-
স্যামসাং গ্যালাক্সি নোট ৭ স্মার্টফোনের উৎপাদন বন্ধ!
[IMG]https://scontent-sin6-1.xx.fbcdn.net/v/t1.0-9/14666284_1137721832931904_210796803162983775_n.jpg ?oh=a43d8fe3c6886c1135bb069e124c05ff&oe=586CA303[/IMG]
স্যামসাং ইলেকট্রনিক্স কোম্পানী লিমিটেড গ্যালাক্সি নোট ৭ স্মার্টফোনের উৎপাদন বন্ধ করে দিয়েছে। একটি সূত্র জানায়, খারাপ ডিভাইস পরিবর্তন করে নতুন যে ডিভাইস দেওয়া হয়েছে সেটার মধ্যে আগুন লাগার কারনে প্রতিষ্ঠানটি বিশ্বব্যাপি সবচেয়ে খারাপ প্রতিবেদন এর মুখোমুখি হয়।
শীর্ষ মার্কিন যুক্তরাষ্ট্র এবং অস্ট্রেলিয়ার সাংবাদ মাধ্যম অনুসারে গ্যালাক্সি নোট ৭ স্মার্টফোনের ক্রয়-বিক্রয় স্থগিত করা হয়েছে। সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের একটি যাত্রীবাহী বিমানে এক যাত্রীকে পরিবর্তন করে দেওয়া ডিভাইসটি থেকে পুনরায় ধোঁয়া বের হওয়ার কারনে, স্বনামধন্য এই এয়ারলাইন্সে যাত্রীদের এই ফোন ব্যবহারের উপর নিষিদ্ধাজ্ঞা করা হয়েছে।
আরো সংবাদ এবং বিভিন্ন মুদ্রা-জোড়ায় প্রভাব দেখুনঃ https://www.instaforex.com/bd/prime_news
-
চীনের হতাশাজনক প্রতিবেদনে এশিয়ার শেয়ার বাজারে পতন
[IMG]http://forex-images.mt5.com/prime_news/57ff07c8d4387.jpg[/IMG]
সেপ্টেম্বরে চীনের বাণিজ্য ডাটায় রপ্তানির অপ্রত্যাশিতভাবে কমে যাওয়ার প্রতিবেদনে এশিয়ার শেয়ার বাজারে পতন হয়েছে।
MSCI এশিয়া প্যাসিফিক সূচক ০.৫ কমে গিয়ে ১৩৮.০৩-এ অবস্থান করছে। ডলারের বিপরীতে ইয়েন কিছুটা বৃদ্ধির পর জাপানের Topix সূচক ০.১ শতাংশ পতন হয়েছে। হংকং এর হ্যাং সেং সূচকের পতন হয়েছে ১.২ শতাংশ। চীনের বৈদেশিক চালান, সেপ্টেম্বরে ইউয়ান এর পরিপ্রেক্ষিতে ৫.৬ শতাংশ কমেছে, যেখানে অর্থনীতিবিদদের পূর্বাভাস ছিল ২.৫ শতাংশ বৃদ্ধির পাবে। সাংহাই কম্পোজিট সূচকের ০.১ শতাংশ পতন হয়েছে। দক্ষিণ কোরিয়া এর Kospi সূচক ০.৯ শতাংশ কমে ছিল, স্যামসাং ইলেক্ট্রনিক্স কো লিমিটেড ১.৬ শতাংশ বেড়েছে। S&P/ASX 200 ইনডেক্সের ০.৯ শতাংশ পতন হয়েছে তবে নিউজিল্যান্ড এর S&P/NZX 50 সূচক ০.২ শতাংশ অর্জন হয়েছে।
চীনের আমদানি, সেপ্টেম্বর মাসে ২.২ শতাংশ বেড়েছে, তবে এর পূর্বাভাস ছিল ৫.৫ শতাংশ।
আরো ফরেক্স সংবাদ
-
Brexit এর আবছায়ায় যুক্তরাজ্যের আয় পাল্টাচ্ছে!
[IMG]https://scontent-cdg2-1.xx.fbcdn.net/v/t1.0-9/14671371_1139953952708692_7505444559004961830_n.jp g?_nc_eui2=v1%3AAeGnAjh9KCltdNHo4IWfF3GWelsy-WUaHrTBdapAuROcBJi0VRXv7OQogU7BAv6uaYA-Sgm4lfnxmhEBv38kXq4z8RPvQAQzy3zkhPWLX-3MVg&oh=411f7d5133a66d22a9b3f12d503a0272&oe=5866B4 C8[/IMG]
লাভ এবং লোকসান এর হিসাবে গত তিন মাসের মধ্যে যুক্তরাজ্য এর সকল লাভের সম্ভাবনা উল্টে যাচ্ছে। বর্তমানে অপরিশোধিত তেলের ও নিত্যপণ্যের দাম ঠিক হবার মত অন্যান্য কারণে বিনিয়োগকারীদের অনুমানকে অনুপ্রাণিত করেছে।
কিন্তু এক জিনিস ঠিকই আছে: ব্রিটিশ পাউন্ড নিচে নামছে। আগামীতে ইউরোপিয়ান ইউনিয়ন থেকে বিদায় নেবার কারনে কোম্পানিগুলি দারুণভাবে প্রভাবিত হচ্ছে।
আগেই ধারণা করা হছে আগামী বছরের পরবর্তী ১২ মাসের প্রত্যাশিত উঠানামায় রয়েল ডাচ শেল এর আয় ১৩২% শতাংশ, Fresnillo ১০৯% শতাংশ, হিকমাহ ফার্মাসিউটিক্যালস ৭২% শতাংশ, গ্র্যাক্সোস্মীথক্লাইন ২৮% শতাংশ, ইউনিলিভার ২৪% শতাংশ উঠানামা করবে।
ইতিপূর্বে EasyJet, Mitie ও Sports সরাসরি সতর্ক করেছিল যুক্তরাজ্যের অনাকাঙ্খিত অর্থনৈতিক অবস্থার কারণে তাদের আয় কমে যাবে।
এছাড়াও Barclays, Lloyds ব্যাংকিং গ্রুপ, Marks and Spencer এবং অন্যান্য প্রতিষ্ঠানগুলো এই তোপের মুখে আয় বৃদ্ধি করে ছিল।
আরো সংবাদ এবং বিভিন্ন মুদ্রা-জোড়ায় প্রভাব দেখুনঃ https://www.instaforex.com/bd/prime_news
-
ইতিবাচক মার্কিন ডাটার পর ডলার ৭ মাসের সর্বচ্চো ছুঁয়েছে
[IMG]http://forex-images.mt5.com/prime_news/58044f7687547.jpg[/IMG]
ইতিবাচক মার্কিন যুক্তরাষ্ট্রে ডাটা প্রকাশের পর ডলার কিছু কিছু মুদ্রার বিপরীতে ৭ মাসের সর্বচ্চো ছুঁয়েছে, যা ডিসেম্বরে ফেডারেল রিজার্ভ তার সুদের হার বাড়াতে পারে এবং এমন পূর্বাভাসকে আরো জারালো করছে। ডলার সূচক ০.১শতাংশ বৃদ্ধি পেয়ে ৯৮.১১২-এ অবস্থান করেছিল।
মার্কিন ডলার জাপানি ইয়েনের বিপরীতে ১০৪.১১০-এ স্থির ছিল। এর আগে মার্কিন ডলার সেপ্টেম্বরের সুদৃঢ় মার্কিন যুক্তরাষ্ট্রে খুচরা বিক্রয় এবং উৎপাদক দাম পরিসংখ্যানের দ্বারা সুসংঘটিত হয়। ফেড চেয়ারওম্যান জ্যানেট ইয়েলেন মন্তব্যের পর মার্কিন ট্রেসারি বৃদ্ধি পায় যা ডলারকেও সুদৃঢ় করতে সহায়তা করে।
পাউন্ড মার্কিন ডলারের বিপরীতে ০.২ শতাংশ পতন হয়ে ১.২১৬৯ –ডলারে অবস্থান করছে। অন্যদিকে অস্ট্রেলিয়ান ডলার মার্কিন ডলারের বিপরীতে ০.৩ শতাংশ কমে ০.৭৫৯৬ ডলারে পৌঁছেছে।
বিস্তারিতঃ
-
স্যামসাং ব্যপক হারে 10-ন্যানোমিটার চিপ উৎপাদন করবে বলে ঘোষনা দিল!
[IMG]https://scontent-sit4-1.xx.fbcdn.net/v/t1.0-0/p320x320/14705638_414717275365525_2175763096622100832_n.jpg ?_nc_eui2=v1%3AAeFNVYIF_iKZbO79XvO5m759ZCrF1oUUhag xU0xIag6bk3iNs5KpgEf7vZS3cL6XgcVYaCxboofp5mGCVubvg dgCCLMwDnIsYh-3iuIdsK8cyQ&oh=78d7c6d9ca9d5c49e55393f31aa704b0&oe =589D7841[/IMG]
আজ সোমবার দক্ষিণ কোরিয়ার স্যামসাং ইলেকট্রনিক্স কোম্পানি লিমিটেড জানালো যে, তারা 10-ন্যানোমিটার প্রযুক্তি ব্যবহার করে ব্যপক হারে সেমিকন্ডাক্টর এর উত্পাদন শুরু করেছে।
টেক জায়ান্ট এই প্রতিষ্ঠানটির মতে, আগামী বছরের প্রথম দিকে বিভিন্ন প্রযুক্তি পণ্যে 10 ন্যানোমিটার প্রযুক্তিটি ব্যবহার করা হবে। অবশ্য স্যামসাং নির্দিষ্ট করে কোন ডিভাইসের কথা উল্লেখ করেনি।
ইলেক্ট্রনিক্স ক্যালেন্ডার অনুসারে এই মাসের একটি খবর অনুসারে এই কোম্পানিটি Qualcomm কোম্পানির কাছে উচ্চ প্রযুক্তির প্রসেসর স্ন্যাপড্রাগন 830 তৈরীর জন্য এই চিপ সরবরাহ করবে, যার মধ্যে 10-ন্যানোমিটার প্রযুক্তিটি ব্যবহারের মাধ্যমে উৎপাদন করা হবে। এবং এই প্রসেসরগুলো স্যামসাংয়ের পরবর্তী গ্যালাক্সি এস স্মার্টফোন তৈরীতে ব্যবহার করবে বলে ধারনা করা হচ্ছে যা আগামী বছর ২০১৭ সালের শুরুর দিকে বাজারে ছাড়া হবে।
আরো সংবাদ এবং বিভিন্ন মুদ্রা-জোড়ায় প্রভাব দেখুনঃ https://www.instaforex.com/bd/prime_news
-
থাইল্যান্ড সরকারি ছুটি ঘোষনা করেছ কিন্তু শেয়ার বাজার ঠিকই খোলা থাকাবে!
