-
ইন্সতাফরেক্স এর বাংলা ফোরাম এ কতগুল পোস্ট করা যাবে তা বলা নাই আপনি প্রতি মাসে ২৫০ ডলার পর্যন্ত ফোরাম এর বোনাস নিতে পারবেন । আমি প্রতিদিন ১০ টা করে পোস্ট করে থাকি সকাল এ ৫ টা আর বিকাল এ ৫ টা কোন দিন যদি রাত এ সময় পাই তা হলে আমি রাত এ ৫ টা করে পোস্ট করি অনেকে বলছে প্রতিদিন ৪০ টা করে পোস্ট করা যাই আমি ঠিক জানি না
-
খুব ভাল মতামত দিয়েছেন। প্রতিদিন 25 টি পোষ্টই যতেষ্ট। সবশেষে প্রতি মাসে যদি 150 ডলার ইনকাম করা যায় তবে তাই খুব ভাল। একজন ধৈর্য্যশালী ব্যক্তির কাছে সারা মাসে 150 ডলার ফোরাম পোষ্টিং করে আয় করাই যতেষ্ট। যদি আমাদের কাছে ভাল কোন ষ্ট্যাটেজি থাকে তবে আমরা এই ক্রেডিট দিয়েই ভাল একটা ফলাফল পেতে পারি। তাই 250 ডলারের লোভ না করে খুব ঠান্ডা মাথায় 25 টি পোষ্ট আমার কাছে খুব ভাল লাগল।
-
আমার জানা মতে ফরেক্স এর এই ফোরামে আনলিমিটেড পোষ্ট করা যায় । তবে বেশী পোষ্ট না করাই ভাল । বেশী পোষ্ট করলে আপনাকে বোনাস শিকারী হিসাবে ধরবে মানে আপনি ফরেক্স এর এই ফোরামে এসেছেন শুধু বোনাসের জন্য ফরেক্স শিখার জন্য নয় । এতে আপনার একাউন্ট বাতিল হবার সম্ভবনা থাকে । আমি বলব মাসে যে ১৫০ থেকে ২০০ ডলার আসে তার হিসাব করে প্রতিদিন ওই পরি মান পোষ্ট করা উত্তম ।
-
প্রতি মাসে ২৫০ ডলারের বেশি ফোরাম পোস্টিং এর একাউন্ট থেকে ডলার ট্রেডিং একাউন্ট এ ট্রান্সফার করা যায় না। তাই সেটা হিসাব করে ফোরাম পোস্টিং করা যেতে পারে, তবে দিনে ২০/২৫ টির বেশি পোস্টিং না ক্রাই ভালো।
-
আসলে প্রতিদিন ফোরাম এ কত গুলা পোস্ট করা যাই তা আমি সঠিক ভাবে জানিনা।তবে আমি জতটুকু জানি যে ফোরাম এ আমরা দিনে ৩০-৪০টা পোস্ট দিতে পারবো।মনে করেন আপনি ৪০টা পোস্ট দিয়েছেন।এখন হিসেব করে দেখুন আপনি ফোরাম থেকে কত ডলার আয় করলেন।প্রতি পোস্ট যদি ২০ সেন্ট করে হয় তাহলে প্রাই ৭ ডলার এর মত আয় করলেন।আর যদি আর বেশী দিতে পারেন তাহলেতো আর ভালো হবে।
-
ফরেক্স মার্কেট দিন রাত ২৪ ঘণ্টাই খোলা থাকে তবে দুপুরের পর থেকে মার্কেটের অবস্থা খুব ভালো থাকে। এই সময়য়ে নতুন ট্রেডআর ট্রেড করে ভাল প্রফিট করতে পারে। তবে কোন কোন সময় ফরেক্স মার্কেট সন্ধ্যার পরও ভালো থাকে কিন্তু বেশির ভাগ সময় মার্কেট রাতের বেলায় ভালো থাকে।
-
আমরা জানি ফরেক্স বাংলা ফোরাম সাইটের কিছু নিতিমালা রয়েছে। সেই সব নীতিমালা ভালাভাবে মেনে ফোরাম পোস্টিং করা উচিত। প্রতি মাসে একজন ফোরাম বাংলা সাইটে পোস্ট করে ২৫০ ডলার ইনকাম করতে পারেন। প্রতিটি পোস্ট এর জন্য ২০ সেন্ট করে দেয়া হয়ে থাকে। সেই হিসেব করলে আপনি প্রতিদিন ৩০-৪০টি পোস্ট করতে পারেন।
-
আমরা ফরেক্স সম্পর্কে কতটুকুই বা জানি আর কতটুকুই বা লিখবো!!শুধুমাত্র বোনাস ডলার নেওয়ার উদ্দেশ্যেই যদি এলোমেলো আবোল তাবোল লিখতে শুরু করি তাহলে লাভটা কী ? না পারবো সত্যিকার ভাবে কিছু শিখতে আর না পারবো এই বোনাস ডলার দিয়ে নিয়মিত প্রফিট করতে৷তাই নিজে পোষ্ট লেখার আগে অন্যের মূল্যবান পোষ্টগুলো ভালোভাবে পড়া উচিৎ৷পোষ্ট লিখতে চাইলে ২০/২২ টার বেশি না লিখাই ভালো৷তাহলে কারেন্ট জালে ধরা পরবেন৷
-
আমি জানি এখানে প্রতিদিন 35 পোষ্ট করা যায় যা 10 মিনেটের মধ্যে 5 টা স্টেপ এইভাবে। আশা করি বুঝতে পারছেন তাছাড়া অতিরিক্ত পোষ্ট করাও ঠিক না যেমন অতিরিক্ত ট্রেড করা ঠিক না তেমন।
-
আমার জানা মতে মাসে ২৫০ ডলার এর বেশি পোষ্ট করা ঠিক না।সে দিক থেকে দিনে ৩৫থেকে৪০ টা পোষ্ট করা যাই।আপনি চাইলে আরো কম করতে পারেন কারন সব কিছুর একটা লিমিট আছে ।