,কখনো মরিচা ধরার সম্ভাবনা নেই।
-
আমাদের ভাবনার ভিতরেই আমাদের চেতনা কাজ করে। আর এই চেতনা জ্ঞান এক সময় বিজ্ঞানে রূপান্তরিত হয়। ফরেক্স আমাদের চেতনা। আর সফলতা হচ্ছে ফরেক্স বিজ্ঞান। এই জ্ঞান বিজ্ঞানের চেয়ে কোন অংশে কম নয়। এর জন্য আমাদের কষ্ট ও কিন্তূ কোন অংশে কম নয়। ফরেক্সে কাজ করতে হলে অনেক জ্ঞানের প্রয়োজন রয়েছে। ফরেক্সে কাজ করতে হলে অনেক কিছু ভেবে করতে হই। ফরেক্স এমনি একটি প্রতিষ্ঠান যেখানে কাজ করতে হলে ফরেক্স সম্পর্কে ভালো ভাবে ভাবতে হবে। ফরেক্সের কাজ না ভেবে করলে তুমি ট্রেড করতে ভুল করবে এবং লসের সম্মুখে পরবে।
-
ফরেক্স আসলেই আমাদেরকে অনেক বেশী ভাবতে শেখায় এবং মস্তিষ্ককে কর্মচঞ্চল করে রাখে। কারণ ফরেক্স একমাত্র ব্যবসা যেখানে অনেক বেশী পড়াশোনা করতে হয়, অনুশীলনের মাধ্যমে বাস্তব অভিজ্ঞতা অর্জন করতে হয় ডেমোর মাধ্যমে এবং বিভিন্ন বিষয় জানাসহ আপডেট নিউজ নিয়ে এ্যানালাইসিস বা বিশ্লেষণ করতে হয়। এরপরে রিয়েল ট্রেডিং করে প্রফিট অর্জন করতে হয়। এজন্য ফরেক্সকে আমরা শিক্ষামূখী কর্মব্যবস্থা বলতে পারি। শিক্ষার পাশাপাশি কর্মমূখী করে তোলার ব্যবস্থাই হলো ফরেক্স।
-
যারা ফরেক্সে কাজ করে তারা অত্যান্ত চিন্তাশীল হয়ে যায় । সারাক্ষন শুধু নতুন নতুন আইডিয়া আসে, শুরু হয় নতুন প্ল্যান । আবার নতুন কোন প্ল্যান আসলে সেটা নিয়ে ইন্টারনেটে সার্চ করে এটা নিয়ে বিশ্লেষণ করা । নতুন নতুন বিষয় আপনাকে ভাবতে শিখায় ফরেক্স। যা আপনি ফরেক্স এ না আসলে কখনোই ভাবতেন না।
-
আমি যত টুকু জানি ফরেক্স মার্কেট এ এখন অনেক মানুষ ট্রেড করে।ধরেন আপনি একটি বিজনেস করবেন তার জন্য আপনি ২-৩লাখ টাকা রেখেছেন।এখন আপনি যদি ফরেক্স মার্কেট এ বিনা পুঁজিতে ট্রেড করতে পারেন, এরপরে রিয়েল ট্রেডিং করে প্রফিট অর্জন করতে হয়। এজন্য ফরেক্সকে আমরা শিক্ষামূখী কর্মব্যবস্থা বলতে পারি। শিক্ষার পাশাপাশি কর্মমূখী করে তোলার ব্যবস্থাই হলো ফরেক্স।
-
একটি ট্রেড রানিং থাকলে কিছুক্ষন পর পর মার্কেট কোন দিকে গেল, বিশ্বের কোন রাষ্ট্র কোন নিউজ দিল, বা আমার লাভ হল নাকি লস হল, এমনকি রাতে ঘুমাতে গেলেও মাথায় এই টেনশনই থাকে । তাই একটু ধের্য্য সহকারে প্রতিদিন যদি আপনি ফরেক্স মার্কেট এর সকল কার্যক্রম ও রুলস গুলো মেনে চলেন তাহলে আপনি অভিজ্ঞ ও লাভবান হবেন। ধন্যবাদ।
-
ফরেক্স এর বাজার তথ্য বিশ্লেষণ করার জন্য আমাদের অনেক চিন্তাভাবনা করতে হয়। কেননা ফরেক্স এর দুইটা দেশের কারেনসি আমরা ট্রেড করে থাকি। দুই দেশের অর্থনৈতিক অবস্থা ভালো না খারাপ তা আমাদের যাচাই বাছাই করে মার্কেট এনালাইসিস করে ট্রেড নিতে হয়।
-
ফরেক্স আসলে আমাদের কে অনেক বেশি ভাবতে শিখায়। আমরা যারাই ফরেক্স করি তারা ই অনুধাবন করি ফরেক্স আমাদের জীবনে কিভাবে প্রভাব বিস্তার করছে।যারা ফরেক্সে কাজ করে তারা অত্যান্ত চিন্তাশীল হয়ে যায় । সারাক্ষন শুধু নতুন নতুন আইডিয়া আসে, শুরু হয় নতুন প্ল্যান । আবার নতুন কোন প্ল্যান আসলে সেটা নিয়ে ইন্টারনেটে সার্চ করে এটা নিয়ে বিশ্লেষণ করা ।
-
ফরেক্স আসলে আমাদের কে অনেক বেশি ভাবতে শিখù
ফরেক্স আসলে আমাদের কে অনেক বেশি ভাবতে শিখায়। আমরা যারাই ফরেক্স করি তারা ই অনুধাবন করি ফরেক্স আমাদের জীবনে কিভাবে প্রভাব বিস্তার করছে। প্রতি টা ট্রেড, ফোরামের বিভিন্ন বিশ্লেষণ, কিংবা এনালিসিস গুলু আমাদের মস্তিষ্কের নিউরন গুলুকে সত্যি ই উদ্দিপ্ত করে তুলে।সফল হতে হলে আপনাকে অভিজ্ঞতা অর্জন করতে হবে।
-
যারা ফরেক্সে কাজ করে তারা অত্যান্ত চিন্তাশীল হয়ে যায় । সারাক্ষন শুধু নতুন নতুন আইডিয়া আসে, শুরু হয় নতুন প্ল্যান । আবার নতুন কোন প্ল্যান আসলে সেটা নিয়ে ইন্টারনেটে সার্চ করে এটা নিয়ে বিশ্লেষণ করা । একটি ট্রেড রানিং থাকলে কিছুক্ষন পর পর মার্কেট কোন দিকে গেল, বিশ্বের কোন রাষ্ট্র কোন নিউজ দিল, বা আমার লাভ হল নাকি লস হল, এমনকি রাতে ঘুমাতে গেলেও মাথায় এই টেনশনই থাকে ।