[IMG]https://scontent-sit4-1.xx.fbcdn.net/v/t1.0-9/14705606_1143735562330531_1107465785614589375_n.jp g?_nc_eui2=v1%3AAeE0s0fHMZc_7lhfgk8wdJrsu2mIVSDhm_ pqWzxc_H0edT_WrKGRg6kFiIx3ONKIS22KCirzw644odoFIq23 j0HNRzKt6lPjKZ69Uu7T5chBMg&oh=4f39bffd12eda5dda34f 4d9e3c947aec&oe=586A357D[/IMG]
থাইল্যান্ডের মন্ত্রিপরিষদ এর মুখপাত্র জানিয়েছে, শ্রদ্ধেয় রাজা ভূমিবল অতুল্যতেজ এর মৃত্যুতে শোক প্রকাশ করার জন্য আগামী শুক্রবার তাদের মন্ত্রিসভা সরকারি ছুটির ঘোষণা দিয়েছে।
তবে থাইল্যান্ড স্টক এক্সচেঞ্জ জানিয়েছে তাদের কার্যক্রম স্বাভাবিক থাকবে, সেইসাথে অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানগুলো তাদের কার্যক্রম পরিচালনা করতে পারবে। স্টক মার্কেট সকাল ১০ টা (0300 GMT) এ যথারীতি খোলা হবে।
আরো সংবাদ এবং বিভিন্ন মুদ্রা-জোড়ায় প্রভাব দেখুনঃ https://www.instaforex.com/bd/prime_news
-
প্রধান মুদ্রাগুলোর বিপরীতে পাউন্ডের ঊর্ধ্বগতি
[IMG]https://forex-images.instaforex.com/analysts/big_preview/gbp/6.jpg[/IMG]
মঙ্গলবার এশিয়ান ট্রেডিং সেশনের সময় অন্যান্য প্রধান মুদ্রায়গুলোর বিপরীতে ব্রিটিশ পাউন্ড আরো শক্তিশালী হয়েছে।
ব্রিটিশ পাউন্ড, মার্কিন ডলারের বিপরীতে ৫ দিনের সর্বচ্চো বেড়ে ১.২২৭২ –তে পৌছেছে, যা গত কালের ক্লোজিং প্রাইস ছিল ১.২১৮২। ইউরো, ইয়েন এবং সুইস ফ্রাঙ্কের বিপরীতেও ব্রিটিশ পাউন্ড ৪ দিনের সর্বচ্চো বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ০.৮৯৮২, ১২৭.৩৮, এবং ১.২১০৯, যা গত কালের ক্লোজিং প্রাইস ছিল যথাক্রমে ০.৯০২৫, ১২৬.৫৩ এবং ১.২০৪৭।
ব্রিটিশ পাউন্ড, এই ঊর্ধ্বমুখী প্রবণতা প্রসারিত হলে, এর কাছাকাছি রেসিস্টেন্স লেভেল খুজে পাওয়া যাবে, ডলারের বিপরীতে ১.২৫, ইউরো এর বিপরীতে ০.৮৭ ইয়েনের বিপরীতে ১৩.০০, এবং সুইস ফ্রাঙ্কের বিপরীতে ১.২৬ -তে।
বিস্তারিতঃ
-
অ্যাপলের টিম কুক ভবিষ্যৎতের আইফোনে কৃত্রিম বুদ্ধিমত্তার স্বপ্ন দেখছেন!
[IMG]https://scontent-sin6-1.xx.fbcdn.net/v/t1.0-0/s480x480/14691113_1144887238882030_282952142917652611_n.jpg ?oh=e6362f901d46f2e60c6e38847d17b7e1&oe=589A4408[/IMG]
অ্যাপল ইনকর্পোরেটেড প্রধান নির্বাহী টিম কুক ভবিষ্যতের আইফোনে কৃত্রিম বুদ্ধিমত্তার ওপর গুরুত্বারোপ করেছেন। এই টেক জায়ান্টির প্রধান নির্বাহী কর্মকর্তা বলেন যে, তারা এই বছর জাপানের ইয়োকোহামাতে গবেষণা ও উন্নয়ন কার্যক্রমের জন্য একটি কেন্দ্র খুলবে, তিনি আরো বলেন তাদের এই কেন্দ্রটি প্রয়োজন অনুসারে চীন এর R & D কেন্দ্রের থেকে আলাদা হবে এবং বৃহত্তর ইঞ্জিনিয়ারিং জন্য এটা কেন্দ্রস্থলে পরিণত হবে বলে আশা প্রকাশ করেন ।
যদিও কুক তার সর্বশেষ R & D- কেন্দ্রটি সম্পর্কে তিনি আরো উল্লেখ্যযোগ্য তথ্য প্রকাশ করেনি।
কুক উল্লেখ করেন কৃত্রিম বুদ্ধিমত্তা সবসময়ই প্রকৃতিগত থাকবে। সব পণ্যের মধ্যেই এটা ব্যবহার করা হবে। অ্যাপলের নির্বাহী জানান তারা এই প্রযুক্তিটি যোগ করার জন্য এআই প্রযুক্তি কাজে লাগিয়ে ব্যাটারির আয়ু বৃদ্ধি করার জন্য চেষ্টা করছেন। উদাহরণস্বরূপ বলেন কোন ব্যাক্তি কোথায় গাড়ি করেছেন সেটা তাকে স্মরণ করিয়ে দিতে এটা সাহায্য করবে।
অ্যাপলের প্রধান আরো বলেন, তাদের কোম্পানি এই দেশে এবং অন্যান্য এশীয় বাজারে মোবাইল পেমেন্ট ব্যবস্থা উন্নত করে গড়ে তোলার জন্য আরো বিনিয়োগ করতে চান।
আরো সংবাদ এবং বিভিন্ন মুদ্রা-জোড়ায় প্রভাব দেখুনঃ https://www.instaforex.com/bd/prime
-
ইরান তেলের উৎপাদন জোরদার করতে ওপেকের উত্পাদন সীমার দ্বিধায় আটকে পড়েছে!
