-
ব্যক্তিগতভাব আমি গত মাস থেকে ফরেক্স মার্কেটে ট্রেড করে আসছি। যারা পুরাতন তারা বলতে পারবে যে তারা কি পরিমান লাভ বা লস করেছে। আমি ফরেক্স মার্কেটে খুব একটা ভাল করতে পারিনাই। কারন আমি একটু গতমাসে বেশি লোভ করেছিলাম তাই লোভের কারনে আমার ৫০ ডলারের মত লস আছে।
-
আমি ফরেক্স মার্কেটে নতুন একজন ট্রেডার আমি এখন পর্যন্ত রিয়েল ট্রেড শুুরু করি নাই । তাই আমি এখন পর্যন্ত লাভ বা লস কিছুই বুঝি নাই । তবে ইম ডেমোতে কাজ করছি এবং একটা একাউন্ড আছে যা আমি রিয়েলের মত কাজ করছি সেখানে ইম এখন পর্যন্ত লাভে আছি । আমি চাচ্ছি ডেমোতে আরো বেশি কাজ করে ট্রেড ভাল করে বুঝে তারপরে রিয়েল একাউন্টে কাজ করবো । আশা করা যায় য়য, আমি লাভবান হবো । তবে একটু সময় নিয়া ডেমোতে কাজ করে বুঝে রিয়েল একাইন্টে কাজ করতে চাই।
-
আমি এখন পর্যন্ত কোন প্রকার আয় করতে পারি নাই । ফরেক্স মার্কেটে কাজ করতে গেলে আপনাকে অনেক কিছুই করতে হবে । আমি ফরেক্স মার্কেটে কাজ করতে ভাল কিছু করতে চাই আমি ফরেক্স নিয়া থাকতে থাকি । তাই আমি ফরেক্স মার্কেটে আকজ করতে চাই ।
-
ব্যক্তিগতভাবে আমি আমি গত মাস থেকে ফরেক্স মার্কেটে ট্রেড করে আসছি। যারা পুরাতন তারা বলতে পারবে যে তারা কি পরিমান লাভ বা লস করেছে। আমি ফরেক্স মার্কেটে খুব একটা ভাল করতে পারিনাই। কারন আমি একটু গতমাসে বেশি লোভ করেছিলাম তাই লোভের কারনে আমার ৫০ ডলারের মত লস আছে।
-
ফরেক্স মার্কেট থেকে আমি বেশি লাভ করতে পারি নি। যা লাভ করি তা টিকিয়ে রাখতে পারি না। কারন আমার ট্রেডিং অভিজ্ঞতা কম। তাই লাভ হলেও তা ধরে রাখতে পারি না। ফরেক্স এ পর্যন্ত ২৫ ডলার প্রফিট করেছি। এই প্রফিট আমি আর ও বড় করে তুলতে চাই।
-
ফরেক্সে কতটুকু লাভ লস হবে এটা নির্ভর করবে একজন ট্রেডারের ট্রেডিং এর উপরে । ফরেক্সে তারাই সবচেয়ে বেশি লাভবান হতে পারে যারা কিনা ফরেক্স নিয়ে সর্বদা ভালো কিছু করতে পারে । ফরেক্স এমন একটা ব্যবসা যেখানে আপনি লাভ হলেও আর লস হলেও সর্বদা যে কোন অবস্থাতেই ভালো করতে পারেন । তবে ভালো ট্রেডিং করতে হলে দক্ষতার উ্ন্নয়ন ঘটাতে হবে এবং এতে করে আপনি একজন ভালো ট্রেডার হতে পারবেন ।
-
আমি এই মাস থেকে ফোরামের ডলার দিয়ে রিয়েল ট্রেড শুরু করলাম আমি নতুন তাই লাভ লস হল কি আমি এখনো যানি না। আমার মনে হয় আমি ফরেক্স কিছুদিন ধরে কাজ করছি তা থেকে আমার লাভ হওয়ার সম্ববনা বেশি আশা করি।
-
ফরেক্স আন্তর্জাতিক ফাইনান্সিয়াল ব্যবসা । যেকোন সময় যেকোন ব্যক্তি ফরেক্স ব্যবসায় অংশ গ্রহন করতে পারবে ও টাকা আয় করতে পারবে । ৯৫% ট্রেডাররা ফরেক্স মার্কেটে লস করে থাকে । তবে আমাদের হতাশ হলে চলবে না । কারন টেকনিক্যাল এনালাইসিস, ফান্ডামেন্টাল এনালাইসিস, মানি ম্যানেজমেন্ট, রিস্ক ম্যানেজমেন্ট, ভাল ভাল ইন্ডিকেটর, ও বড় এমাউন্ট ইনভেষ্ট করে ফরেক্স করলে আমরা অনেক প্রফিটই করবো ।
-
আমি এই মাস থেকে ফোরামের ডলার দিয়ে রিয়েল ট্রেড শুরু করলাম। প্রথম ২,৩ ট্রেডে ভালই লাভ করেছি। মাঝখানে আমার িএকটা অনাকাঙ্খিত ভুলের কারনে কিছু লস হয় । তারপর থেকে কিছু লস আবার কিছু প্রফিট এই ভাবে একাউন্ট চলতি আছে। তবে আমি মনেকরি এখানে থেকে আমি লাভ করতে সক্ষম হব।
-
আমি ফরেক্স এ নতুন ডেমো ট্রেড করছি। আমি প্রথম যখন ডেমো তে ট্রেড করছিলাম তখন বেশ ভাল লাভ করা শুরু করেছি ফিবো ব্যবহার করে। তারপর আরও বেশী টুল ব্যবহার করতে গিয়ে শুরু হয়ে গেল লস এখন ট্রেড দিলে শুধু লস আর লস। তাতে আমি ভীত নয়। আমি আমার জ্ঞানের পরীধি বাড়িয়ে এটাকে আমি জয় আশা করি। আমি এখন ব্যবহার করছি ১২-২৬-৪৫ মুভিং এভারেজ। আমার মনে হয় স্ট্যাটিজিটি কাজের আশা করি এটা থেকে লাভবান হতে পারবো।