-
কথাটা একদম ঠিক কারন ফরেক্স মার্কেট এ যে সকল ফরেক্স ট্রেডার কম জেনে নিজেকে অনেক জেনেফেলেছি তাদের কাছে থেকে ফরেক্স মার্কেট এর বেশি কিছু শিখা যায় না তাই আমাদের উচিৎ ভাল বা দক্ষ ফরেক্স ট্ররডার এর কাছে থেকে ফরেক্স নুলেজ নিলে ফরেক্স থেকে ভাল অর্থ ইনকাম করা যায়
-
অল্প বিদ্যা মানুষ মনে করে তারা ফরেক্স এ অনেক কিছু জেনে । তাই বেশি ইনভেস্ট করে ট্রেড করে লস করে ।।ফলে কিছু প্রফিট করেই মনে করে ফরেক্সে অনেক দক্ষ হয়ে গেছে। আরও বেশী লাভ করতে চায়।ফলে তাদের অ্যাকাউন্ট ০ করে ফরেক্স থেকে বিদায় নেয়।
-
আসলেই আমরা যারা অল্প বিদ্যা নিয়ে বেশি বাড়া বাড়ি করি তাদের জন্যই এই কথাটির সৃষ্টি। জাক কাজের কথায় আসি ফরেক্স মার্কেটে জারা নতুন তারা যদি নিযেকে অনেক কিছু মনে করেন তাহলে অনেক ভুল করবেন। ফরেক্স মার্কেট একটি কঠিন মার্কেট এখান থেকে লাভ করা খুবই কস্টকর একটি বেপার।
-
হ্যা ফরেক্স মার্কেটে অল্প বিদ্যা ভয়ংকর । আমি আমার অনেক পোস্টে বলেছি যে, ফরেক্স কোন সহজ ব্যবসা নয় । ফরেক্স মার্কেট থেকে আপনাকে আয় করতে হলে ফরেক্স ভালভাবে শিখতে হবে । এর জন্য আপনাকে কমপক্ষে ১ থেকে ২ বছর সময় দিতে হবে । মার্কেটে নতুনেরা আন্দাজে ট্রেড করে কিছু লাভ করে মনে করে যে ফরেক্স অনেক সহজ একটি ব্যাপার । তাই সে আরও বিনিয়োগ করে । আর পরবর্তীতে ফলাফল আছে ব্যালেন্স শূন্য ।
-
অল্প বিদ্যা সব ক্ষেত্রেই ভয়ংকর এবং ফরেক্সে এটা আরো বেশী ভয়ংকর।ফরেক্সে ট্রেড করার আগে আপনাকে অবশ্যই আগে ভালোভাবে জানতে হবে বুঝতে হবে।মার্কেট এনালাইসিস,মানি ম্যানেজমেন্ট এইগুলা সম্পর্কে আপনার পরিস্কার ধারণা থাকতে হবে।অন্যথায় ট্রেড করা আপনার জন্য বিপদজনক হবে।
-
অল্প বিদ্যা সব জায়গাতেই ভয়ংকর । আবার অতিরিক্ত বিদ্যাও ফরেক্স মার্কেটে ভালো নয় । আপনি যদি ফরেক্স মার্কেটের সব জানেন তাহলে আপনি কখনোই ট্রেডে এন্ট্রি নিতে পারবেন না । আপনার সবথেকে বেশি যেটা দরকার ফরেক্স মার্কেটে সেটা হলো দক্ষতা ।
-
অল্প বিদ্যা ভয়ক্ঙরি। আপনি যদি এই ব্যবসায় ভাল লাভবান হতে চান তাহলে আপনাকে ভাল ভাবে জ্ঞান অর্জন করতে হবে। আপনাকে অনেক তথ্য সংগ্রহ করতে হবে। আপনাকে ট্রের্ডি অভিজ্ঞতা অর্জন করতে হবে। আমরা জানি যে আমরা যদি বিষধ ট্রেডিং অভিজ্ঞতা অর্জন করতে সক্ষম না হই তাহলে আমরা কখন ব্যবসায় সফল হতে পারবনা্। তাই আমাদের এই ব্যবসা ভালভাবে শিখতে হবে।
-
অল্প বিদ্যা ভয়ংকর। আমি কিভাবে ফরেক্স এর বেসি বিদ্যা অর্জন করতে পারি।আপনারা ফরেক্স এ কামন লাভ করেন আমিতো সুধু লস করি।আমি কিভাবে লস কোম করতে পারি। আপনারা কেউ জানলে আমাকে জানান।