[IMG]http://media.presstv.com/photo/20160331/6b615fab-3020-4c87-98d2-32b5649ba2c7.jpg[/IMG]
দেশের শেয়ার মার্কেটে পুনরায় উজ্জেবিত করতে, ইরান তার তেল উত্পাদন বাড়াতে চাচ্ছে, যা তেলের দাম বাড়ানোর জন্য ওপেকের কাছে অনেক খারাপ পন্থা বলে মনে করা হয়েছে।
তারা গড়ে প্রতিদিন ৩.৬৯ ব্যারেল থেকে তার বর্তমান উৎপাদন হার বৃদ্ধি করতে ইচ্ছুক বলে, ইরানের জাতীয় তেল কোম্পানীর কর্মকর্তা আলী কারদোর এসব তথ্য জানানো। ইতিপূর্বে বিশ্ব নেতারা তাদের উপর অর্থনৈতিক নিষেধাজ্ঞার আরোপ করেছিল। তখন ইরান গড়ে প্রতিদিন ৪.০৮৫ মিলিয়ন ব্যারেল তেল উৎপাদন করতো।
ওপেকের উৎপাদনকারী দেশগুলো আগামী নভেম্বর মাসে সবাই একসাথে অপরিশোধিত তেলের উৎপাদন হ্রাস করার পরিকল্পনার আহ্বান করেছিল, যা গত মাসে আলজিয়ার্সের একটি সমাবেশ থেকে এই চুক্তিটি সম্পন্ন করেছিল।
আরো সংবাদ এবং বিভিন্ন মুদ্রা-জোড়ায় প্রভাব দেখুনঃ https://www.instaforex.com/bd/prime_news
-
চীনা ডাটা প্রকাশের পর এশিয়ার শেয়ার বাজারে ঊর্ধ্বগতি
[IMG]http://forex-images.mt5.com/prime_news/5806fc12283e9.jpg[/IMG]
চীন সরকার অর্থনৈতিক ডাটা প্রকাশের পর, জুলাই-সেপ্টেম্বর এই প্রান্তিকে অর্থনীতি প্রত্যাশা অনুযায়ী হওয়ায় এশিয়ার বাজারে অধিকাংশ শেয়ারের ঊর্ধ্বগতি হয়েছে। চীনের জাতীয় পরিসংখ্যান ব্যুরোর রিপোর্টের পরিসংখ্যান দেখানো হয়েছে যে তৃতীয় প্রান্তিকে মোট দেশজ উৎপাদন (জিডিপি) বছর হিসাবে ৬.৭ শতাংশ বেড়েছে এবং ত্রৈমাসিক হিসাবে ১.৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
MSCI এশিয়া প্যাসিফিক সূচক ০.৩ শতাংশ বেড়েছে। জাপানের নিক্কেই ২২৫ সূচক বেড়েছে ০.১৪ শতাংশ, এবং কোরিয়ার Kospi সূচক ০.৩১ শতাংশ বেড়েছে। এদিকে হংকং এর হ্যাং সেং সূচকের ০.০৯ শতাংশ পতন হয়েছে এবং হংকং তালিকাভুক্ত চীনা সংস্থাগুলো শেয়ারের ০.৪ শতাংশ পতন হয়েছে। তবে চীন এর সাংহাই কম্পোজিট সূচক ০.২৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে এবং শেনঝেন তার সূচকে ০.১৪ শতাংশ করেছে। অস্ট্রেলিয়ার ASX 200 বেড়েছে ০.৩৪ শতাংশ এবং তার অন্য সেক্টরেও ঊর্ধ্বগতি দেখা গেছে। এছাড়া জ্বালানি খাতে ০.২৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে এবং আর্থিক খাতে বেড়েছে ০.১৭ শতাংশ। অন্যদিকে শার্প কর্পোরেশনের প্রায় ১১ শতাংশ বেড়েছে, Tatts গ্রুপ লিমিটেডের বেড়েছে ১৬ শতাংশ তরঙ্গায়িত এবং ট্যাবকর্পোরেশনের দুই শতাংশ বৃদ্ধি পেয়েছে।
অস্ট্রেলিয়ান ডলারের দাম ০.১ শতাংশ বৃদ্ধি পেয়েছে এবং নিউজিল্যান্ডের মুদ্রার দাম বেড়েছে ০.৩ শতাংশ। উভয় দেশই চীনের অন্যতম বৃহত্তম রপ্তানি বাজার।
আরো ফরেক্স সংবাদ
-
ডলার দুর্বল হয়ে সোনার দাম বাড়লো
[IMG]https://scontent-sin6-1.xx.fbcdn.net/v/t1.0-9/14590402_1145706092133478_8237569251543650889_n.jp g?oh=4357d25c33ac188d25f38d79c238611a&oe=58A89F8C[/IMG]
বিদেশী বিনিয়োগকারীদের চাহিদার কারনে স্বর্ণের দাম বৃদ্ধি পেয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের ডলারকে আরো বেশি মাত্রায় দুর্বল করে দিয়েছে। নিউইয়র্ক মার্কেন্টাইল এক্সচেঞ্জের ক্রমেক্স বিভাগে আগামী ডিসেম্বর মাসে সোনার ডেলিভারী ০.৫ শতাংশ বেড়ে প্রতি ট্রয় আউন্স ১২৬২.৯০$ ডলার হয়।
মার্কিন যুক্তরাষ্ট্রে সোনার ভোক্তা মূল্যসূচক এর তথ্য উপস্থাপন করা হয়েছে, যা এক মাস আগের নির্দিষ্ট সময়ে সমন্বয় করার পর ০.৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
আরো সংবাদ এবং বিভিন্ন মুদ্রা-জোড়ায় প্রভাব দেখুনঃ https://www.instaforex.com/bd/prime_news
-
প্রধান মুদ্রাগুলোর বিপরীতে নিউজিল্যান্ড ডলারের দাম বেড়েছে
[IMG]https://forex-images.instaforex.com/analysts/big_preview/dollar/10.jpg[/IMG]
বৃহস্পতিবার এশিয়ান ট্রেডিং সেশনের সময় অন্যান্য প্রধান মুদ্রায়গুলোর বিপরীতে নিউজিল্যান্ড ডলারের দাম শক্তিশালী হয়েছে।
নিউজিল্যান্ডের ডলার, মার্কিন ডলারের বিপরীতে শেষ ২ সপ্তাহের সর্বচ্চো বেড়ে ০.৭২৬৬ –তে পৌছেছে, ইউরো বিপরীতে ৬ সপ্তাহের সর্বচ্চো বেড়ে দাঁড়িয়েছে ১.৫১৬৯-তে এবং ইয়েনের বিপরীতেও ৬ সপ্তাহের সর্বচ্চো বেড়ে ৭৫.২৭-তে পৌছেছে, যা গত কালের এদের ক্লোজিং প্রাইস ছিল যথাক্রমে ০.৭২২৯, ১.৫১৬৯ এবং এবং ৭৪.৭৭। অস্ট্রেলিয়ান ডলারের বিপরীতে, নিউজিল্যান্ড ডলার ১০ দিনের সর্বচ্চো বেড়েছে ১.০৫৯৭।
নিউজিল্যান্ড ডলারের, এই ঊর্ধ্বমুখী প্রবণতা প্রসারিত হলে, এর কাছাকাছি রেসিস্টেন্স লেভেল খুজে পাওয়া যাবে, ডলারের বিপরীতে ০.৭৩, ইউরো এর বিপরীতে ১.৫০ ইয়েনের বিপরীতে ৭৬.০০, এবং অস্ট্রেলিয়ান ডলারের বিপরীতে ১.০৪ -তে।
আরো ফরেক্স সংবাদ
-
Brexit এর প্রভাব হালকা করার জন্য যুক্তরাজ্যের ব্যাংকগুলো ট্যাক্স কমিয়ে দিয়েছে!
[IMG]https://scontent-sin6-1.xx.fbcdn.net/v/t1.0-0/p320x320/14716086_1146669272037160_7828168365028758074_n.jp g?_nc_eui2=v1%3AAeG2yERBckroRsj82zoYd2bcRd1jUA0CDW tjsp9y9QOO2PuSUFaQW5VJlgVt6C4UOI5nJXgcnu13mFwBJe2G K0T_ty7uc6U_c81ufQymxzO07Q&oh=417f18b491b2b8058a35 17d33e529c7f&oe=589CBE83[/IMG]
Brexit এর পর থেকে এর নানামুখি প্রভাব মোকাবিলার জন্য বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে, প্রধানমন্ত্রী টেরেসা হস্তক্ষেপে যুক্তরাজ্য এর বৃহত্তম ব্যাংক তাদের ট্যাক্স কমিয়ে দিয়েছে। তিনি বলেছেন এটি দেশের প্রবৃদ্ধি ও কর্মসংস্থানের ব্যবস্থায় বিপদজনক পরিস্থিতি সৃষ্টি করেতে পারে।
বৃটেনের ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের বলেছে যে, ব্রিটেনের ব্যাংকগুলোতে কর্পোরেশন ট্যাক্স প্রত্যাহারের করেও মুনাফা বাড়ানো সম্ভব। চিফ এক্সিকিউটিভ এন্থনি ব্রাউনি তাদের অবস্থান দৃঢ় থাকার অঙ্গীকার করে অর্থনীতিতে অবদান রাখতে চান।
আরো সংবাদ এবং বিভিন্ন মুদ্রা-জোড়ায় প্রভাব দেখুনঃ https://www.instaforex.com/bd/prime_news
-
সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা অনলাইন সংস্থাগুলোকে সতর্ক করে দিয়ে ব্যবসায় কর্মী নিয়োগের পরামর্শ দিয়েছেন!
[IMG]https://scontent-sin6-1.xx.fbcdn.net/v/t1.0-9/14690968_1150228448347909_3254958343253640801_n.pn g?_nc_eui2=v1%3AAeG0A7Ca5fAk3jBJ2dfkhYlwe8oZhbtxEo yoDGyzxmbRV_oGgJUjdb9pnpI_7MXbgIPJWrMO9u7-2OkTGH16SQdQoPxHtRZ1wDeuw0kCyf4Etw&oh=3a36fde2e669 683f334fb7e8ccc4ca04&oe=58A7DA4E[/IMG]
অনলাইন হামলা শুরু হয়েছে, সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা বলেছেন যে কোন কোম্পানি কম-বেশি এইধরনের সাইবার ঝুঁকির মধ্যে রয়েছে। যারা বিশেষ করে গত সপ্তাহে বিভিন্ন সংস্থার কাছ থেকে ডোমেইনের নাম নিয়েছেন সেই সব ব্যবসায়ীদের প্রতি বেশি জোর দিয়েছেন।
গত সপ্তাহে, সাইবার হ্যাকাররা ডিজিটাল রেকর্ডার এবং ওয়েবক্যাম সহ সাধারণ ডিভাইসের মাধ্যমে একটি জটিল আক্রমণ পরিচালনা করে, সেইসাথে মূল ওয়েবসাইটে এটা সবার জন্য উন্মুক্ত করে দেয়।
আরো সংবাদ এবং বিভিন্ন মুদ্রা-জোড়ায় প্রভাব দেখুনঃ https://www.instaforex.com/bd/prime_news
-
ভিসার আয় ও মুনাফা শীর্ষ অবস্থানে রয়েছে ওয়াল স্ট্রিট এর পর্যবেক্ষনে!
