-
ফরেক্স এ সুদ মুক্ত ও সুদ যুক্ত দুইটা একাউন্ট ই আছে। আপনি চাইলেই ফরেক্স এ সুদ মুক্ত একাউন্ট খুলতে পারেন। তার জন্য আপনাকে শুধু একাউন্ট খোলার সময় একটু খেয়াল রাখতে হবে। আপনাকে খেয়াল রাখতে হবে আপনি যখন একাউন্ট খুলবেন তখন সেটার ওই খানে সোয়াপ ফ্রি বলে একটা অপশন আসবে তখন ওই অপশনে ক্লিক করলেই আপনার একাউন্ট হনে সম্পূর্ণ সুদ মুক্ত।
-
ইসলাম ধর্মে সুদ নেওয়া বা দেওয়া দুইটাই নিষিদ্ধ। অামি মনে করি ফরেক্স করতে হলে সুদ মুক্ত একাউন্ট এ করাই সব থেকে ভাল হবে ।
-
এক কথাই বলতে পারি ফরেক্স এ আমার অ্যাকাউন্ট টি সুদ মুক্ত এবং আমি এটা থেকে নিসচিন্ত থাকতে পারি যে আমি হালাল ভাবে ফরেক্স করছি। কিছু আমার বন্ধু বলেছিল ফরেক্স হচ্ছে নন হালাল, তবে আমি তাকে সুদ সহ আর সুদ ছাড়া অ্যাকাউন্ট বুজিয়ে বলেছিলাম
-
মার্কেট এ দুই ধরনের একাউন্ট লক্ষ্য করা যায় একটি হলো সুদ যুক্ত একাউন্ট আরেকটি হলো সুদ মুক্ত একাউন্ট ।আমরা যারা মুসলিমরা আছি তাদের জন্য সুদ মুক্ত একাউন্ট টি সবচে বেশি ভালো মনে হয় ।কারণ ইসলাম ধর্মে সুদ নেওয়া বা দেওয়া দুইটাই নিষিদ্ধ । একজন মুসলিম হিসেবে আমি সুদ মুক্ত একাউন্ট এ ট্রেড করব । কারন যারা অমুসলিম তারা সুদ যুক্ত একাউন্ট ব্যাবহার করে থাকে সুদ যুক্ত একাউন্ট এতে করে তাদের ট্রেড এ লাভ হউক আর না হউক তাদের সুদ যোগ হতে থাকে ।
-
আমি মুসলিম। সুদ মুসলমানদদের জন্য হারাম। অনেক ব্রোকারেই সুদ বিহীন একাউন্ট নেই। ইন্সটাফরেক্সে সুদ যুক্ত ও সুদ মুক্ত দুই ধরনের একাউন্ট এর সুবিধাই রয়েছে। তাই আমি সুদমুক্ত একাউন্ট চালাই। নিজের ইনকাম নিজে করব, নিজে খেটে করব। সুদের কোন প্রয়োজন নেই। এই সুদের কারনেই ব্যাংকের মত প্রেস্টিজিয়াস জবের প্রতি আমি অনুরাগী নই।
-
আমি ফরেক্সে সুদমুক্ত একাউন্টেই ট্রেড করি । আমি একজন মুসলিম এবং আমার ধর্মের নির্দেশনা অনুসারে সুদের লেনদেন করা হতে বিরত থাকতে হবে । তাই ফরেক্সে বেশিরভাগ মুসলিম ট্রেডার রা সোয়াপ ফ্রি কিংবা সুদমুক্ত ট্রেড একাউন্টে ট্রেড করে থাকে । তাই আমিও সুদমুক্ত একাউন্টে ট্রেড করি । মুসলিমরা একাউন্ট ওপেন করার সময় লক্ষ্য রাখতে হবে যে সোয়া্প ফ্রি একটা অপশন থাকবে এবং এটাতে ক্লিক করে কানফার্ম করলে আপনার ট্রেডিং এর যাবতিয় লেনদেন হবে সুদমুক্ত ।
-