-
শুধুমাত্র ফরেক্স বলে নয়,সব কাজের ক্ষেত্রেই অল্প বিদ্যা ভয়ঙ্কর। ফরেক্স মার্কেটে একমাত্র তারাই সফল হতে পারে যারা মার্কেট সম্পরকে অভিজ্ঞ,দক্ষ এবং মার্কেট সম্পরকে অনেক বেশি জ্ঞান রাখে। অভিজ্ঞতা,দক্ষতা,জ্ঞান ছাড়া ফরেক্স বিজনেসে সফল হওয়া সম্ভব নয়। মার্কেট সম্পরকে না জেনে,না বুঝে ট্রেড করলে লস হবে।
-
অল্প বিদ্যা ভয়ংকর এ কথাটি ফরেক্স ট্রেডিং িএ ক্ষেত্রে অনেক বেশি সত্য । অনেকেই আছে না জেনে বা অল্প কিছু জেনে কিছু লাভ করতে পারলেই নিজেকে মহা পন্ডিত মনে করা শুরু করে । আসলেফরেক্স বিষয়টা এতটা সহজ না । এর জন্য যথেষ্ট সময় এবং শ্রম দিতে হবে । আর সবচেয়ে বড় কথা শেখার আগ্রহ থাকতে হবে ।
-
আমি মনেকরি, কুনু কাজ এ অত সহজ নয়। আবার কুনো কাজ অত কঠিন নয়। ফরেক্স ভালো মত আনালাইসিস করতে পারলে নিয়মিত ডেমো প্রাকটিস করতে পারলে ফরেক্স অনেক টাই নিজের আয়ত্তে আসতে পারে। তবে এখেত্রে অন্তত দু তিন মাস ডেমো প্রাকটিস করা উচিত। ডেমোতে দক্ষ না হয়ে রিয়েল মানি ইনভেস্ত করা কুনো ভাবেই উচিত নয়।
-
অল্প বিদ্য সবসময় ভয়ংকর । কেননা অল্প বিদ্য দিয়ে আমরা কোন কাজ সফল হতে পারি না । আসলে অল্প বিদ্য দিয়ে কোন কাজেই আপনি পরিপূৃর্ণ সফলতা কিংবা রেজালট পাবেন না । আর একজন ডাক্তারের কথায় ধরুন সে যদি চিকিৎসা বিদ্যার পরিপূর্ণ জ্ঞান অর্জন না করে চিকিৎসা দেওয়া শুরু করে তবে সে কখনো পরিপূর্ণ ডাক্তার হতে পারবে না । ঠিক তেমনি শুধু ফরেক্সে বাই/সেল করে আমরা কেউ ট্রেডার হতে পারব না । এ জন্য আমাদেরকে অবশ্যই পূর্ণাজ্ঞ ফরেক্স নিযে পড়াশোনা করতে হবে ।
-
আপনি যদি এই ব্যবসায় ভাল লাভবান হতে চান তাহলে আপনাকে ভাল ভাবে জ্ঞান অর্জন করতে হবে। আপনাকে অনেক তথ্য সংগ্রহ করতে হবে। আপনাকে ট্রের্ডি অভিজ্ঞতা অর্জন করতে হবে। আমরা জানি যে আমরা যদি বিষধ ট্রেডিং অভিজ্ঞতা অর্জন করতে সক্ষম না হই তাহলে আমরা কখন ব্যবসায় সফল হতে পারবনা্। তাই আমাদের এই ব্যবসা ভালভাবে শিখতে হবে।
-
ফরেক্স ট্রেড করলেই যে বেশি টাকা আয় করা যায়। এই ভেবে অনেকে ফরেক্স এ ইনভেস্ট করে ট্রেড শুরু করে দেয়। কিন্তু কখনো ভাবে না যে এটা করার আগে বা যে কোন কাজ করার আগে সে সম্পরকে জানতে হবে। ফরেক্স ট্রেড না শিখে করলে এটা অত্যন্ত ভয়ংল্কর ই হওয়ার কথা।
-
