-
আমি কখনই একাধিক পেয়ারে ট্রেড করা পছন্দ করি না, কেননা একাধিক পেয়ারে ট্রেড করলে যদি ট্রেডটি মাইনাস পয়েন্টে যায় তাহলে আপনার মার্জিন লেভেল ঝুকির মুখে পড়ে যায় এমনকি লিভারেজ কমে যায় এতে করে আপনার ট্রেডটি তখন খুবই ঝুকির মুখে পড়ে যায়। যা পরবর্তীতে আপনার লিভারেজ কমে যাওয়ার জন্য আপনার ট্রেডটি অটোমেটিক বন্ধ হয়ে যেতে পারে যা আপনার মূল ব্যালেন্স এর জন্য ক্ষতি কর। আর এই সকল কারণগুলোর জন্য আমি একাধিক পেয়ারে ট্রেড পছন্দ করি না।শুধুমাত্র তাদের জন্য প্রযোজ্য যারা ফরেক্স মার্কেট সম্পর্কে অধিক জ্ঞানী তারাই একাধিক পেয়ারে ট্রেড করতে পারে।
-
আসলে ভাল খারাপ নির্ভর করবে একজন ট্রেডার ট্রেড দিতে কি পরিমাণ দক্ষ তার উপর । আপনি যদি যথার্থ দক্ষ হন এবং ট্রেডের ব্যাপারে পুর্বের যথেষ্ট ভাল অভিজ্ঞতা আছে তবে সে ক্ষেত্রে আপনি একাধিক ট্রেড ওপেন করতে পারেন নিজস্ব জ্ঞানের মাধ্যমে বিশ্লেষণ করে । আবার একজন নতুন ট্রেডারের কখনই উচিত হবে না একসাথে একাধিক ট্রেড ওপেন করা কেননা এতে লসের সম্ভাবনা বেশি ।
-
একাধিক পেয়ারে ট্রেড করা উচিত নয়। যদিও আমি এই ভূল প্রথমদিকে করতাম, তবে এখন আমি সর্বোচ্চ দুইটি পেয়ারে ট্রেড করি তাও লং টাইমফ্রেমে। আসলে ফরেক্স হলো এমন এক বিদ্যা ধীরে ধীরে কাজ করতে হবে প্রথম দিকে, যখন ফরেক্স এর ব্যপারে অভিজ্ঞতা আসবে তখন আপনি নিজের মত করে ট্রেড করতে পারবেন। তবে আগে যখন নতুন থাকবেন একটি বা দুটি পেয়ারে ফোকাস করবেন তাতে আপনার অভিজ্ঞতা অর্জন করতে সুবিধা হবে। আর যদি বেশী পেয়ারে ফোকাস করেন তাহলে আপনার লসের সংখ্যা বাড়তে পারে। আর যদি লস বেশী হয় তাহলে লাভ ধরে রাখা আপনার জন্য কষ্টকর হয়ে যাবে।
-
ফরেক্স মার্কেটে একাধিক পেয়ারে তারাই ট্রেড করতে পারবেন যারা ট্রেড মার্কেটে অভিজ্ঞ ও দক্ষ।কিন্ত যারা নবীন তাদের জন্য একাধিক পেয়ারে ট্রেড করা ভাল নয়।তারা একাধিক পেযারে ট্রেড করলে হিতে বিপরীত হতে পারে।তখন দেখা যাবে প্রফিট করতে যেয়ে আপনার ব্যালেন্স জিরো হয়ে গেল।
-
এক পেয়ার এর উপর ডিপেন্ড করে ট্রেড করা যাইনা,কারণ আপনি এক পেয়ার এ সব সময়য় এন্ট্রি পাবেন না,তাই ফরেক্স করতে হলে আপনাকে সব পেয়ার এ ট্রেড করতে হবে,ফরেক্স মার্কেট এ পেয়ার মূখ্য বিষয় নয়,মুখ্য বিষয় হলো সঠিক এন্যালাইসিস,আপনি যদি সঠিক ভাবে এ্যানালাসিস করতে পারেন সব পেয়ার এ ট্রেড করতে পারবেন।
-
ফরেক্স মার্কেটে একাদিক পেয়ারে ট্রেড করার ভাল এবং খারাপ দুইদিকই রয়েছে । আমার মতে ফরেক্স মার্কেটে একাদিক পেয়ারে ট্রেড *না করাই ভাল । *মার্কেটে আপন যদি কিছু সীমিত পেয়ারে ট্রেড করেন তাহলে আপনি উক্ত পেয়ারের উপর দ্রুত অভিজ্ঞতা অর্জন করতে পারবেন । একাদিক পেয়ারে করলে তা সম্বব নয় ।
-
যদি আপনার ট্রেডিং ব্যালেন্সে ক্রেডিটের পরিমান অনেক থাকে তবে আপনি এক সময় একাধিক পেয়ারে সেম সময়ে ট্রেড করতে পারেন কিন্তু যদি আপনার ব্যালেন্স কম থাকে তবে আপনার কোন ভাবে উচিত হবনা এক সময়ে একাধিক পেয়ারে একাধিক ট্রেড ওপেন করা ঠিক হবে না কারন এতে আপনার ব্যালেন্স শেষ হয়ে যেতে পারে যদি মার্কেট বিপরীদে চলে যায়, ধন্যবাদ।
-
আমার মতে একাদিক পেয়ার ট্রেড করা ঠিক নয়।আমি gbp vs usd তে বেশি ট্রেড করে থাকি। তবে আপনি এক টি কাজ করতে পারেন যে পেয়ার এ প্রফিট করার সম্বাবনার সুজক হবে সে পেয়ারে ট্রেড করে প্রফিট ক্লজ করে অন্য এ যেতে পারেন।
-
আমার মতে একটি পেয়ারে ট্রেড করা ভাল। এতে কিছুদিনের মধ্যে ওই পেয়ারের মুভমেন্ট খুব ভালোভাবে বুঝা যায়। যার ফলে ট্রেড করে প্রফিট করতে অনেক সুবিধা হয়। এবং অনেক ভাল প্রফিট করা যায়।
-
আসলে ভাল খারাপ নির্ভর করবে একজন ট্রেডার ট্রেড দিতে কি পরিমাণ দক্ষ তার উপর । আপনি যদি যথার্থ দক্ষ হন এবং ট্রেডের ব্যাপারে পুর্বের যথেষ্ট ভাল অভিজ্ঞতা আছে তবে সে ক্ষেত্রে আপনি একাধিক ট্রেড ওপেন করতে পারেন নিজস্ব জ্ঞানের মাধ্যমে বিশ্লেষণ করে । আবার একজন নতুন ট্রেডারের কখনই উচিত হবে না একসাথে একাধিক ট্রেড ওপেন করা কেননা এতে লসের সম্ভাবনা বেশি ।