[IMG]https://scontent-sin6-1.xx.fbcdn.net/v/t1.0-9/14702511_1150996651604422_1667382685929450697_n.jp g?oh=276eb627539b3d8bbae16716064f2986&oe=58A743E2[/IMG]
ভিসা ইনকর্পোরেটেড তাদের চতুর্থ ত্রৈমাসিক আয় এবং মুনাফা প্রকাশ করেছে যা তাদের প্রত্যাশা পূরণ করে শীর্ষ অবস্থানে রয়েছে, যেমন তাদের আয় ২৮% শতাংশ বৃদ্ধি পেয়েছেে়, পেমেন্ট এর আকার আরো বৃদ্ধি পেয়েছে এবং সাম্প্রতি তারা ভিসা ইউরোপ এ মালিকানা পরিবর্তন করেছে।
এই পেমেন্ট নেটওয়ার্ক অপারেটর এর প্রতিবেদন অনুসারে গত বছরের এক-চতুর্থাংশ সময়ে পেমেন্ট এর পরিমান ৪৭.১% বৃদ্ধি পেয়ে ১.৮৬$ ট্রিলিয়ন ডলার হয়েছে। কোম্পানির মোট আয় ১.৯৩$ বিলিয়ন ডলার বা শেয়ার প্রতি মাথাপিছু আয় ৭৮ সেন্ট, এক বছর আগের হিসাবে দেখা যায় মোট আয় ১.৫১$ বিলিয়ন ডলার বা শেয়ার প্রতি মাথাপিছু আয় ৬২ সেন্ট ছিল। অপারেটিং আয় ১৯.৩%শতাংশ বৃদ্ধি পেয়ে ৪.২৬$বিলিয়ন ডলার হয়েছে।
আরো সংবাদ এবং বিভিন্ন মুদ্রা-জোড়ায় প্রভাব দেখুনঃ https://www.instaforex.com/bd/prime_news
-
প্রধান মুদ্রাগুলোর বিপরীতে জাপানি ইয়েন এর পতন
[IMG]https://forex-images.instaforex.com/analysts/big_preview/jpy/10.jpg[/IMG]
মঙ্গলবার এশিয়ান অধিবেশন সময় অন্যান্য প্রধান মুদ্রাগুলোর বিপরীতে ইয়েন দুর্বল হয়ে পড়েছে। ইয়েন, ইউরো বিপরীতে ৪ দিনের সর্বনিম্ম ১১৩.৬৪তে নেমে এসেছে, পাউন্ডের বিপরীতে ৬ দিনের সর্বনিম্ম নেমেছে ১২৭.৭০, এবং ডলারের বিপরীতে ২ সপ্তাহের সর্বনিম্ম নেমেছে ১.০৪.৪৯, যা এদের গতকালের ক্লোজিং কোট ছিল যথাক্রমে ছিল ১১৩.৩৫, ১২৭.৪৮, এবং ১০৪.৮৫।
সুইস ফ্রাঙ্কের বিপরীতেও ইয়েনের কমে ১০৫.১২-এ নেমে এসেছে যা গতকালকের ক্লোজিং মূল্য ১০৪.৮৫।
অস্ট্রেলিয়ান ডলারের বিপরীতেও ইয়েনের ৫ দিনের কমে ৭৯.৬২-তে নেমে এসেছে যা গতকালকের ক্লোজিং মূল্য ৭৯.২৮।
নিউজিল্যান্ড ডলারের বিপরীতেও ইয়েনের ৪ দিনের কমে ৭৪.৬৭-তে নেমে এসেছে যা ৪ দিনের সর্বচ্চো মূল্য ছিল ৭৪.১৪।
ইয়েনের, এই নিন্মমুখী প্রসারিত হলে, এর কাছাকাছি সাপোর্ট লেভেল খুজে পাওয়া যাবে, ইউরো এর বিপরীতে ১১৭.০০, পাউন্ডের বিপরীতে ১৩২.০০, ডলারের বিপরীতে ১০৫.০০, ফ্রাঙ্কের বিপরীতে ১০৬.০০, অস্ট্রেলিয়ান ডলারের বিপরীতে ৮১.০০, নিউজিল্যান্ড ডলারের বিপরীতে ৭৫.০০ -তে।
আরো ফরেক্স সংবাদঃ
-
এবার প্রধান মুদ্রাগুলোর বিপরীতে সুইস ফ্রাঙ্কের ঊর্ধ্বগতি
[IMG]https://forex-images.instaforex.com/analysts/big_preview/chf/1.jpg[/IMG]
বুধবার ভোরে ইউরোপীয় ট্রেডিং সেশনের সময় অন্যান্য প্রধান মুদ্রায়গুলোর বিপরীতে সুইস ফ্রাঙ্কের আরো শক্তিশালী হয়েছে।
সুইস ফ্রাঙ্কের, মার্কিন ডলারের বিপরীতে ২ দিনের হাই ০.৯৯১৮ –তে পৌছেছে, যা এর আগের লো ছিল ০.৯৯৫৮। জাপানি ইয়েন বিপরীতেও সুইস ফ্রাঙ্কের সর্বচ্চো বেড়ে দাঁড়িয়েছে ১০৫.০৫ এবং ব্রিটিশ পাউন্ডের বিপরীতে সর্বচ্চো বেড়ে দাঁড়িয়েছে ১.২০৯৮, যা এদের আগের লো ছিল যথাক্রমে ১০৪.৬২ এবং ১.২১১৯। সুইস ফ্রাঙ্কের
এই ঊর্ধ্বমুখী প্রবণতা প্রসারিত হলে, এর কাছাকাছি রেসিস্টেন্স লেভেল খুজে পাওয়া যাবে, ডলারের বিপরীতে ০.৯৮, পাউন্ড এর বিপরীতে ১.১৯৬ এবং ইয়েনের বিপরীতে ১০৭.৫ লেভেলে।
আরো ফরেক্স সংবাদঃ
-
নিউজিল্যান্ড ব্যবসার জন্য সবচেয়ে নিরাপদ জায়গা-বিশ্ব ব্যাংক!
[IMG]https://scontent-sin6-1.xx.fbcdn.net/v/t1.0-0/q83/s480x480/14716088_1151830358187718_3903127095130424470_n.jp g?oh=a6c2e4a58931269aef6942384b5f2569&oe=589F56F4[/IMG]
বিশ্ব ব্যাংকের একটি গবেষণায় ব্যবসা করার জন্য সবচেয়ে সহজ জায়গা হল নিউজিল্যান্ড, প্রায় এক দশক ধরে বিশ্বব্যাপী রাংকিয়ে সিঙ্গাপুর এ স্থানটি ধরে রেখেছিল।
যে কেউ এখানে এসে ইচ্ছা করলেই অর্ধ বেলার মধ্যে কিছু প্রক্রিয়া সম্পন্ন করে ব্যবসা শুরু করতে পারবে। বিশ্বব্যাপী গড়ে যা সাধারণত ২১ দিনের লাগে। এছাড়াও এই দেশটি ঋণ প্রাপ্তি, নির্মাণ কাজে অনুমতি, সম্পত্তি নথিভুক্ত এবং ছোটখাট শেয়ারহোল্ডারদের রক্ষায় নেতৃত্ব প্রদান করছে।
সিঙ্গাপুর এখন দ্বিতীয় স্থানে চলে এসেছে, যদিও ডেনমার্ক ও হংকং তৃতীয় ও চতুর্থ স্থান রয়েছে। এছাড়া যথাক্রমে. দক্ষিণ কোরিয়া, নরওয়ে, যুক্তরাজ্য এবং মার্কিন যুক্তরাষ্ট্র এ তালিকায় রয়েছে। সোমালিয়া, ভেনেজুয়েলা, লিবিয়া, এবং ইরিত্রিয়া দিন দিন নিচে নেমে যাচ্ছে।
আরো সংবাদ এবং বিভিন্ন মুদ্রা-জোড়ায় প্রভাব দেখুনঃ
https://www.instaforex.com/bd/prime_news
-
এনার্জি শেয়ারের পতনের ফলে এশিয়ার শেয়ার বাজারে ধীরগতি
[IMG]http://forex-images.mt5.com/prime_news/581192d575a5b.jpg[/IMG]
তেলের দামের সাথে এনার্জি শেয়ারের পতনের ফলে এশিয়ার শেয়ার বাজারেও ধীরগতি দেখা দিয়েছে। MSCI এশিয়া প্যাসিফিক সূচক ০.১ শতাংশ কমে ১৪০.২২-এ অবস্থান করছে।
জাপানের নিক্কেই ২২৫ এর পতন ০.২৯ এবং Topix এর বেড়েছে ০.৪ শতাংশ, এর উঠানামার ০.৩ শতাংশ পতন হয়েছে। এদিকে এনটিটি ডোকোমো ২.৮ শতাংশ বেড়েছে এবং নিটেন্ডো কোং এর প্রায় ৭.৪ শতাংশ পতন হয়েছে। কোরিয়ার স্ট্রেইট জুড়ে, Kospi ইনডেক্স ০.২৮ শতাংশ বেড়েছে। স্যামসা শেয়ারের ১.৬৬ শতাংশ অর্জন হয়েছে। হংকং এর হ্যাং সেং সূচকের ১.১৯ শতাংশ পতন হয়েছে। চীন এর সাংহাই কম্পোজিট সূচকের ০.৩৩ শতাংশ পতন হয়েছে এবং শেনঝেন কম্পোজিট সূচকের পতন হয়েছে ০.২৫ শতাংশ। জ্বালানি খাতে ১.২৫ শতাংশ পতনের ফলে অস্ট্রেলিয়ার ASX ২০০ সূচকের .৫৬ শতাংশ পতন হয়েছে। নিউজিল্যান্ড এর S&P/NZX ৫০ সূচকের পতন হয়েছে ১.৫ শতাংশ।
ভারতের S&P BSE সেন্সেক্স সূচকের পতন হয়েছে ০.৭ শতাংশ। সিঙ্গাপুরের স্ট্রেইটস টাইমস সূচক পতন হয়েছে ০.৯ শতাংশ, যা দুই সপ্তাহের মধ্যে সর্বচ্চো পতন।
আরো ফরেক্স সংবাদঃ
-
অ্যাপল তার তারবিহীন হেডফোন AirPods বাজারে ছাড়তে দেরী করছে!