অনেকে ফরেক্স সম্পর্কে সামান্য ধারনা নিয়ে ই নিজেকে ভাল বা দক্ষ ট্রেডার মনে করে এবং ট্রেড শুরু করে তাদের জন্য ফরেক্স ভাল ও হইতে পারে আবার খারাপ ও হইতে পারে। তাই আপনি যদি এই ব্যবসায় ভাল লাভবান হতে চান তাহলে আপনাকে ভাল ভাবে জ্ঞান অর্জন করতে হবে। আপনাকে অনেক তথ্য সংগ্রহ করতে হবে। আপনাকে ট্রের্ডি অভিজ্ঞতা অর্জন করতে হবে।
-
ফরেক্স থেকে লাভ করা যেমন কঠিন তেমনি টিকে থাকাটাও কঠিন , অনেকি আমরা সবচাইতে কমন কিছু ভুল করি সেটা হল ফরেক্স সম্পর্কে অল্প জ্ঞান লাভ করেই বড় ট্রেডার হতে চাই । ফরেক্স থেকে অল্প জ্ঞান নিয়ে উপার্জন করা সম্ভব না এতে হিতে বিপরীত হয় ,তাই অল্প বিদ্যায় না থেকে নিজেদের জ্ঞান প্রসারিত করিএবং বন্ধুদেরকেও বলি ।
-
অল্প বিদ্যা সব সময়ের জন্যই ভয়ংকার সেটা কাজের ক্ষেত্রে হোক বা পড়ালেখার ক্ষেত্রে হোক না কেন । অল্প বিদ্যার থেকে কিছু না জানাই ভালো । অনেকে কোন বিষয় সম্পর্কে সম্পুর্ন না জেনে অল্প কিছু জেনে কাজ করা শুরু করে দেয় । কিন্তু পরে কিভাবে কি করা যায় বা কি করতে হবে তা জানে না । যেমন অনেকে শুধু ফরেক্স থেকে টাকা আয় করা যায় একথা শুনে ফরেক্সে ঢুকে যায় , কিন্তু পরে আর পারে না বা কিকরা যায় । তখন তারা ফরেক্সে লস করে নিজেদের মনোভাবকে পালটে দেয় । কিন্তু সব জেনে ফরেক্সে কাজ করতে পারলে ফরেক্স থেকে অনেক টাকা আয় করা যায় ।
-
যদি আপনার ৫ টি ট্রেডের মধ্য ৪টিতে প্রফিট আর ১টিতে লস তখন আপনি ইনভেস্ট করতে পারেন । এর আগে দু একটি ট্রেডে প্রফিট হলেই মনে ন করা যাবে না যে আমি বেশি জেনেগোছি । তা হলেই ক্যাশ হারা্বার ভয় ।
-
হ্যা বন্ধু আপনি ঠিক বলে ছেন যে অল্প বিদ্যা ভয়ংকর অর্থাৎ কোন কাজ বা কোন পেশার ক্ষেত্রে কম জ্ঞান খুব ভয়ংকর আর ফরেক্স ট্রেডিংয়ের ক্ষেত্রে অল্প জ্ঞান বা দক্ষতা শুধু ভয়ংকর নয় বরং বেশ বিপদ জনক কারন এখনে ট্রেডিং সম্পর্কিত জ্ঞান এবং দক্ষতা অল্প থাকলে আপনার বিনিয়োগ কৃত টাকা সম্পুন্ন লিস হতে পারে এজন্য এখানে অল্প বিদ্যা লসের কারন, ধন্যবাদ।
-
ফরেক্স মার্কেট একটি বিশাল মার্কেট। এখানে অনেক শিখার আছে। কিন্তু অনেকে অল্প শিখে রিয়েল ট্রেড করতে যায়। পরে দেখা যায় কিছু ট্রেড ভাল করে আবার লস করে এভাবে চলতে থাকে। এবং আরো বেশী লাভের আসায় অনেক ইনভেস্ট করে ট্রেড করতে থাকে। একসময় দেখা যায় তারা একাউন্ট জিরো করে ফেলেছে। তাই ভাল ভাবে শিখে ট্রেড করা উচিত।
-
আমি আপনার সাথে একমত যে, অল্প বিদ্যা ভয়ক্ঙরি। আপনি যদি এই ব্যবসায় ভাল লাভবান হতে চান তাহলে আপনাকে ভাল ভাবে জ্ঞান অর্জন করতে হবে। আপনাকে অনেক তথ্য সংগ্রহ করতে হবে। আপনাকে ট্রের্ডি অভিজ্ঞতা অর্জন করতে হবে। আমরা জানি যে আমরা যদি বিষধ ট্রেডিং অভিজ্ঞতা অর্জন করতে সক্ষম না হই তাহলে আমরা কখন ব্যবসায় সফল হতে পারবনা্। তাই আমাদের এই ব্যবসা ভালভাবে শিখতে হবে।
