হ্যা , অবশ্যই ফরেক্স ব্যবসায় এর জন্য হোমওয়ার্ক অত্যন্ত জরুলি। আমি নিয়মিত ফরেক্স এ হোমওয়ার্ক করি, এবং এর মাধ্যমে আমি সফলতা পেয়েছি। তাই ফরেক্স ট্রেড এর জন্য হোমওয়ার্ক এর বিকল্প নেই।
Printable View
হ্যা , অবশ্যই ফরেক্স ব্যবসায় এর জন্য হোমওয়ার্ক অত্যন্ত জরুলি। আমি নিয়মিত ফরেক্স এ হোমওয়ার্ক করি, এবং এর মাধ্যমে আমি সফলতা পেয়েছি। তাই ফরেক্স ট্রেড এর জন্য হোমওয়ার্ক এর বিকল্প নেই।
আমি প্রত্যেকদিন ফরেক্স ট্রেডের এনালাইসিস নিয়ে হোমওয়ার্ক করে থাকি৷আমরা সবাই জনি ফরেক্স মার্কেট অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং খুবই লাভজনক ব্যবসা৷তাই এখানে টেকনিক্যাল এনালাইসিস, ফান্ডামেন্টাল এনালাইসিস, সেন্টিমেন্টাল এনালাইসিস অত্যন্ত গুরুত্বসহকারে বুঝতে হয়৷এই জন্য আমাদেরকে প্রতিদিন সংশ্লিষ্ট পেয়ারটির অর্থাৎ যে পেয়ারটিতে আমরা ক্রয়-বিক্রয় করতে আগ্রহী সেই পেয়ারটির উপর কি ধরনের নিউজ ইম্প্যাক্ট রয়েছে সেগুলো এক নজর দেখে নিতে হবে,সংশ্লিষ্ট পেয়ার টির ট্রেন্ড কি অবস্থায় রয়েছে সেটা দেখতে হবে,সাপোর্ট লেভেল কোথায় কোথায় রয়েছে, রেজিস্ট্যান্স লেভেল গুলো কোথায় কোথায় রয়েছে... সেগুলো পরিষ্কার ভাবে দেখতে হবে৷এইভাবে আমরা প্রত্যেক দিন মার্কেটের টেকনিক্যাল এনালাইসিস গুলো বোঝার চেষ্টা করবো৷আর এগুলোকে আমরা নিয়মিত হোমওর্য়াকে পরিণত করার অভ্যাস করবো৷
ফরেক্স ট্রেড করার জন্য অবশ্যই হোমওয়ার্ক করতে হয় । যে যত বেশী হোমওয়ার্ক করবে সে তত বেশী ফরেক্স ট্র্রেডিং এ উন্নতি বা সফলতা অর্জন করতে পারবে ।তাই আমরা অবশ্যই এই হোমওয়ার্কের কাজ ভালোভাবে করব তাহলেই সফলতা সম্ভব ।
আমি ফরেক্স মার্কেটে একেবারে নতুন তাই ফরেক্স নিয়ে হোময়ার্ক করা যায় সেটা আমার জানা ছিলোনা। তবে এখন আমি আপনার কথা অনুযায়ী বুঝলাম যে আমাদের কে আবশ্যই হোমওয়ার্ক করা প্রয়োজন। কারন ফরেক্স মার্কেটে জানার জন্য দৈনন্দিন মার্কেট আপডেট জানার জন্য এটা আমাদের সবারই দরকার। তবে আমি এখানে কত টুকু বুঝলাম তা নিয়ে সিনিয়র কারো সাথে আলোচনা করলে আমদের অভিজ্ঞাতা বাড়বে।ধন্যবাদ
ফরেক্সে সফল হতে হলে আপনাকে অবশ্যই নিয়মিত হোমওয়ার্ক করতে হবে। ফরেক্স থেকে কন্টিনিউ প্রফিট অর্জন করতে হোমওয়ার্কের কোনও বিকল্প নেই। এই বিষয়ে আমি নিশ্চিত যে হোমওয়ার্ক না করে যদি যে কোন পেয়ারে ট্রেডিং করা হয় তাহলে অধিক লসের সম্ভাবনা থাকে। আর যদি হোমওয়ার্কের মাধ্যমে ট্রেডিং করা হয় তাহলে লসের সম্ভাবনা কমে গিয়ে লাভের সম্ভাবনা নিশ্চিত হয়।
