-
আসলে যেটা সচারচরই ঘটে থাকে যে ফরেক্স ব্যবসায় অল্প সময়ের মধ্যে অনেক লাভবান হওয়া যায় এবং অল্প সময়ের মধ্যে ধ্বংস হওয়া যায়। ফরেক্সে কাজ করতে হলে আপনাকে লোভ থেকে বিরত থাকতে হবে এবং ফরেক্স সম্পর্কে ভালো জ্ঞান অর্জন করে ট্রেড করা সম্পর্কে ভালো অবিজ্ঞতা অর্জন করে ট্রেড করতে হবে। যদি আপনি ফরেক্স ব্যবসাই লোভ করেন তাহলে অল্প সময়ের মধ্যে ধ্বংস হয়ে জাবেন।
-
ফরেক্স এমন একটা ব্যবসা যেখান থেকে খুব অল্প সময়ে অনেক টাকা আয় করা যায় । ফরেক্সে কাজ বুঝে করতে পারলে অনেক লাভ করা সম্ভব । ফরেক্সে ট্রেডিং দক্ষতা ভাল থাকলে ফরেক্স থেকে অনেক ভাল প্রফিট করা সম্ভব । ফরেক্সে লাভ যেমন বেশি হয় তেমনি লসও কম হয় না । ফরেক্সে লোভ করলে অনেক ক্ষতি হয় । ফরেক্সে যারা লোভ করে ট্রেড করে তারা ফরেক্স থেকে টাকা আয় করতে পারে না । ফরেক্সের কাজ ধঈর্য ধরে করতে হয় ।
-
ফরেক্স ব্যাবসায় লোভ করে কেউ টিকে থাকতে পারে না।একটা উক্তি আছে যে 'লোভ সকল ধ্বংসের মূল' ঠিক তেমনি ফরেক্স ব্যাবসায়ও লোভ সকল কিছু ধ্বংস করে দেয়।যেমন অনেকেই বেশি লাভে ট্রেড ক্লোজ করবে বলে বসে থাকে বা লস হলে সেটা কভার করা জন্য ট্রেড ঝুলিয়ে রাখে যা লোভেরই বহিঃপ্রকাশ।আবার অনেকে বেশি লাভের আশায় ভলিউম বাড়িয়ে দেয় যে কারনে ব্যালেন্স জিরো হয়ে যায় তাই লোভ পরিহার করুন।
-
কথাটা সত্যিই ঠিক । আমরা ফরেক্স ব্যবসা যখনই করব তখনই লোভ থেকে দূরে সরে যাব । যে ট্রেড যত বেশী লোভ করবে সে তত বেশী সফলকাম হতে পারবে । সুতরাং আমরা সব সময় এই ব্যবসা করার জন্য লোভকে একেবারেই ছেড়ে দিতে হবে ।
-
লোভ করলে ফরেক্স মার্কেটে আপনি ক্ষতি গ্রস্ত হবেনই।ফরেক্স মার্কেট থেকে প্রচুর অর্থ কামানো যাই কথাটা সত্য কিন্তু তার জন্য যথেষ্ট পরিশ্রম ও দক্ষতার প্রয়োজন হই।আর ট্রেড করলে আপনাকে নির্দিষ্ট পরিমান লাভ নেওয়ায় উচিত যদি মার্কেট আপনার পক্ষে যাই আর যদি আপনি বেশি লোভ করেন তাহলে তার ফলাফল খুবই খারাপ হবে।
-
ফরেক্স মার্কেটে বেশির ভাগ ফরেক্স ট্রেডার লোভের জন্য তাদের একাউন্ট জিরো করে ফেলেছে তাই আমাদের কাজ হল ফরেক্স মার্কেটে ট্রেডিং করার সময় লোভ পরিহার করে ট্রেড করতে হবে আর ট্রেডিং করার সময় স্টপ লস আর টেক প্রফিট ব্যাবহার করতে হবে,ফরেক্স মার্কেটে লোভ না করলে ভাল প্রফিট করা যায়।
-
আমরা সবাই জানি লোভ করা ভালো না। লোভ আমাদেরকে নিঃস্ব করে দেয়। তাই লোভ না করে আমাদেরকে ধীরে ধীরে ট্রেড করে প্রফিট করা শিখতে হয়। আমরা যত ধীরে ট্রেড করব ততই ভাল ট্রেডার হতে পারব। একজন প্রফেশনাল ট্রেডার অনেক শক্ত মানসিকতা নিয়ে ট্রেডে টিকে থাকেন। ফরেক্স একটি জটিল মানসিক শক্তির খেলা।
-
ফরেক্স মার্কেটে কখনো করা যাবে না। এটির মাধ্যমে যেমন লাভ করা যাবে তেমনি
লসের পরিমানটাও অনেক অত্যাধিক লোভের বশ্যবর্তী হয়ে ফরেক্স আসলে সে লস করার সম্ভবনা অনেক।
-
যে কোন পেশাতে লোভ করলে লাভের চেয়ে লস বেশী হয় ।ফরেক্সে ও এর ব্যাতিক্রম নয় ।এখানেও লোভ করলে ব্যালেণ্স জিরো হওয়ার সণ্ভাবনা বেশী । বুঝে ট্রেড করলে প্রফিট করা যায় সহজেই ।তাই ফরেক্সে লোভ না করে বুঝে শুনে ট্রেড করতে হবে
-
কথাই আছে না লোভে পাপ আর পাপে মৃত্যু।কিন্তু ফরেক্স ব্যবসা এমন একটা ব্যবসা যেখানে লোভ নিয়ন্ত্রন করা খুব কঠিন কিন্ত এই মার্কেট থেকে সাফল্য পেতে গেলে আপনাকে অবশ্যই দক্ষ ট্রেডার হতে হবে।আর নিজের লোভকে নিয়ন্ত্রন করা উচিত।দক্ষ ট্রেডার হতে গেলে আপনাকে অনেক লেখাপড়া করা উচিত ফরেক্স মার্কেট সম্পর্কে।