-
:woo:হ্যা আমরা সবাই জানি যে আল্প বিদ্যা ভয়ংকর। কারন আপনি যদি কোন কাজ আল্প শিখে কাজটা করতে জান তাহলে আপনার এবং আপনার কাজের ক্ষতী হবে। তেমনি ভাবে ফরেক্সে যদি কেউ আল্প জ্ঞান আর্জন করে বলে আমি ফরেক্সে ট্রেড করতে পারব তাহলে সে নিশ্্চিত লস করবে। তাই সবাইকে বলি যারা ফরেক্সে নতুন তারা যেন ফরেক্স সম্পুর্ন শিখে তারপর রিয়্যেল একাউন্টে কাজ করে । তা না হলে লস করতে হবে।
-
আপনি যথার্থ ভালোই বলেছেন। ফরেক্স মার্কেটে অনেক ট্রেডার রয়েছে যারা অল্প জেনেই বড় বড় পুজি ডিপোজিট করে বড় লটে ট্রেড করে দুদিনে বড়লোক হতে চায়। মূলত এসব টৈডার রা ভালোভাবে ফরেক্স না শিখার কারনে এমন সমস্যা হয়। সুতরাং অল্প জেনেই বড় ভাবে ফরেক্সে ট্রেড করতে আসা খুবই খারাপ কাজ।
-
ফরেক্স ব্যাবসা খুবই রিস্কি।। ফরেক্স করতে হলে ফরেক্স সম্পরকে জানতে হবে।। ফরেক্স ট্রেডিং এ দক্ষতা লাভ করতে হবে। ফরেক্স শিখতে হলে মিনিমাম ৬ মাস ডেমো প্রাকটিস করতে হবে। কিন্তু ফরেক্সে অনেকেই ২, ৩ মাস ডেমো করার পরই রিয়েল ট্রেডিং শুরু করে দেয় এবং তাদের একাউন্ট হারায়।।
-
এমন অনেকে আছে যারা খুব অল্পতেই অল্প জ্ঞান ব্যবহার করেই রাতারাতি বড় হয়ে যেতে চায় ! আসলে এরকম যারাই করে বেশির ভাগ বড় ধরনের ক্ষতির সম্মুখীন হয়ে থাকে । আমরা যত বেশি লোভ করব তত বেশিই লুজার হব । আর লোভহীন ট্রেড করলে লাভবান হওয়ার সম্ভাবনা বেশি থাকে । তাই লক্ষ্য রাখতে হবে যেন নিজের সেরাটা দিতে পারি ,অর্থ্যাৎ খুব ভাল করে যেন দক্ষতা সৃষ্টি করতে পারি ।
-
ফরেক্সে অল্প বিদ্যা ক্ষতিকর হওয়ার প্রমানের সবচেয়ে উত্তম জায়গা। এখানে ৯৫% মানুষই লস করে এবং এর পেছনে অল্প ও অসম্পূর্ণ বিদ্যাই প্রধান কারণ। তাই এনালাইসিস করতে হবে খুব বেশি। প্রয়োজনীয় অপ্রয়োজনীয় যত বেশি জিনিস জানা যায় তত ভালো। এখানে জানার কোনো শেষ নেই কিন্তু শুরু আছে আর আছে জানার বিভিন্ন স্তর।
-
আসলে অল্প বিদ্য ভয়ংকর তখনই হবে যখন আমরা নিজেদের জ্ঞান ও মেধাকে অল্প জানা ও মানার মধ্য সীমাবদ্ধ রাখব । যে কোন ক্ষেত্রেই জ্ঞান অর্জণটা একটা অবিরাম প্রক্রিয়া । ফরেক্স একটা ব্যাপক বিষয় । তাই এখানে অল্প জেনেই যদি মনে করা হয় যে সব জেনে গেছি তবে সেটা আত্নবিধ্বংশী হবে । তাই আমি মনে করি যে ফরেক্স মার্কেটে টিকে থাকতে হলে আমাদেরকে জ্ঞান অর্জনে কোন বিরতি দেওয়া ঠিক হবে না ।
-