[IMG]https://scontent-sin6-1.xx.fbcdn.net/v/t1.0-9/14900514_1153072871396800_8340751872902279368_n.jp g?_nc_eui2=v1%3AAeH_EcbYK_Dbm7fLAPSJNwXOQl6Z9Iv4_K rafku5cQQkZukO-TQNWpDOILSLcSIsaB2xutKeKrAW8Z1t1sJXYvDkOfazMxTOsEg 0ZIeBWdod9Q&oh=c4729cd73f18780cc9b971805fe20060&oe =5891479B[/IMG]
অ্যাপল ইনকর্পোরেটেড এই মাস তারবিহীন হেডফোন AirPods এর বাজারে ছাড়তে মুলতবি ঘোষনা করেছে, যা আইফোন ৭ এর সাথে উন্মোচন করা হয়েছিল।
অ্যাপল এর একজন মুখপাত্র টরুডি মুলার জানান এই টেকনোলজি প্রতিষ্ঠানটি ইতিপূর্বে কোনো পণ্য প্রস্তুত না হবার পূর্বে কখনও বাজারে তা বিতরণ করেনি। তিনি আরো জানান কোম্পানি এখনও এই তারবিহীন হেডফোন সেটটি গ্রাহকদের কাছে উপস্থাপন করার জন্য আরো বেশ কিছুদিন সময় প্রয়োজন।
আরো সংবাদ এবংকারেন্সিতে এর প্রভাব দেখুনঃ
https://www.instaforex.com/bd/prime_news
-
এফবিআই ক্লিনটনের ইমেল তদন্তের ঘটনায় ডলারের পতন
[IMG]http://forex-images.mt5.com/prime_news/5816a7334bac0.jpg[/IMG]
রাষ্ট্রীয় গোপন তথ্য চালাচালিতে ব্যক্তিগত সার্ভার ব্যবহার করে ডেমোক্র্যাটিক প্রেসিডেন্ট পদপ্রার্থী হিলারি ক্লিনটন নিয়ম লঙ্ঘন করেছেন এফবিআই এর এমন তদন্তে ডলারের পতন হয়েছে। প্রধান মুদ্রায়গুলোর বিপরীতে ডলার সূচক ৯৮.৩৬৯ –এ নেমে এসেছে।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী থাকাকালে নিউ ইয়র্কের বাড়ি থেকে নিজের ব্যক্তিগত সার্ভার ব্যবহার করে রাষ্ট্রীয় ইমেইল চালাচালি করেছিলেন হিলারি, এই বিষয়টি নিয়ে নতুন করে তদন্ত করেছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই ফলে গত সপ্তাহে মার্কিন ডলারে পতন হয়। যদিও ডলার সূচক ৩.০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। তবে ইয়েনের বিপরীতে, পতন হয়ে ডলারের প্রতি ১০৪.৬২ ইয়েনে নেমে এসেছিল। ইউরো ডলারের বিপরীতে ০.৯ শতাংশ বৃদ্ধি পায় এবং প্রায় ১.০৯৭৮ ডলার উঠে ছিল। মেক্সিকোর পেসো ডলারের বিপরীতে ০.৩ শতাংশ কমে ১৯.১০০৫-তে নেমে ছিল।
অর্থ বাজারের এই মূল্য নির্ধারণ করে এই ডিসেম্বরে ফেডের সুদের হার বৃদ্ধির প্রায় ৭০ শতাংশ সম্ভাবনা রয়েছে। অধিকাংশ আশা করছে যে ফেড তার আর্থিক নীতি বজায় রাখার জন্য এই সপ্তাহের সভা স্থগিত করবে।
আরো ফরেক্স সংবাদঃ
-
বিনিয়োগকারীরা সতর্ক অবস্থানে থাকায় মার্কিন শেয়ার বাজার নিম্নগামী
[IMG]http://forex-images.mt5.com/prime_news/58194cba24abd.jpg[/IMG]
বিনিয়োগকারীরা সম্ভাব্য ঝুঁকি থেকে সরে আসায় স্বর্ণ এবং ট্রেজারের দাম বৃদ্ধি পেয়েছে ফলে মার্কিন যুক্তরাষ্ট্রের শেয়ার বাজারে পতন দেখা দিয়েছে। আর সাম্প্রতিক নির্বাচনী সংবাদ এবং ফেডারেল রিজার্ভের বৈঠকে এই শেয়ার বাজারকে আরো প্রভাবিত করছে।
ডাউ জোন ০.৬ শতাংশ কমে ১৮০৩৭.১০ পয়েন্টে অবস্থান করছে। Nasdaq কম্পোজিটের ০.৭ শতাংশ কমে ৫১৫৩.৫৮ পয়েন্টে নেমে এসেছে। S&P 500 সূচক ১৪.৪৩ পয়েন্ট কমে ২১১১.৭২ পয়েন্টে নেমে এসেছে। আসন্ন মার্কিন যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন এবং ব্যাংক অব ইংল্যান্ড ও ফেডারেল রিজার্ভের মিটিং, এবং তৃতীয় প্রান্তিকের আয়ের অবশিষ্ট ফলাফল এই বিষয়গুলোর জন্য বিনিয়োগকারীরা সতর্ক অবস্থানে রয়েছে। CBOE ভোলাটিলিটি ইনডেক্স ৮.৮ শতাংশ বৃদ্ধি পেয়ে ১৮.৫৬-এ উঠেছে। ভিক্টোরিয়া'স সিক্রেট স্টোরে বিক্রয় ধীর গতির এমন রিপোর্টে এল ব্র্যান্ডস এর শেয়ার ৭.৯ শতাংশ কমে শেয়ার প্রতি ৬৬.৫০ ডলারে নেমে এসেছে। সর্বশেষ প্রান্তিকের মুনাফা বাড়বে এবং দৃঢ় মন্ত্যব্যে কোচ এর সূচক ২.২ শতাংশ বেড়ে ৩৬.৬৮ উঠেছে। মুনাফা প্রত্যাশাকে ছাড়িয়ে যাওয়ায় আর্চার ড্যানিয়েলস মিডল্যান্ড ৭.৩ শতাংশ বৃদ্ধি পেয়ে ৪৬.৭৫-এ পৌঁছেছে।
অন্যদিকে ১০ বছরের ট্রেজারি নোটের ১.৮২২ শতাংশ পতন হয়েছে।
আরো ফরেক্স সংবাদঃ
-
এপিআই ইনভেন্টরি রিপোর্টে্র উপর নির্ভর করে তেলের দর-দাম করা হচ্ছে!
[IMG]https://scontent-sin6-1.xx.fbcdn.net/v/t1.0-9/14907654_1158467474190673_1134600365676800124_n.jp g?_nc_eui2=v1%3AAeHWczfEF1J7edsMt03ioK2WQCgxddCnQ8 J_4Za-bW3_tO3MGVvem4hXp49qrzoY1PuQZU7x8mfA52VqD38lPaWJmY 3XJndQ9epULi5dcFBD6w&oh=35dea1379901212620b6555e0d 97ea37&oe=5896FEE5[/IMG]
গত মঙ্গলবার তেলের দাম নেমে গিয়েছিল এবং দেরীতে ট্রেডিং আওয়ার শুরু হওয়ায় পতন বৃদ্ধি পাবার পর একটি প্রতিবেদন অনুসারে দেখা যায় মার্কিন যুক্তরাষ্ট্র অপরিশোধিত তেলের মজুদ আনুমানিক নয় গুন বড় গড়ে তোলার ঘোষনা দেওয়া হয়।
অপরিশোধিত তেলের দাম ক্লোজিং এর সময় লোকসান দিয়ে এক মাসের মধ্যে সর্বোচ্চ নিচে নেমে যায়।
যদি আগামীতেে এপিআই রিপোর্ট অপরিশোধিত তেলের উৎপাদন আগের সপ্তাহের চেয়ে ৯.৩মিলিয়ন ব্যারেল বৃদ্ধি পায় তাহলে এটি আরও ধ্বংসস্তুপে পরিণত হবে। বিশ্লেষকরা বলেছেণ ১ মিলিয়ন ব্যারেল সহনীয় পর্যায়।
মার্কিন যুক্তরাষ্ট্রের এনার্জি ইনফরমেশন অ্যাডমিনিস্ট্রেশনের এর তথ্য মতে, যে লক্ষনগুলোর কারণেই আরো নির্ভরযোগ্য মনে করা হচ্ছে, অতি শীঘ্রই এপিআই রিপোর্টের প্রকাশ করা হবে।
আরো সংবাদ এবংকারেন্সিতে এর প্রভাব দেখুনঃ
https://www.instaforex.com/bd/prime_news
-
ফেডের সুদের হার অপরিবর্তিত রাখায় দুর্বল মার্কিন ডলার
[IMG]http://forex-images.mt5.com/prime_news/581ab15bbcbb7.jpg[/IMG]
মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ডিসেম্বরে তার সুদের হার বৃদ্ধি করবে এমন সম্ভাবনায় মার্কিন ডলার দুর্বল হয়েছে পড়েছে অবশ্য মার্কিন যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের অনিশ্চয়তাও এই মুদ্রাকে যথেষ্ট প্রভাবিত করছে। WSJ ডলার সূচক ০.৩ শতাংশ কমেছে।
ফেড তার স্বল্পমেয়াদী সুদের হার অপরিবর্তিত রেখেছে অবশ্য এটা ইঙ্গিত করে বলেছিলেন, এই বছরের শেষ নাগাদ সুদের হার বৃদ্ধি আশা রয়েছে। ফেড বিবৃতি বলেছে যে, মুদ্রাস্ফীতি শক্তিশালী হচ্ছে এবং এটাও ইঙ্গিত করেছে এই বছর হ্রাসের পর প্রথমবারের মত এই হার বৃদ্ধি করবে। CME গ্রুপ ডাটা অনুসারে, ফেড-ফান্ড ফিউচার এক পরিসংখ্যানে দেখিয়েছে যে বিনিয়োগকারীরা এই ডিসেম্বরের ফেড সুদের হার বৃদ্ধির ৭২% সম্ভাবনার ইঙ্গিত দিয়েছিল।
অধিকাংশ প্রধান মুদ্রাগুলোর বিপরীতে মার্কিন ডলারের পতন হয়েছে। ইউরোর বিপরীতে মার্কিন ডলার ১.১০৯৪ এ অবস্থান করেছিল। মেক্সিকোর পেসোর বিপরীতে আমেরিকার পত্রমুদ্রা পতন হয়েছে ০.৯ শতাংশ। ডলারের বিপরীতে জাপানি ইয়েন প্রায় ০.১ শতাংশ বৃদ্ধি পেয়েছে এবং সুইস ফ্রাঙ্ক বৃদ্ধি পেয়েছে ০.৬ শতাংশ।
বিনিয়োগকারীদের ওয়াচ ডাটা ইঙ্গিত করছে যে এই বছরের শেষ নাগাদ সুদের হার বাড়ানোর জন্য মার্কিন যুক্তরাষ্ট্রে অর্থনীতি যথেষ্ট মজবুত আছে।
ডলার সূচকের সর্বশেষ লেনদেন হয় ৯৭.৪০৪-এ যা ১১ অক্টোবরের পর এটাই সর্বনিম্ন।
আরো ফরেক্স সংবাদঃ
-
ফেসবুক এর মুনাফা বেড়েছে, কিন্তু নিচে নামা শেয়ারগুলির প্রবৃদ্ধিতে উদ্বেগ!
