-
কথায় আছে- "ক্ষুদ্র ক্ষুদ্র বালির কণা বিন্দু বিন্দু জল গঠে উঠে মহা সাগর সমুদ্র অতল " আপনি যখন নিয়মিত অল্প অল্প লাভ করেন তাহলে তা একদিন অনেক বড় এমাউন্ট হবে, আর যদি আপনি একদিনে বেশি লাভের চিন্তা করেন তাহলে আপনি যদি বড় বড় কয়েকটা লস করন তাহলে আপনি সে লস থেকে গুরে দাড়াতে আপনার হয়ত হাত পা ভেঙ্গে যাবে।
-
ফরেক্স হতে আপনি যদি দ্রিঘ্য মেয়াদী লাভবান হতে চান তবে আপনাকে রিক্স এর পরিমান কমাতে হবে । এত আপনার লাভ কম হলেও এক্যাউন্ট জিরো হওয়ার সম্ভাবনা কম থাকবে । আমি যতবার অধিক ঝুকি নিয়ে ট্রেড করেছি ততবার লস করেছি। প্রথমে হয়ত সহজের আপনার ডিপোজিটের ডাবল করতে পারবেন কিন্তু তত সহজেই আপনার এ্যাকাউন্ট হারিয়ে যাবার সম্ভবনা থাকে। বিষেশ করে যারা নতুন তাদের কে অধিক লোভে না পড়ে যতটুকো সম্ভব্য ঝুকি কম নিয়ে ট্রেড করা উচিত।
-
আপনি যদি লাভ কম করার কথা চিন্তা করে ছোট ছোট ট্রেড করেন তাহলে আপনি লস করলে ও কম লস করবেন যা আপনি পরে তুলে নিতে পারবেন। ফরেক্স এ লস করার মুল কারন হল লোভ বেশি করা । আপনি যদি ভাল করে ট্রেড বুঝে লোভ কম করে ট্রেড করেন তাহলে আপনার লস হবে না আপনি এর থেকে ভাল লাভ করতে পারবেন।
-
ফরেক্স মার্কেটে মানি ম্যানেজ ম্যান্ট ছাড়া ট্রেড করা আর নিজের পায়ে কুড়াল মারা সমান কথা ।কারন মার্কেটে কেউ ওভার শিউর হতে পারে না কেউ।তাই সব সময় একাউন্ট টিকিয়ে রাখার লড়াই করতে হবে।একাউন্টের উপর ঝুকি নিতে হবে ৫%।
-
বেশি লাভের পিছনে দৌড়াতে গিয়ে যদি মুলধন হারিয়ে ফেলেন তাহলে সেই ট্রেডের কোন মুল্য নাই। সব সময় নিজের মুলধন ধরে রেখে ট্রেড করতে হবে। আপনার লাভ কম হোক তাতে কি। যদি আপনি আপনার মুলধন ধরে রেখে ট্রেড করতে পারেন তাহলেই বুঝবেন যে আপনি সফলতার পথে হাটছেন। তাই কম রিক্স নিয়ে ফরেক্স মার্কেটে ট্রেড করতে হবে।
-
এখন মনে হচ্ছে লস করার কারন মার্কেট না কারন আমি । প্রথম দিকে মার্কেটে এসেই রিয়ের করেছি না জেনে না বুঝে ট্রেড করে নিজের ডিপোজির শুন করেছি । তবে এখন আর আগের মতে লস হয় না লাভ ও বেশী করিনী তবে মার্কেটের জন্য নিজেকে তৈরী করছি সফল হওয়ার জন্য । ফরে্ক্স মার্কেট হতে প্রফিট করতে হলে অনেক জানতে হবে নিজেকে দক্ষ করতে হবে তবেই সফলতা আসবে।
-
ফরেক্স এ লস করার মত অনোেকে কারন আছে। তবে বেশির ভাগ ক্ষেত্রে শুধুমাত্র নতুন দেরি ও মিডিয়মি ধরনের ট্রেডারদের লস করতে দেখা যায়। নতুন রা লস করে কারন তারা ফরেক্স এর নিয়ম কানুন মেনে ট্রেড করে না। আর মিডিয়াম রা ট্রেড করে লস করে কারন তাদের ভিতরে একটি ওভার কনফিডেন্ট চলে আসে ফলে অধিক লট ট্রেড দেয় মানি ম্যানেজমেন্ট ছাড়াই।
-
আমার মনে হয় ফরেক্স মার্কেটে কম রিস্ক নিয়ে ট্রেডিং করলে কম প্রফিট হবে,তাই ফরেক্স মার্কেটে ট্রেডিং করতে হলে আমাদের রিস্ক নিয়ে কম করতে হবে,ফরেক্স মার্কেটে ট্রেডিং করতে হলে ভাল করে এনালাইসিস করে ট্রেডিং করতে হবে,ফরেক্স মার্কেটে ট্রেডিং করতে হবে মানি ম্যানেজমেন্ট নিয়ে।
-
আমরা জানি লাভ লস সব ফরেক্স মার্কেটের একটি অবিছেদ্ধ অংশ। যে কোন ব্যাবসায় লাভ লস থাকবেই। তবে ফরেক্স মার্কেটে ট্রেড করতে হলে কম কম করে ট্রেড দিয়ে যদি কম কম করে লাভ নেওয়া জায় তবে আমি মনে করি ফরেক্স মার্কেটের মত ব্যবসা আর একটাও হয় না। ফরেক্স মার্কেটে রিক্স না নেওয়াই ভাল।
-
ভাই আপনার এই কথাটা আমার কাছে অনেক ভালো লেগেছে।কারণ আমরা যদি কম ট্রেড করি তাহলে আমরা কম আয় করতে পারবো। এবং এর মাধ্যমে আমরা আমাদের পূঁজি ধরে রাখতে পারবো।বেশী বেশী খেতে চাইলে একটুও পাওয়া যাবেনা এটাই সত্য।টাই কম কম করে ট্রেড করে কম কম করে আয় করুন। আসা করে ভালোভাবে ট্রেড করে আয় করতে পারবেন।এই ক্ষেত্রে লস এর পরিমাণ কম থাকে। তাই এটাই অনুস্মরণ করাই ভালো হবে।