প্রতিটি কাজ সফলভাবে পরিচালোনা ও কাঙ্খিত লক্ষ্যে পৌছানোর জন্য পূর্ব পরিকল্পনা থাকতে হবে।ঠিক ফরেক্স মার্কেটে প্রতিটি ট্রেড সফলভাবে পরিচালোনা করার জন্য একটি সুন্দর প্ল্যানিং করতে হয়।ট্রেডিং প্ল্যান ছারা ফরেক্স মার্কেটে সফলতা লাভ করা খু কঠিন হয়ে দারায়।তাই ফরেক্স মার্কেটে ট্রেড ওপেন করার পূর্বে ঐ ট্রেডটি আপনার পক্ষে না বিপক্ষে যাবে এ বিষয়ে সঠিকভাবে বিশ্লেষণ করা,ট্রেডটি আপনার পক্ষে বা বিপক্ষে গেলে কত টাকা লাভ লস হবে এবং ট্রেডটি যুক্তি সংগত কিনা তা বিশ্লেষণ করে দেখতে হবে।এভাবে ট্রেডিং প্ল্যান করে ট্রেড করতে হবে।
-
অল্প বিদ্যা ভয়ংকর।কথাটি ফরেক্সের জন্য একেবারে ঠিক। কারন ফরেক্সে অল্প বিদ্যা দিয়ে ট্রেড করলে লস করবেন। অনেক নতুন ট্রেডার আছে যারা ফরেক্সে যোগ দিয়েই ট্রেড শুরু করে দেয় বা কিছু ট্রেড শিখে ট্রেড ওপেন করে বসে এবং লস করে নিজেদেরভ মুল্ধন হারিয়ে ফেলে।
-
ফরেক্স দু ধরনের মানুষ পাওয়া যায় বেশী। এক ধরনের মানুষ মনে করে এখানে নিমেষে লাখ লাখ ডলার কানো সমভব, অপর দল মনে করে এখানে আয় করা সম্ভবয় না। কিন্তু তা আসলে নয়। এখানে সব কিছুয় সম্ভব।
-
প্রত্যেক কাজেই অল্প বিদ্যা ক্ষতিকর .ফরেক্সে অল্প জেনে কাজ করা মানে নিজের ক্ষতি .আপনি ফরেক্স এর মাধ্যমে অনেক আয় করতে পারবেন তবে এর আগে আপনাকে ভাল করে জানতে হবে .আপনি ভাল করে ট্রেড করা শেখার পর আপনি ট্রেড করতে পারেন .অভিজ্ঞতা অর্জন ছাড়া বেশি বিনিয়োগ না করাই ভাল
-
আমরা জানি অল্প
বিদ্যা সব সময় ভঙ্কর ই হয়ে খাকে ।
অনেকে ফরেক্স সম্পর্কে সামান্য
ধারনা নিয়ে ই নিজেকে ভাল বা
দক্ষ ট্রেডার মনে করে এবং ট্রেড শুরু
করে । অল্প বিদ্যা নিয়ে কেউ যদি
ফরেক্স শুরু করে তাহলে তার লস
অনিবার্য তাই ভালভাবে জ্ঞান
অর্জন করে তবেই ফরেক্স শুরু করা উচিৎ।
-
ফরেক্স এমন একটি ব্যাবসা যেখানে আপনি যদি লাভবান হতে চান তাহলে আপনাকে ভাল ভাবে জ্ঞান অর্জন করতে হবে। আপনাকে অনেক তথ্য সংগ্রহ করতে হবে। আপনাকে ট্রের্ডি অভিজ্ঞতা অর্জন করতে হবে। আমরা জানি যে আমরা যদি বিষধ ট্রেডিং অভিজ্ঞতা অর্জন করতে সক্ষম না হই তাহলে আমরা কখন ব্যবসায় সফল হতে পারবনা্। তাই আমাদের এই ব্যবসা ভালভাবে শিখতে হবে।
-
আমার জানামতে অনেকেই ফরেক্সের কথা শুনেই একটু ধারণা নিয়েই ফরেক্স ট্রেড করতে আসে।তারা সামান্য প্রফিট করেই মনে করে ফরেক্সে দক্ষ হয়ে গেছে।এর ফলে তারা আর বেশী ইনভেস্ট করে আর বেশী লাভ করতে চায়।ফলশ্রুতিতে তারা তাদের অ্যাকাউন্ট হারিয়ে ফরেক্স থেকে বিদায় নেয়।
-