[IMG]https://scontent-sit4-1.xx.fbcdn.net/v/t1.0-9/14925576_1159341217436632_8750551662403000814_n.jp g?oh=b1a87582f7b7f99c1acb3f48aed58f42&oe=58D4E3E5[/IMG]
ফেসবুক ইনকর্পোরেটেড এর শেয়ার ৭% শতাংশ কমে ১১৮.২১$ ডলার হয়েছে, শেষ কয়েক ঘন্টার ট্রেডিংয়ে প্রতিষ্ঠানটি সর্তক হয়ে গেছে যে গত কয়েক মাসের রাজস্ব আদায়ের প্রবৃদ্ধি "অর্থপূর্ণভাবে" হ্রাস পেয়েছে। ত্রৈমাসিক আয়ের ভারসাম্য বজায় রাখতে যা সহজ আনুমানিক পরিসংখ্যান অনুসারে শীর্ষস্থানেই থাকবে।
সামাজিক যোগাযোগ মাধ্যম এই নেটওয়ার্ক কোম্পানির আর্থিক কর্মকর্তা ডেভিড ওহেনার বলেন যে, কখনো কখনো এটা কমে যাবার জন্য কারন হিসাবে বিশ্লেষন করে দেখা যায় অনেক বেশি মাত্রায় বিজ্ঞাপন লোড বা অনেক বিজ্ঞাপন টাইমলাইনে না দেবার কারনে বা গ্রাহকদের কাছ থেকে এগুলো বিচ্ছিন্ন হয়ে যাবার কারনে।
পরিমানমতো প্রবৃদ্ধির দিক নির্দেশনায় ফেসবুক এর হিসাবে ত্রৈমাসিক আয় ৫৬% বৃদ্ধি পেয়ে ৭.০১ $ বিলিয়ন ডলার দেখানো হয়েছে। যা আগের চেয়ে ৬.৯২$ বিলিয়ন ডলার বেশি। ফেসবুক এর মোট বিজ্ঞাপনের আয়ের ৬.৮২$ বিলিয়ন ডলারের বেশিভাগ আসে adverts থেকে যার মধ্যে মোবাইল বিজ্ঞাপন প্রায় ৮৪% শতাংশ।
অপরদিকে, মোট মুনাফার ২.৪$ বিলিয়ন ডলার এসেছে শেষ তিন মাসে, যা গত বছর থেকে ১৬৬% শতাংশ বেশি। কোম্পানির প্রতিবেদন অনুসারে শেয়ার প্রতি আয় দেখানো হয়েছে ১.০৯ $ ডলার়, যা পূর্বে র বছরের অনুমানের চেয়ে শেয়ার প্রতি আয় ৯৭ সেন্ট বেশী রয়েছে।
আরো ফরেক্স সংবাদঃ https://www.instaforex.com/bd/prime_news.php
-
এফবিআই এর ইমেইল তদন্তের সমাপ্তিতে ডলারের ঊর্ধ্বগতি
[IMG]http://forex-images.mt5.com/prime_news/581fef0cb8b64.jpg[/IMG]
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী হিলারি ব্যক্তিগত ই-মেইল ব্যবহারে অপরাধমূলক কর্মকাণ্ডের প্রমাণ পাওয়া যায়নি গোয়ন্দা সংস্থা এফবিআই এর এমন প্রতিবেদনে আবারো ডলারের ঊর্ধ্বগতি হয়েছে।
জাপানি ইয়েনের বিপরীতে ডলার ১.১ শতাংশ বেড়েছে ১০৪.২৭৫ এ লেনদেন হয়েছিল। ইউরো ০.৫ শতাংশ কমে ১.১০৮৯ ডলারে নেমে এসেছে। আমেরিকার পত্রমুদ্রা সুইস ফ্রাঙ্কের বিপরীতে ০.৬ শতাংশ বৃদ্ধি পেয়ে ০.৯৭৩৯ ডলারে অবস্থান করেছিল। হিলারির এই ইমেইল কেলেঙ্কারির খবর নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের প্রতি সমর্থন কিছুটা বেড়েছিল এবং এটা বিশ্ব বাজারকেও অস্থির করেছিল। মার্কিন ডলারের পেসোর বিপরীতে ২.২ শতাংশ কমে ১৮.৫৯ পেসোতে অবস্থান করেছিল, ২৬ অক্টোবরের পর থেকে এটাই সর্বনিম্ম।
মার্কিন ডলারের বিপরীতে পাউন্ড কমে ১.২৪৮৫ ডলার অবস্থান করেছিল। প্রধানমন্ত্রী তেসেরা মে ইউরোপীয় ইউনিয়নের ত্যাগ করার পরিকল্পনার সম্ভাব্য সংসদীয় সংঘাতের খবরও পাউন্ডের পতনের অন্যতম কারন।
আরো ফরেক্স সংবাদঃ
-
স্যামসাং গ্যালাক্সি S8 ফোনের সাথে ব্যাক্তিগত সহকারী যুক্ত করার প্রচেষ্টা করছে!
[IMG]https://scontent-sit4-1.xx.fbcdn.net/v/t1.0-9/14907104_1163580770346010_1174123873917384408_n.jp g?oh=3e069d2b805decd1c918de834961d405&oe=58C76828[/IMG]
স্যামসাং ইলেক্ট্রনিক্স কোং তার পরবর্তী গ্যালাক্সি এস স্মার্টফোনে একটি অ্যাপলের সিরি এর মত ডিজিটাল সহকারী প্রদানের করার উপর পরিকল্পনা করছে। যেহেতু ত্রুটিপূর্ণ নোট সেভেন এর কারনে বিশ্বব্যাপী তাদের অবস্থানের অবনতি হয়ছে আর এটা থেকে মুক্তি পেতেই এই প্রচেষ্টা করা হচ্ছে।
প্রতিষ্ঠানটি জানায় যে ডিজিটাল সহকারী বৈশিষ্ট্য এই গ্যালাক্সি S8 আগামী বছর মুক্তি দেওয়া হবে।। রিহি-ইন-জং, ইন-এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এর বক্তব্য অনুযায়ী ‘‘ এটা অ্যাপল ইনকর্পোরেটেড এর Siri বা Google এর ডিজিটাল সহকারী থেকে উল্লেখযোগ্যভাবে সম্পূর্ণ আলাদাভাবে সজ্জিত করা হবে।’’
আরো ফরেক্স সংবাদঃ https://www.instaforex.com/bd/prime_news.php
-
আসন্ন নির্বাচনে অনিশ্চিয়তার মাঝে স্থির অবস্থানে স্বর্ণ
[IMG]http://forex-images.mt5.com/prime_news/58214a0a8dff0.jpg[/IMG]
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে বিনিয়োগকারীরা নিরাপদ অবস্থানে থাকায়, পূর্ববর্তী সেশনের সময় প্রায় দুই শতাংশ পতনের পর, ডলার সহ স্থিতিশীল অবস্থানে রয়েছে স্বর্ণের দাম। স্পট গোল্ড ০.০৮ শতাংশ বেড়ে আউন্স প্রতি ১,২৮৩.৩৯ ডলারে অবস্থান করছে। মার্কিন যুক্তরাষ্ট্রের গোল্ড ফিউচার ০.২৭ শতাংশ বেড়ে আউন্স প্রতি ১,২৮২.৮০ ডলারে লেনদেন হয়েছে।
ডিলাররা বলছেন, প্রেসিডেন্ট নির্বাচন সংক্রান্ত অনিশ্চিয়তা এবং বছরের শেষ নাগাদ মার্কিন যুক্তরাষ্ট্রে সুদের হার বাড়ানোর প্রত্যাশা দেশের স্বর্ণ ও রৌপ্য জন্য চাহিদাকে মজবুত করছে।
নির্বাচনকে সামনে রেখে, রয়টার্স/Ipsos যুক্তরাষ্ট্র জাতীয় প্রকল্পের এর জরিপ অনুসারে, ডেমোক্র্যাট হিলারি ক্লিনটন রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্পকে পরাজিত করার প্রায় ৯০ শতাংশ সম্ভাবনা আছে বলে প্রতিবেদন দেয়।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, চীনের স্বর্ণের মজুদ বৃদ্ধি পেয়ে অক্টোবর শেষে ৫৯.২৪ মিলিয়ন ফাইন ট্রয় আউন্সে এসে দাঁড়িয়েছে।
আরো ফরেক্স সংবাদঃ
-
মার্কিন যুক্তরাষ্ট্রে নির্বাচনের আগে ওয়াল স্ট্রিট লাফালাফি করছে!
