-
ফরেক্স আমি বাসাই বসেই করি । আমার বাসাই ট্রেডিং করতে কোন সমস্যা হই না । আমি আমার ঘরে বসে একা একা ট্রেড করি । আমি যখন ট্রেড করি তখন ভালো ভাবে আনালাইসিস করে ট্রেড ওপেন করি । এই ট্রেডিং এর জন্য কোন অফিস এর দরকার হবে বলে আমি মনে করিনা । আপনার বাসায় যদি ফরেক্স ট্রেডিং করার মত পরিবেশ না থাকে তাহলে আপনি একটি রুম নিয়ে ট্রেডিং করতে পারেন ।
-
আমি ফরেক্স ট্রেড করার জন্য আলাদা কোন অফিস বা স্থান ব্যবহার করিনা। আমি সধারনত আমাদের বাসায় বসে ট্রেড করে থাকি কিন্তু কিছু কিছু সময় এতে ট্রেডে সমস্যা তৈরী হয়। তাই আমারা যদি কোন একটা নির্দিষ্ট অফিস ব্যাবহার করতে পারি তবে সেটা খুবই ভাল হবে
-
অনেকেই আছেন যারা আলাদা অফিস নিয়ে ফরেক্স ব্যাবসা করে থাকেন। অনেকেই আছেন যারা আনেক পর্টনার মিলে অফিস নিয়ে ফরেক্স ব্যাবসা পরিচালনা করে থাকেন।
-
জীবন চলার পথে পড়ে আছে অসংখ্য পাথর। এতে তোমার চলার পথ যেন থেমে না যায়। বরং পাথরগুলো কুড়িয়ে তৈরি কর সাফল্যের সিঁড়ি।কখনো কখনো তোমার মুখটা বন্ধ রাখতে হবে।মানুষ নিজেকে বদলাতে পারে কিন্তু তার ফেলে যাওয়া অতীত স্মৃতি গুলো বদলাতে পারে না।
-
ফরেক্স ব্যবসা আমি ঘরেই বসে করি আর ঘরেই আমার ভালো মনে হয়। কারন ফরেক্স আপনি ট্রেডটি মনোযোগ সহকারে ওপেন করা টাই মেন তারপর আপনি লস খেতে পারেন বা লাভো করতে পারেন এখানে কোন বাধা নেই। কিন্তু আপনি যদি এইটাকে ব্যবসা বাণাতে চান তহলে আপনাকে অবশ্যই ফরেক্স ভলো করে জানতে হবে এবং এটার জন্য আপনাকে পরিবারের বাইরে করলেই ভালো হয়।তাই আম ফরেক্স করার জন্য বাড়িতেই ভালো মনে করে থাকি।
-
ফরেক্স মার্কেটে ট্রেড করার জন্য অনেকে দেখেছি যে ভাল জায় গায় বশে ফরেক্স ট্রেড করে ভাল কোন অফিসে বসে ফরেক্স মার্কেটে টড়েড করে আমি মনে করি যে এটা কোন দরকার হয় না কারন ঘরে বসে ফরেক্স মার্কেটে ট্রেড করা জায় তাহলে কোন নিরদিস্ট জায়গার দরকার হবে কেন।
-
ফরেক্স ব্যবসা শুধু বাসাই নয় ।আপনি চাইলে নীরব যেকোনো জায়গাই বসে বসে করতে পারেন । এটা একটা উল্লেখযোগ্য বিষয়,কিন্তু আমি দেখেছি ফরেক্স ট্রেড করার জন্য মাঝে মাঝে খুবই মনোযোগী হতে হয়। তাই আমি মনে করি,যারা উল্লেখযোগ্য মূলধন নিয়ে ফরেক্স ব্যবসা করেন তারা আলাদা কোন অফিস নিয়ে সেখানে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত ফরেক্স ট্রেডিং করা উচিত।নইলে কাজে বাধা হতে পারে।
-
ফরেক্স ব্যবসা যেহেতু ভাল একটা ব্যবসা সেকারনে আমি অনেক মনোযোগি হয়ে কাজ করি থাকি।আমি মনে করি ফরেক্স করে জিবন কে ভাল একটা পসিশনে নিয়ে যেথে পারব।প্রিতিবিতে ফরেক্স এর মত সম্মান জনক ব্যবসা কোথাও আসে কিনা আমার জানা নেই।
-
আলাদা কোন অফিস নিয়ে সেখানে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত ফরেক্স ট্রেডিং করা, এটা আসলে অন্য জামেলায় পড়তে পারেন, সেক্ষেত্রে আমি মনে করি নিজের বাসায় নিদিষ্ট জায়গা করে সেটি আপনার ট্রেডিং রুম হিসেবে ব্যবহার করতে পারেন। আর নতুবা ফরেক্স ট্রেড এর জন্য রাতের বেলাকেই আমি উত্তম বলে মনে করি।
-
ফরেক্স ট্রেডিং করার জন্য আমি আলাদা কোন টাইম নির্ধারণ করি না। কারণ আমি এখানে লং টাইম ট্রেড করি।