ফরেক্স মার্কেটে টিকে থাকতে হলে অল্প বিদ্যা অনেক ভয়ংকর হইয়ে দারাই,তাই ফরেক্স করতে হলে অনেক বেশি পড়াশুনা থাকতে হবে, বেশির ভাগ মানুষ ফরেক্স মার্কেটে লস করে অল্প বিদ্যা এর জন্ন,ফরেক্স এ তাঁদের অল্প বিদ্যা থাকার কারণে উলটা পালটা ট্রেড করে থাকে যার ফলে বার বার লস করে বসে, তাই আমি বলি ফরেক্স করতে হলে আমি নিজেকে প্রস্তুত করুণ.........।
-
অনেকে ফরেক্স সম্পর্কে সামান্য ধারনা নিয়ে ই নিজেকে ভাল বা দক্ষ ট্রেডার মনে করে এবং ট্রেড শুরু করেন তাদের জন্য ফরেক্স ভাল ফল দায়ক হবে না । তাই আপনি যদি এই ব্যবসায় ভাল লাভবান হতে চান তাহলে আপনাকে ভাল ভাবে জ্ঞান অর্জন করতে হবে। সামান্য জেনে ফরেক্স এ ট্রেড করতে গেলে ট্রেডারের বড় লস হয়ে ফরেক্স করার স্বপ্ন ঘুচে যেতে পারে।তাই আগে ভালো ভাবে জ্ঞান অর্জন তার পর ট্রেড।
-
অল্প বিদ্যা ভয়ংকর -- কথাটা যদিও অনেক শুনেছি। কিন্তু ফরেক্স এ এসে তার বাস্তবতা দেখলাম। আসলেই কথাটা সত্য। তাই কেহ অল্প বিদ্যা নিয়ে ফরেক্স এ রিয়েল ট্রেড করতে যাবেন না। আগে ফরেক্স ভাল ভাবে শিখুন তারপরে ফরেক্স করুন। তাহলে আপনি সফল হতে পারবেন আর না হলে আপনি আপনার বিনিয়োগ হারিয়ে ফেলবেন।
-
অল্প বিদ্যা নিয়ে কন কাজ করতে গেলে তাতে ধরা খেতে হয়। কথাই আছে অল্প বিদ্যা ভয়ংকর। ফরেক্স এ যারা অল্পবিদ্যা নিয়ে কাজ করতে আসবে তারা লস ছারা আর কিছু পাবেনা। ভাল করে ট্রেড জেনে ফরেক্স এ কাজ করতে হয়। ভাল করে ট্রেড জানলে ফরেক্স থেকে ভাল আয় করা যায়। তাই বলছি ভাল করে কাজ না শিখে কেও ফরেক্স এ কাজ করতে আসবেন না।
-
ফরেক্স ট্রেডিংয়ে অ্যাকাউন্ট একেবারে আপনি কি দুঃখ কস্ট বা আনন্দের জায়গা?হা, আমার জানামতে ফরেক্সে সুধু আনন্দই নায় কিছু দুঃখ আছে।তবে ধৈরয সহকারে ট্রেড করলে আমরা লাভ করতে পারি। যখন লস করবেন, তখনি আপনার দুঃখ হবে। যখন এ্যাকাউন্ট জিরো হয়ে যাবে তখন খুবই কষ্ট পাবেন। ঠিক তেমনি আবার যখন আপনি লাভের মুখ দেখবেন তখন আনন্দিত হবেন। তাই বলে ফরেক্স কে দুঃখ, কষ্ট কিংবা আনন্দের জায়গা বলা যাবে না। সব সময়ই মনে রাখতে হবে এটা একটা বিজনেস। জিরো হওয়ার পেছনে অবশ্যই ট্রেডিংয়ে অদক্ষতা এবং অনভিজ্ঞতাই দ্বায়ী তবে এটি
-
আমরা জানি প্রবাদ আছে অল্প বিদ্যা ভয়ংকর । ফরেক্সে যারা অল্প অভিজ্ঞতা অর্জন করে তারাই ফরেক্স মার্কেট থেকে বিদায় নেয় এবং তারা হতাশ হয়ে পরে । অল্প বিদ্যা অর্জন করে জীবনে কেউ সফলতা অর্জন করতে পারে না এবং ফরেক্স থেকে লাভবান হওয়া যায় না । তারা শুধু ফরেক্সকে ও নিজের ভাগ্যকে দোষ দেয় ।