[IMG]https://scontent-sit4-1.xx.fbcdn.net/v/t1.0-9/15032661_1164603636910390_4596416644243252109_n.jp g?oh=6cd7ec856ad49270a94857e8f8272840&oe=5888CA51[/IMG]
মার্কিন যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে মার্কিন যুক্তরাষ্ট্রের স্টক এক্সচেঞ্জে প্রতিনিয়ত দাম বাড়ছে, ডেমোক্রেটিক প্রতিনিধি হিলারী ক্লিনটন এর বিরুদ্ধে FBI এর দায়ের করা ফৌজদারি অভিযোগের উপর একটি বিবৃতি এটা বৃদ্ধি পাবার কারন হিসাবে দেখা হচ্ছে। এত তার বিজয়ী হবার সম্ভাবনা অনেকটাই বৃদ্ধি পেয়েছে।
ডো এর ৩০ টিতে এবং অন্যান্য সকল প্রধান S&P এর ৫০০টি খ্যাতে এটা বৃদ্ধি পেয়েছে।
আরো দেখুনঃ https://goo.gl/Dz515U
-
চীন এর আমদানি এবং রফতানি অক্টোবর মাসে প্রত্যাশার চেয়েও আরো কমেছে !
[IMG]https://scontent-sit4-1.xx.fbcdn.net/v/t1.0-9/14910509_1164598353577585_1385107052087165563_n.jp g?oh=d4028ce6b4614b76c7213c4ab4f38eb5&oe=58878C49[/IMG]
কাস্টমস এর লোক প্রশাসন থেকে সরকারি তথ্য অনুযায়ী, চীন এর আমদানি এবং রপ্তানি উভয়ই অক্টোবর মাসে প্রত্যাশার চেয়েও তুলনায় কম লক্ষ্য করা যাচ্ছে, যা দেশটির অর্থনৈতিক পুনরুদ্ধারের উদ্বেগ সৃষ্টি করেছে।
অক্টোবর মাস অনুসারে বাৎসরিক হিসাবে ডলারের দাপটে রপ্তানি ৭.৩% শতাংশ কমেছে, যা আনুমানিক ধারনা করা হয়েছিল ৬% শতাংশ এবং সেপ্টেম্বর থেকে এটা বার্ষিক পতন থেকে বৃদ্ধি পেয়ে ১০% শতাংশ কমেছে।
যদিও, বাৎসরিক হিসাবে সাম্প্রতিক মাসগুলোর আমদানি ১.৯% শতাংশের কমার তুলনায় ১.৪% শতাংশ কমেছে এবং চালান অনুসারে ১% শতাংশ শিপমেন্ট কমে গেছে।
আরো দেখুনঃ https://goo.gl/ZUnfjv
-
আজ মনে হচ্ছে ইইউএসডি অনেক তাই দুর্বল। তাই ক্রস পাইর গুলুর মুভমেন্ট অনেক আপ ডাওন করতাছে। তাই আজ আমিরেকার ইলেকশান এর দিন তাই মার্কেট খুব রিস্ক ই যাচ্ছে আমার মনে হয়।
-
প্রধান মুদ্রাগুলোর বিপরীতে মার্কিন ডলার এর পতন
[IMG]https://forex-images.instaforex.com/analysts/big_preview/dollar/7.jpg[/IMG]
বুধবার এশিয়ান অধিবেশন সময় অন্যান্য প্রধান মুদ্রাগুলোর বিপরীতে মার্কিন ডলার দুর্বল হয়ে পড়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রে ডলার, ইউরো বিপরীতে ১-১/২ মাসের সর্বনিম্ম ১.১২৬৭ এ নেমে এসেছে, সুইস ফ্রাংক বিপরীতে তিন মাসের সর্বনিম্ম ০.৯৫৫৫ এ নেমে যা এদের গত ৮দিনের সর্বচ্চো কোট ছিল যথাক্রমে ১.০৯৮৯ এবং ০.৯৮৩৩।
ইয়েনের বিপরীতেও মার্কিন ডলার ১-১/২ মাসের সর্বচ্চো কমে ১০১.৪৪-এ নেমে এসেছে যা গত ৬ দিনের হাই ছিল ১০৫.৪৭।
মার্কিন ডলারের, এই নিন্মমুখী প্রসারিত হলে, এর কাছাকাছি সাপোর্ট লেভেল খুজে পাওয়া যাবে, ইউরো এর বিপরীতে ১.১৪, সুইস ফ্রাংক বিপরীতে ১৩২.০০, ডলারের বিপরীতে ১০৫.০০, ফ্রাঙ্কের বিপরীতে ১০৬.০০, অস্ট্রেলিয়ান ডলারের বিপরীতে ০.৯৪, এবং ইয়েনের বিপরীতে ১০০.০০ লেভেলে।
আরো ফরেক্স সংবাদঃ
-
মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচনে কঠোর প্রতিদ্বন্দ্বিতায় তেলের দাম তলিয়ে যাচ্ছে!
[IMG]https://scontent-sit4-1.xx.fbcdn.net/v/t1.0-0/s480x480/15036357_1165597580144329_1630884172847873230_n.jp g?_nc_eui2=v1%3AAeGbViQmiqvZY3FGpvbohxt0EMTHn1YbuU 3g7rbhcxZsqeHPpW6OdIRuzfxlSbf-zy_alPa7s1WZGXHUcuVKX3zmZ0KcKp3puA_qfB8Yv_3DRw&oh= e965b416ffae5cfcd8ca356626d274c6&oe=589724F8[/IMG]
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ডোনাল্ড ট্রাম্প এগিয়ে থাকার কারনে অপ্রত্যাশিতভাবে আজ বুধবার জ্বালানী তেলের দাম দ্রুত নেমে গেছে। অবশ্য কঠিন লড়াই করে ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হয়েছে।
বলা হচ্ছে বর্ত মানের বিশ্বের আর্থিক বাজারকে একটি গোলমাল মধ্যে ছুঁড়ে ফেলা হয়েছে।
আরো দেখুনঃ https://goo.gl/x4eMf2
-
ডোনাল্ড ট্রাম্প এর বিজয়ে গোল্ড একলাফে স্থিতিশীল পর্যায়ে এসেছে!
[IMG]https://scontent-sit4-1.xx.fbcdn.net/v/t1.0-0/s526x395/14963182_426054207565165_3384731031725914547_n.jpg ?oh=24824c05f58ee3b472bb83604e4a1554&oe=58CBA444[/IMG]
গোল্ড অবিচল ভাবে অনেক উথান পতন এর মধ্য দিয়ে ছয় সপ্তাহ আগের অবস্থানে ফিরে এসেছে, রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প এর চমকপ্রদ প্রেসিডেন্ট পদ জয়ের পর মার্কিন যুক্তরাষ্ট্রের ডলার এবং বিশ্ব পূঁজি বাজারের উপরের দিকে উঠতে শুরু করে। বর্তমানে স্পট গোল্ড আউন্স প্রতি ১২৭৮.২৫ $ ডলারে অবস্থান করছে। মার্কিন যুক্তরাষ্ট্রে স্বর্ণ ফিউচার ০.৪১% শতাংশ বেড়ে আউন্স প্রতি ১২৭৮.৭০$ ডলার।
আরো দেখুনঃ https://goo.gl/2R70M5
-
ট্রাম্পের বিজয়ে মার্কিন ক্রুড অয়েলের মজুদ বৃদ্ধি পাওয়ায় তেলের দর পতন
[IMG]http://forex-images.mt5.com/prime_news/5823f3e26bf8b.jpg[/IMG]
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প এর অপ্রত্যাশিত জয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের তেল সরবরাহ বৃদ্ধি পেয়েছে ফলে বৃহস্পতিবার ভোরে লেনদেনের সময় তেলের দর পতন হয়। মার্কিন যুক্তরাষ্ট্রে ডব্লিউটিআই অপরিশোধিত তেলের ফিউচার শেষ অধিবেশনের সময় ২০ সেন্ট মুল্য হারায় এবং প্রতি ব্যারেল ৪৫.০৭ ডলারে লেনদেন হয় অন্যদিকে ব্রেন্ট অপরিশোধিত তেলের ফিউচার সর্বশেষ লেনদেনের সময় থেকে ৭ সেন্ট মুল্যে হারায় এবং প্রতি ব্যারেল ৪৬.২৯ ডলারে লেনদেন হয়।
মার্কিন যুক্তরাষ্ট্রে এনার্জি ইনফরমেশন অ্যাডমিনিস্ট্রেশন রিপোর্ট অনুযায়ী, মার্কিন যুক্তরাষ্ট্রে অপরিশোধিত তেলের উদ্ভাবন আগের সপ্তাহে ২.৪ মিলিয়ন ব্যারেল যোগকরে এর মজুদ ৪৮৫ মিলিয়ন ব্যারেলরে উন্নিত করে। তবে মার্কেট প্রাথমিকভাবে নির্বাচন পরবর্তী হ্রাসের থেকে পুনরুদ্ধার এবং তার পথ ফিরে সচেষ্ট রয়েছে। গোল্ডম্যান শ্যাস বলেন ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়ার ফলে উচ্চতর বিনিয়োগ কারণ হতে পারে এবং তিনি অঙ্গীকার করেছে যে কালক্রমে মার্কিন যুক্তরাষ্ট্রের তেল উৎপাদন বৃদ্ধি করা তিনি তেল উৎপাদন নিয়ন্ত্রণ করবেন।
আরো ফরেক্স সংবাদঃ
-
আলিবাবার প্রতিবেদন অনুসারে কেনাকাটা সহ অন্যান্য ইভেন্টে তাদের বিক্রি হয়েছে ১৮.৮$ বিলিয়ন ডলার!
