ওভার ট্রেডাং এর পরিনাম খুব খারাপ হয়।আমি নিজে ওভার ট্রেডিং করেছিলাম কিন্তুু বিনিময়ে আমার টাকা জিরো হয়েগেছে।এর পরে আমি বুঝলাম ওভার ট্রেডিং আমার জন্য ভালো কিছু নিয়ে আনতে পারিনি।তাই আমি আর ওভার ট্রেডিং করিনা।
Printable View
ওভার ট্রেডাং এর পরিনাম খুব খারাপ হয়।আমি নিজে ওভার ট্রেডিং করেছিলাম কিন্তুু বিনিময়ে আমার টাকা জিরো হয়েগেছে।এর পরে আমি বুঝলাম ওভার ট্রেডিং আমার জন্য ভালো কিছু নিয়ে আনতে পারিনি।তাই আমি আর ওভার ট্রেডিং করিনা।
ফরেক্স এ ওভার ট্রেডিং করলে লসের সম্ভাবনা থাকে অনেক । কারণ একটি ট্রেড লস হওয়ার পর আবেগের বশে যখন আমরা আবার ট্রেড করি তখন আসলে এনালাইসিস খুব কম সংখ্যক ট্রেডাররাই করে থাকে । এই সময়ে আমাদের মেন্টাল সাইকোলজি এমন হয় যে লস পূরণ করার জন্য আমরা আবার ট্রেড করি অথবা মনে হয় এ রকম যে মার্কেট যেহেতু আমার সিদ্ধান্তের বিপরীতমুখী তাহলে বিপরীতমুখী ট্রেড করলে ভাল হবে কিন্তু দেখা যায় যে মার্কেট আবার ওই ট্রেডের বিপরীতে মুভ করছে । ফলে আবার লস হয় । তাই এই সময়ে ট্রেড না করাই ভাল , লস কে মেনে নিতে পারলে ওভার ট্রেডিঙের প্রবনতা অনেকাংশে কমে যেতে পারে ।
বৈদেশিক মুদ্রায় একটি সন্তোষজনক কৌশল হুড়োহুড়ি করা কারণ স্টপওভার রেড হ'ল কর্তব্য যা বঞ্চনা থেকে আমাদের অবশিষ্টাংশকে অর্থায়ন করতে পারে এবং বড় বিপদ এড়াতে পারে ut তবে আমার পক্ষে ফরেক্সে দৃness়তা অর্জন করা চ্যালেঞ্জিং ফরেক্স ফরেক্সের সাথে সঠিকভাবে ডিল করতে কীভাবে কোনও ব্যবসায়ীর পক্ষে অর্ডারটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আপনিও ডিলের মধ্যে সবচেয়ে ভাল উপায় এবং প্রবেশের এবং সর্বোত্তম লাভ অর্জনের সর্বোত্তম উপায়টি পেতে পারেন
ওভার ট্রেডিং ফরেক্স ট্রেডারদের জন্য খুবই ক্ষতিকর একটা দিক । কারণ একটা ট্রেডার যখন ওভার ট্রেড শুরু করে ঠিক তখনই ফরেক্সে তাদের লস হয় । আমি মনে করি ফরেক্স ট্রেডিং এ মাঝে মাঝে আমাদের একটু বিরতি দরকার । কারণ একটা ট্রেড করে মাঝে মাঝে ট্রেডের প্রতি আসক্ত হয়ে যাই এবং তখন মার্কেট ভালোভাবে আনাল্যসিস না করেই ট্রেড দেয়া শুরু করি । এটাই একজন ফরেক্স ট্রেডার এর খারাপ গুন এবং এর পরিনাম শুধু লস ।