ফরেক্স মার্কেটে হোমওয়ার্ক এর কোন বিকল্প নাই। হোমওয়ার্ক
নিয়মিত করলে আমাদের খুটিনাটি ভুল গুলো ধরা যায়। প্রতিনিয়ত ফরেক্স মার্কেট নিয়ে এনালাইসিস করতে হবে। সফল ট্রেডার রা নিয়মিত মার্কেট এনালাইসিস করে । তাদের কাজ কজ কে একটা রুটিনে লিপিবদ্ধ করেছে। তা নিয়মিত করে তাদের দক্ষতার বৃদ্ধি করে আর সেটাই হল হোমওয়াক।
আপনি যদি ফরেক্স মার্কেটে সফল হতে চান তাহলে নিয়মিত
হোমওয়াক প্রেক্টিস করুন
ফরেক্স মার্কেটে হোম ওয়ার্ক বলতে আমি চার্টটাই বেশী দেখি এবং সব সময় এটাই দেখার চেষ্টা করি কখন কোন সাপোর্ট এন রেজিস্ট্যান্স ভাংতে পারে বা মার্কেট ঘুরে যেতে পারে ইত্যাদি। আমি নিউজ খুব একটা দেখি না আমি নিউজে বিশ্বাসী না। আমি সরাসরি চার্ট দেখি কারন যা কিছু হয় চার্টের মধ্যেই। যদি চার্ট ভালভাবে ফলো করতে পারেন তাহলে নিউজের আর প্রয়োজন পড়ে না। আমি ট্রেডিং এর ডিসিশন নেই মার্কেট ফ্লো দেখে। আসলে ফরেক্স কে আত্মস্ত করার অনেক রাস্তা আছে একএক জন একএক রাস্তায় বুঝেন। আমি সব সময় সোজাভাবে বোঝার চেষ্টা করি।
ফরেক্স মার্কেট এ সফলতার সাথে ব্যবসা করার জন্য হোম ওয়ার্ক করাটা খুবই জরুরী, তাই আমি নিজেও প্রতিদিন হোম ওয়ার্ক করার চেষ্টা করি, কেননা কখন ট্রেড করলে ফরেক্স থেকে লাভ করা যাবে বা কখন ট্রেড করলে লস হওয়ার সম্ভাবনা বেশি থাকে এগুলো হোম ওয়ার্কের মাধ্যমে বোঝা যায়, এবং ফরেক্স মার্কেট এর খুটিনাটি সকল বিষয় সম্পর্কে ধারণা লাভ করা যায়, সেইসাথে নিজের চিন্তাভাবনা গুলোকে অভিজ্ঞ ট্রেডারের সাথে শেয়ার করে শুধরে নেয়া যায়,অভারঅল বিষয় হল ফরেক্স ট্রেডিং করে সফলতার সাথে ব্যবসা করতে চাইলে অবশ্যই হোম ওয়ার্ক করতে হবে।
হোম ওয়ার্ক না করে ট্রেড করা মানে অনধকারে ডিল মারা ।হোম ওয়ার্ক মানে প্রতি দিনের পিভট, সাপোর্ট, রেসিসটেন্স । প্রতি দিনের আপডেট নিউজ দেখাও হোম ওয়ার্ক এর আওতাভুও ।এখানে এনালাইসিস করে ১০০ ভাগ কনফাম হয়ে ট্রেডে ইন করতে হবে ।
ফরেক্স ট্রেডিংয়ে সফলতা পেতে হলে নিয়মিত হোমওয়ার্ক করার বিকল্প নেই। হোমওয়ার্ক এ প্রতিটি ট্রেডার ফরেক্সের খুঁটিনাটি বিষয়গুলো সমাধান করতে পারে।অভিজ্ঞ ট্রেডারদের সাথে অভিজ্ঞতা শেয়ার করতে পারে। সর্বোপরি নিয়মিত হোমওয়ার্ক করার মাধ্যমে ফরেক্স ট্রেডাররা উন্নতি করতে পারে।