[IMG]https://scontent-sin6-1.xx.fbcdn.net/v/t1.0-0/p320x320/14947914_1170851089618978_9140295218575084827_n.jp g?oh=fd79238c9e9fc5b95d8ebc577a63be62&oe=588F0B4F[/IMG]
আলিবাবা গ্রুপ হোল্ডিং লিমিটেড ঘোষণা করে এই সেঙ্গল দিবস এর দিন তাদের বিভিন্ন অনলাইন শপিং ইভেন্টে প্রায় ১৮.৮$ বিলিয়ন ডলার বিক্রি হয়েছে। তবে, চাইনিজ বিলিওনিয়ার চেয়ারম্যান জ্যাক মা দাবি করে যে, ই-কমার্স ব্যবসা বর্তমানে অনলাইন শপিং এর নতুন আদর্শ হয়ে উঠেছে তাই ভবিষ্যতে এই ব্যবসাটিকে অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে।
গত বছরের তুলনায় সিঙ্গেল দিবস এর দিন বিক্রি প্রায় ৬০% শতাংশ বৃদ্ধি পেয়ে ৯১.২ বিলিয়ন ইউয়ান হয়েছে। তবে কোন বিশ্লেষণ অনুসারে এই বছরের বিক্রি গত বছরের তুলনায় শুধুমাত্র অর্ধেক পরিমান বেড়েছে যা কিছুটা হতাশা তৈরী করেছিল।
বিস্তারিত দেখুনঃ https://goo.gl/azlOEo
-
মার্কিন যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনের পর এশিয়ার অধিকাংশ শেয়ারের পতন
[IMG]http://forex-images.mt5.com/prime_news/5829555a906e9.jpg[/IMG]
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের পর এশিয়ার শেয়ার বাজারে অধিকাংশ শেয়ারের পতন হয়েছে। জাপান বাদে এশিয়া প্যাসিফিক শেয়ারের MSCI সূচকের এক শতাংশ পতন হয়েছে।
জাপান এর বেঞ্চমার্ক নিক্কেই ২২৫ সূচক ১.৮ শতাংশ বেড়ে ১৭,৬৮১.৫০ পয়েন্টে এসে দাঁড়িয়েছে অন্যদিকে Topix সূচক বেরেছে ১.৬ শতাংশ। সাংহাই কম্পোজিট সূচক ১০ মাসের সর্বচ্চো ০.৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে হংকংয়ে চীনা শেয়ারের তিন মাসের সর্বচ্চো পতন হয়েছে। হংকং এর হ্যাং সেং সূচকের ১.১ শতাংশ পতন হয়েছিল। দক্ষিণ কোরিয়ার Kospi ইনডেক্সের ০.২ শতাংশ পতন হয়েছে এবং অস্ট্রেলিয়ার S&P/ASX 200 ইনডেক্সের পতন হয়েছে ০.৬ শতাংশ। ভূমিকম্পের পর নিউজিল্যান্ড এর S&P/NZX 50 সূচক ০.৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে, তবে ফ্লেচার বিল্ডিং লিমিটেডের চার শতাংশ বৃদ্ধি সর্বচ্চো পর্যায়ে রয়েছে। সিঙ্গাপুর এবং ইন্দোনেশিয়ার বেঞ্চমার্ক তিন মাসের সর্বনিম্ন অবস্থানে রয়েছে।
সাম্প্রতিক বিশাল ভূমিকম্প ব্যাপক ক্ষয়ক্ষতির ফলে কিউই এক মাসের সর্বচ্চো পতন হয়েছে।
আরো ফরেক্স সংবাদঃ
-
আইফোন বিক্রয়ে সতর্কতা জারির পর অ্যাপল এর সাম্প্রতিক লোকসান আর একটু বাড়লো!
[IMG]https://scontent-sin6-1.xx.fbcdn.net/v/t1.0-0/p370x247/14993470_1171677966202957_3627209915147544139_n.pn g?oh=be1c98db2941987214cebe319b1e16b3&oe=58890BED[/IMG]
গত সোমবার থেকে অ্যাপল এর শেয়ারেরই ক্রমাগত লোকসানের মুখোমুখি হচ্ছে ইতিপূর্বে বিনিয়োগকারীদের সতর্ক করা হয়েছিল যে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচণে ট্রাম্প নির্বাচিত হলে তার প্রচারণা হুমকি অনুসারে চীন থেকে আমদানিকৃত পণ্যের ওপর নতুন শুল্ক আরোপ এর ফলে আইফোন বিক্রি কমতে পারে।
টেক জায়ান্ট এই প্রতিষ্ঠানটির শেয়ার সর্বশেষ সেশনে অনুসারে ২.৫% শতাংশ কমে যায়। যা গত সপ্তাহের নির্বাচনের পর থেকে প্রায় ৫% শতাংশ লোকসান এর মধ্যে আছে।
চীনা সরকার সমর্থিত গ্লোবাল টাইমসে প্রকাশিত একটি সম্পাদকীয় নিবন্ধে সর্তক করে বলা হয়ে, ট্রাম্প চোখ এর বদলে চোখ হিসাবে প্রতিহিংসামূলকভাবে চীন থেকে আমদানি করা সকল পণ্যের ওপর ৪৫% শতাংশ শুল্ক আরোপ করার বিষয়ে দৃঢ় প্রতিজ্ঞা পোষন করছেন, যা অ্যাপল বিনিয়োগকারীদের দিন দিন উদ্বেগের কারন হয়ে দাড়িয়েছে।
বিস্তারিত দেখুনঃ https://goo.gl/g46J8f
-
ডলারের উত্থানে স্বর্ণের দাম ৫ মাসের সর্বনিম্ন ছুঁয়েছে
[IMG]http://forex-images.mt5.com/prime_news/582a719070f7d.jpg[/IMG]
ডোনাল্ড ট্রাম্প মার্কিন যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচিত পর ব্যয় বাড়তে পারে এমন সম্ভাবনায় মার্কিন ডলার এবং ট্রেজারি শক্তিশালী হওয়ার ফলে স্বর্ণের দাম ৫ মাসের সর্বনিম্ন ছুঁয়েছে। নিউইয়র্ক মার্কেন্টাইল এক্সচেঞ্জের Comex ডিভিশনে ডিসেম্বরের স্বর্ণের সরবরাহ ০.২ শতাংশ কমেছে এবং গোল্ড ট্রয় আউন্স প্রতি ১,২২১.৭০ ডলারে লেনদেন হয়েছে।
স্পট গোল্ড ০.৫৮ শতাংশ কমে আউন্স প্রতি ১,২১৮.৬৩ ডলারে নেমে এসেছে। অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের গোল্ড ফিউচারের ০.৪৮ শতাংশ দর পতন হয়ে আউন্স প্রতি ১,২১৮.৪০ ডলারে লেনদেন হয়েছিল। ফেডারেল রিজার্ভ সুদের হার বাড়াবে কিনা এমন দ্বিধাদ্বন্দ্বে মার্কেট আরো অস্থিতিশীল হয়ে উঠেছে।
এই সেনালি ধাতু এর উত্থানপতন মার্কিন যুক্তরাষ্ট্রের সুদের হারের উপর অনেকাংশ নির্ভর করে। SPDR গোল্ড ট্রাস্ট দাবী করেন যে তাদের মজুদ ০.৭৬শতাংশ কমে ৯৩৪.৫৬ টনে নেমে এসেছিল।
এদিকে সিলভারের দাম ০.১৪ শতাংশ বৃদ্ধি পেয়ে ১৭.৩৬ এ লেনদেন হয়েছিল। অন্যদিকে প্লাটিনাম ০.৭ শতাংশ বেড়েছে এবং প্লাডিয়াম ফ্ল্যাট অবস্থানে থেকে আউন্স প্রতি ৬৭৭,২২ ডলারে লেনদেন হয়েছিল।
আরো ফরেক্স সংবাদঃ
-
ডলার দ্বারা আক্রান্ত হয়ে, স্বর্ণের দাম ওঠানামা করছে!
[IMG]https://scontent-sit4-1.xx.fbcdn.net/v/t1.0-0/p261x260/15078902_1172665959437491_7438511772567383932_n.jp g?_nc_eui2=v1%3AAeF5kSgpf2Lcwi1wy5c4q3zBYLYGKvHaXI Gg0p8OnCKSPR6hQq5-K34o2nNpND1pTjN4Oh6PLTHYz2LITU5WBkI5EHLL_XwsU0d03k qkdOwLaQ&oh=d317b89f135f27db665d4fe92a5423ac&oe=58 C6F40E[/IMG]
মার্কিন যুক্তরাষ্ট্রে ডলার এর দুর্বল হবার কারণে স্টকমার্কেটে স্বর্ণের দাম লাভ এবং লোকসান মিলিয়ে ওঠানামা করছে। স্পট সোনা ট্রয় আউন্স প্রতি ০.০২% শতাংশ কমে ১২২৫.০৮$ ডলার হয়েছে।
গত সপ্তাহ ডোনাল্ড ট্রাম্প নির্বাচনের জয়লাভের পর অত্যন্ত মূল্যবান ধাতুটি ইকুইটি বাজারে পণ্যদ্রব্য হিসাবে পাঁচ মাসের মধ্যে দাম অত্যান্ত রুঢ়ভাবে নিচে নেমে যায়।
স্বর্ণের দাম বৃদ্ধির জন্য ফেডারেল রিজার্ভ এর পরবর্তী সিদ্ধান্তের জন্য অপেক্ষা করতে হবে। ফেড ফান্ড ফিউচার সিএমই অনুযায়ী ডিসেম্বরে এটা ৮৬ শতাংশ বৃদ্ধির সম্ভাবনার ইঙ্গিত দিয়েছিল।
ব্লুমবার্গ জেনেরিক এর মূল্য অনুযায়ী অবিলম্বে বাজারে সোনারূপার মুল্য ০.১ শতাংশ বৃদ্ধি পেয়ে আউন্স প্রতি ১২২৩.০৮ $ ডলারে লেনদেন হবে।
বিস্তারিত দেখুনঃ https://goo.gl/O6EpED