ফরেক্স মার্কেট ওভার ট্রেডিং ক্ষতির একটি বিশেষ কারন । ওভার ট্রেডিং করার ফলে ফরেক্স আমরা অনেক ক্ষতির সম্মুখীন হই । আমরা একটি ট্রেড এ লস করলে সাথে সাথে কোন এনালাইসিস ছাড়া অনেক ট্রেড ওপেন করি এটি আমাদের একটি বড় ভুল । তাই ফরেক্স ট্রেডিং এ আবেগ ত্যাগ করতে হবে । আপনি আবেগ ত্যাগ করতে না পারলে আপনার ওভার ট্রেডিং হবেই তাই আবেগকে ত্যাগ করি এবং ওভার ট্রেডিং না করি । তাহলেই আমরা ফরেক্স মার্কেট থেকে ভাল মুনাফা অর্জন করতে পারব।
ফরেক্স মার্কেটে ওভার ট্রেডিং করা খুবই খারাপ অভ্যাস এবং মারাত্মক ক্ষতিকরক । তার কারন হলো,,, আমরা অধিকাংশ ক্ষেত্রে ফরেক্স মার্কেটে ট্রেড করার পরে যদি দেখতে পায় যে,,সেই ট্রেড মার্কেটের বিপরীতে গিয়ে অনেকটা লচের সম্মুখীন হতে হয়েছে তখন আমরা সেই ওপেন করা ট্রেড ক্লোজ করে পুনরায় আবার একটা নতুন করে ট্রেড ওপেন করে থাকি,,, পরবর্তীতে দেখা যায় সেই ওপেন করা ট্রেড ও আমাদের লচ হয়েছে । মানে ওভার ট্রেড করার ফলে আমরা ফরেক্স মার্কেটে অনেক বেশি ক্ষতির সম্মুখীন হতে হয়েছে । তাই আমাদের উচিত ফরেক্স মার্কেটে ওভার ট্রেড থেকে নিজেদেরকে বিরতি রাখা ।
ফরেক্স এ লাভ করার পর লসে যাওয়ার একটাই কারন তা হলো ওভারট্রেডীং। আপনার দিনে ৫ টা কিংবা ১০ টা ট্রেড করলে এর মধ্যে সীমাবদ্ধ থাকা উচিত। না হয় লস হবে নিশ্চিত। লস হলে ধরতে হবে ট্রেডিং সিস্টেম হয়ত কাজ করছে না। সুতরাং ট্রেড থেকে বিরত থাকতে হবে।
অভার ট্রেডিং এর পরিনাম খুবি ভয়াবহ।কারণ আমি ৫ ডলার নিয়ে ট্রেড করেছিলাম যেকানে অনেক ট্রেড ওপেন করেছিলাম যার ফলে আমার ডলার শন্য হয়েগেছে।তাই সবাইকে বলব আপনারা অভার ট্রেডিং করবেনা।
হ্যাঁ ভাই আমি সম্পূর্ণরূপে একমত হয়েছি বিশ্লেষণ সম্পর্কে এই বিশ্লেষণগুলি এই ব্যবসায়ের জন্য খুব মার্চ গুরুত্বপূর্ণ কারণ আপনি যদি আপনার বাণিজ্য ইতিহাস এবং আপনার বাণিজ্য চ্যাট সম্পর্কে জানেন না এবং যদি আপনি জানেন না যে এটি কোথায় বা নীচে যাবে go তারপরে আপনি এই বাণিজ্যটি করতে পারবেন না আপনাকে গ্রাফের অনেক আকারের এবং এসএল টিপি ইত্যাদির উপর নজর রাখতে হবে আরও অনেক কারণ যা আপনাকে আপনার ভবিষ্যতে সাফল্য দেবে আপনাকে অনেক ধন্যবাদ
হ্যা ওভার ট্রেডিং লসের অন্যতম কারন আমরা অনেক সাধারন ট্রেডাররাই আছি যারা একটি ট্রেডে লস করলে আর একটি ট্রেড ওপেন করি ওভার লটে এভাবে করতে করতে হাই রিস্কে চলে যাই আর একসময় দেখা যায় একাউন্ট জিরো। তাই ওভার ট্রেডিং না করে ট্রেডে লস হলে নতুন করে এনালাইসিস করে নতুন কোনো কারেন্সীতে ট্রেড নেওয়াই ভালো হবে।