আসলে কখন মার্কেটে কি ঘটে তা বলা সবসময় সম্ভব না তবে সাধারনত মার্কেটের গতি দুপুর থেকে বাড়তে থাকে এবং রাত ১০ টা পর্যন্ত এই মুভমেন্ট খুব ভালো থাকে।এরকম সময়ে যেকোন একটা পজিশন ভালো বুজে ট্রেড এন্ট্রি নিতে পারেন।
Printable View
আসলে কখন মার্কেটে কি ঘটে তা বলা সবসময় সম্ভব না তবে সাধারনত মার্কেটের গতি দুপুর থেকে বাড়তে থাকে এবং রাত ১০ টা পর্যন্ত এই মুভমেন্ট খুব ভালো থাকে।এরকম সময়ে যেকোন একটা পজিশন ভালো বুজে ট্রেড এন্ট্রি নিতে পারেন।
বাই সেল করার সঠিক সময় কোনটি এটা কেউই বলতে পারে না । বাই সেল করার জন্য ধৈর্য ধরে মার্কেট এনালাইসিস করতে হবে। ফরেক্সের আপকামিং নিউজ ফলো করতে হবে।
ফরেক্স মাকের্টে বাই বা সেল করার জন্য নিদিষ্ট কোন সময়সীমা নাই। আপনার যখন খুশী তখন করতে পারেন।তবে আপনি যদি এবিষয়ে দক্ষ ওঅবিজ্ঞ হয়ে থাকেন তাহলে আপনার দক্ষতা দিয়ে যখন ভালো মনে হবে মাকের্ট এনালাইসিস করে বাই বা সেল করতে পারেন।রাতেও করা যায়। এসময় মাকের্টের মুভমেন্ট কিছু টা পরিবর্তন হয়।এছাড়া দুপুরবেলা ২টা থেকে রাত পযর্ন্ত ও করতে পারেন
এটা কেমন প্রশ্ন করলেন? যাইহোক, ভাই মার্কেটতো আপনার হাতে, আপনার একাউন্ট আপনি পরিচালনা করবেন। এবং আপনার টাইমফ্রেম, আপনার কারেন্সি পেয়ার এটা তো অন্য কারও সাথে ম্যাচ করবে না। কারন আপনার স্ট্রাটিজি আলাদা, আমার পদ্ধতি আলাদা আবার অন্য কারওটা দেখবেন সেটাও কোন প্রকার কারও সাথে মিল থাকবে না। সেজন্য কখন বাই সেল করার সঠিক সময় সেটা বলা অসম্ভব।
ট্রেনিং এর সময় আমরা যারা ট্রেড করি বাই এবং সেল উপায় পরস্পরের সম্পৃক্ত। মার্কেট এনালাইসিস করে যখন অবস্থা খুব ভালো থাকে বা উপরের দিকে থাকে তখন আমরা সেল করতে পারি আবার যখন মার্কেটের অবস্থার অবনতি হয় নিচের দিকে থাকে তখন বাই করলে আমরা ভাল প্রফিট আশা করতে পারি। তারপরেও নির্দিষ্ট করে বলা যায় না এজন্য অনেক সময় নিয়ে অপেক্ষা করতে হয় মার্কেটের অবস্থার পরিবর্তনের জন্য ।
ফরেক্সে আপনি কখন বাই বা সেল এ্যান্ট্রি দিবেন তা নির্ভর করে মার্কেটের উপর । আপনি প্রথমে মার্কেট এ্যানালাইসিস করবেন ,টাইমফ্রেমগুলো ভাল করে দেখবেন তার পরে আপনি সিদ্ধান্ত নিবেন বাই এ্যান্ট্রি দিবেন নাকি সেল এ্যান্ট্রি দিবেন । যদি মার্কেট সাধারণত: উপরের দিকে যেতে পারে বলে মনে হয় তাহলে বাই এবং আরো নীচে নামতে পারে বলে মনে হয় তাহলে সেল এ এ্যান্ট্রি দিবেন। এভাবে আপনি ট্র্রেড করবেন।
আমার মনে হয় বাই সেল করার সঠিক সময় কোনটি এটা কেউই বলতে পারে না । কারন এটি যে বলতে পারবে সে মিলিয়নিয়র হবে এতে কোন ভুল নেই । বাই সেল করার জন্য এনালাইসিস কাজে লাগাতে হবে । এটাই ফরেক্স ট্রেডিংর এর আসল রহস্য ।
আসলে বাই সেল করার জন্য বিভিন্ন পদ্ধতি অনুসরণ করে থাকে,আমি লং টাইম এ এন্ট্রি নিয়ে থাকি,আমি সাধারণত বাই সেল এর জন্য মুভিং এভারেজ ব্যবহার করে থাকি,২০০ পিরিয়ড এর মুভিং এভারেজ এর উপরে মার্কেট ক্লোজ হলে বাই এবং নিচে ক্লোজ হলে সেল এন্ট্রি নিয়ে থাকি।
ফরেক্স মার্কেট একটা আন্তর্জাতিক অনলাইন ব্যবসা । এই ফরেক্স মার্কেটে বিভিন্ন দেশের মুদ্রা ক্রয় বিক্রয় করা হয়ে থাকে । এই ফরেক্স মার্কেট থেকে ভালো সফলতা অর্জন করতে হলে আমাদের ভালো অভিজ্ঞতা অর্জন করা প্রয়োজন । আর সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ফরেক্স মার্কেটে ট্রেড করে ভালো অর্থ উপার্জন করতে হয় । ফরেক্স মার্কেটে নির্দিষ্ট করে কোনো সময় নির্ধারণ করা নাই যে,, নেই সময়টাতে বাই বা সেলে ট্রেড ওপেন করা যায় । তাই ফরেক্স মার্কেটে ট্রেড কোন অনুপাতে করা উচিত সেটা একজন ট্রেডারের দক্ষতার উপর নির্ভর করে এবং কার করা এনালাইসিস এর উপর নির্ভর করে,,,, ধন্যবাদ ।
একেক ট্রেডারের একেকরকম ট্রেডিং স্ট্রাটেজি থাকে যার কারণে আামাদেরকে নিজেদের ট্রেডিং কৈশল অণুসারে ট্রেড করতে হয় ফরেক্স মার্কেটে সাধারাণত বাই সেল এর সিদ্ধান্ত নিতে হয় প্রধানত মার্কেট মুভমেন্ট দেখে মার্কেট যদি উপরের দিকে চলে যায় তখন আমাদের বাই করার সিদ্ধান্ত নিতে হয় আর মার্কেট যদি নীচের দিকে প্রবাহ বেশি থাকে তবে সেলের সিদ্ধান্ত নিতে হয় আমাদের কোন সময়ে ঠিক কি করত হবে তার সিদ্ধান্ত নিতে হবে সঠিক এনালাইসিসের মাধ্যমে