ফরেক্স মার্কেট এনালাইসিস করার জন্য সাধারণত ৩টি পদ্ধতি আছে। যেমেন : ফান্ডামেন্টাল এনলাইসিস, টেকনিক্যাল এনালাইসিস এবং সেন্টিমেন্টাল এনালাইসিস ইত্যাদি। ফান্ডামেন্টাল এনলাইসিস করতে হবে বিভিন্ন প্রকারের অর্থনৈতিক নিউজ দেখে যা কিনা আপনি কিছু ওয়েব সাইটের মাধ্যমে পেতে পারেন। আর টেকনিক্যাল এনলাইসিস করতে সরাসরি চার্টের মুভমেন্ট এর উপর ভিত্তি করে করতে হবে এবং টেকনিক্যাল এনালাইসিস করার জন্য কিছু টুল ব্যবহার করা হয়ে থাকে যেমন : মুভিং এভারেজ, আর.এস.আই, ফিবোনাচ্চি ইত্যাদি। আর সেন্টিমেন্টাল এনালাইসিস করার জন্য মার্কেট এর সেন্টিমেন্ট বুঝতে হবে এই এনলাইসিসটি সাধারণ অভিজ্ঞতার সাথে সম্পর্কিত।