-
হ্যাঁ আমি মনে করি ফরেক্স ব্যাবসার পাশাপাশি একটা ফ্রিল্যান্সিং ও বটে । কারন ফ্রিল্যান্সিং এর মতই আমরা এখান থেকে ঘরে বসে আয় করতে পারি আর এটা ফ্রিল্যান্সিং এর চেয়েও অনেক বেশি ফ্রি কারন এটা কারও অধীনে করা লাগে না এবং আমরা আমাদের ইচ্ছেমত করতে পারি কোন সময় ধরে করা লাগে না । কোন সময় বেধে দেয়া হই নি । তাই ফরেক্স অনেক মুক্ত একটা পেশা যেটা স্বাধীনচেতা মানুষ দের জন্য খুব সুবিধার বিষয় ।
-
আসলে আজ কাল অনেকে অনলাইনের প্রায় কাজ কে ফ্রিলেন্সিং হিসেবে দেখছে। কিন্তু আমর মনে হয় ফরেক্স ফ্রিলেন্সিং এর মধ্যে পরে না। কারন ফরেক্স হচ্ছে একটা বিজনেস। যেখানে আমাদের ইনভেস্ত করতে হচ্ছে। আর ফরেক্স করতে হলে তা অনন্য জবের মত এপ্লাই করে পেতে হয় হয় না। ইনভেস্ত করে নিজের মেধা শক্তি কে কাজে লাগিয়ে তা করতে হয়। তাই আমি করি ফরেক্স ফ্রিলেন্সিং এর আওতাভুক্ত নয়।
-
ফরেক্স একটি আন্তজাতিক ব্যবসা মুদা কেনা বেচা কররার মার্কেট । আমরা এখন থেকে ব্যবসা করে আমরা টাকা ইনকাম করতে পারি ।
-
ফরেক্স একটি ব্যবসা ।। এখানে কারেন্সি একিসাথে কেনাবেছা করি ।। এখানে আমি আমার কাজের অপর টাকা পাইনা কেনা বেচার লাভ থেকে টাকা পাই ।। তাই আমি একে ফ্রিলাঞ্চার এর শাথে রাখতে পারছিনা। দুইটা সম্পূর্ণ ভিন্ন ধরমি একটি কার্য ক্রম ।।
-
আমি মনে করি ফরেক্স ট্রেডিং কোন ভাবেই ফ্রি লান্সিংয়ের আওতায় পড়ে না কারন ফরেক্স মার্কেটে টাকা ইনভেস্ট করে সেটা দিয়ে ট্রেড করে লস বা লাভ নেওয়া হয় তাই একে ব্যবসার আওতায় ভাবুন। ধন্যবাদ।
-
ভাই আশ্লে বেবশা কি কক্ষনও কাজ এর ভিতরে পরে । মনে রাখা উছিত আমরা এই মার্কেট এ বেবশা করতে এসেছই । তাই এই ফরেক্স কে আমরা একটি জায়গা বা প্লাটফর্ম বলতে পারি জাইখানে আমরা বাবশা করে নিজের প্রয়োজন মিতাই ।
-
আমার মনে হয় ফরেক্স ফ্রিল্যান্সিং নয় কেননা এটি একটি ব্যবসা এর কারন এখানে আপনি এক দেশের মুদ্রার বিনিময়ে অন্য দেশের মুদ্রা ক্রয় করে লাভ বা লস করছেন। তাই আমার মনে হয় এটি ফ্রিল্যান্সিং নয় এটি একটি ব্যবসা। আমার তো তাই মনে হই আর আপনাদের কি মনে হই।
-
ফরেক্স একটি বাবসা। ফরেক্স এ প্রবেশ করা মানেই বাবসা করা। কাননা, এটাতে টাকা ইনভেস্ট করতে হয়, আবার লাভ বা লস দুটোই আছে। তাই আমার দৃষ্টিকোণ থেকে আমি বলতে পারি এটি একটি বাবসা।
-
না। ফরেক্স ফ্রিলানসিং এর আওতাভুক্ত নয়।ফরেক্স একটা ব্যবসা।ব্যবসায় যেমন বিনিয়োগ করতে হয়।ফরেক্স এও বিনিয়োগ করতে হয়।ব্যবসার লাভ লসের ঝুকির ন্যয় ফরেক্স এও লাভ-লস ঝুকি এসব বিদ্যমান।তবে কিছু মানুষ অনলাইনের কাজকে ফ্রিলানসিং মনে করেন।কিন্তু আমার মনে হয় ফ্রিলানসিং এর কাজ আর ফরেক্সের মধ্যে অনেক পার্থ্যক্য রয়েছে।তাই আমি বলবো ফরেক্স ট্রেডিং একটা স্মার্ট ব্যবসা।
-
ফ্রিলাঞ্চিং ও ফরেক্স এর পার্থক্য মোটামুটি ভিন্ন যেমন- ফরেক্স এ ট্রেড করতে আপনাকে বিনিয়োগ করতে হবে, মার্কেট অনুযায়ী ট্রেড করতে হবে এবং সবচেয়ে বড় পার্থক্য হল এখানে লস হয় যেটা একজন ফ্রিলাঞ্চারের হয় না, তবে লস হলেও এটা আপনার ১০০% স্বাধীনতা বজায় রাখে যেটা ফ্রিলাঞ্চারে সম্ভব নয়, আর ফরেক্স একটি সময় উপযুগী বাবসা হিসেবে ব্যাপক পরিচিতি। অন্য দিকে ফ্রিলাঞ্চিং কাজ পেতে আপনাকে বিড করতে হয়, অভিজ্ঞতার রেটিং অনুযায়ী কাজ পাওয়ার সম্ভাবনা থাকে, অভিজ্ঞতার জন্য বিভিন্ন পরীক্ষা দিতে হয় মোট কথা একজন ফ্রিলান্সার নিদিষ্ট একটি নিওমের মধ্যে কাজ করতে হয় এবং সেটাকে ভালো করার দুশ্চিন্তা আপনাকে সবসময় অস্থির করে রাখে।