সুড আমাদের জন্য হারাম ।আমি একজন মুসলমান তাই আমি সুদ মুক্ত একাউন্ট এ ট্রেড করব । কারন যারা অ-মুসলিম তারা ব্যাবহার করে থাকে সুদ যুক্ত একাউন্ট এতে করে তাদের ট্রেড এ লাভ হউক আর না হউক তাদের সুদ যোগ হতে থাকে ।
-
ফরেক্স এ আমরা সুদ মুক্ত একাউন্ট খুলতে পারি। তবে সুদ মুক্ত একাউন্ট খোলার সময় নজর দিতে হবে যেন সুদ মুক্ত একাউন্ট আমরা খুলতে পারি। একাউন্ট ওপেন করার সময় অবশ্যই লক্ষ্য রাখবে ওখানে একটি অপশন দেওয়া থাকে সোয়াপ ফ্রী নাম। আমরা একাউন্ট ওপেন করার সময় যেন এই দিকে লক্ষ করি। যদি আমরা সোয়াপ ফ্রী নামে ক্লিক করি তাহলে আমাদের একাউন্টাটা হবে সম্পুরন সুদ মুক্ত।
-
আমি এখনও সিওর না যে অমুসলমান হিসেবে আমি সুদমুক্ত একাউন্ট খুলতে পারি কি না বা খুললেও পরবর্তীতে কি হতে পারে। কারণ Swap Free অপশনের সাথেই লেখা থাকে Are you Muslim?। আমি ভারতীয় অমুসলিম হিসেবে কি Swap Tree একাউন্ট খুলতে পারি?
-
মুক্ত। আমি কখনই সুদ পছন্দ করি না এবং আমি সকলকে বলতে চাই যে, আপনারা যখন একাউন্ট খুলবেন তখন সুদ মুক্ত করে খুলবেন। তবে সুদ যুক্ত একাউন্ট এবং সুদ মুক্ত একাউন্ট খোলা না খোলা পুরটাই আপনার উপর নির্ভর করে। কিন্ত আমি ব্যক্তিগত ভাবে আপনাকে অনুরোধ করতে চাই যে আপনি যথন লাইভ একাউন্ট খুলবেন তখন তাহা সুদ মুক্ত করে করবেন এবং এ ব্যপারে সকলকে সাহায্য করবেন। আামার জানা মতে কোন ধর্মই সুদকে সমর্থন করে না।
-
সুদকে ইসলাম হারাম করেছে। আপনি সুদকে ত্যাগ করতে পারবেন। সেই জন্য আপনাকে একাউন্ট খুলার সময় সোয়াপ ফ্রি নামক একটা অপশন থাকে, সেই অপশনটি রেখে একাউন্ট খুলতে হবে।তাহলেই আপনার একাউন্ট সোয়াপ মুক্ত থাকবে।
-
হ্যা আমার একাউন্ট সুদমুক্ত আমি সুদযুক্ত একাউন্ট ব্যবহার করতে চাই না। আমি মুসলমান আর আমেদের ধর্মে সুদকে হারাম বলা হয়েছে তাই আমি সুদমুক্ত একাউন্ট করেছি।
-
হ্যাঁ আমি মনে করি আমার একাউন্ট সুদ মুক্ত। কারন আমি মনে করি সুদের কারনে ব্যবসায়ে অনেক সময় অধিক লাভ হয় আবার অনেক সময় ব্যালান্স জিরো হয়ে যায়। তাই ব্যবসায়ে লস এড়াতে সব সময় সুদ মুক্ত একাউন্ট করতে হবে।
-
আমি একজন মুসলমান তাই আমি সুদ মুক্ত একাউন্ট এ ট্রেড করব । আমরা হলাম মুসলিম জাতি আমাদের ধর্মে সুদ নেয়া ও দেয়া সমান অপরাধ। আমি মনে করি প্রতিটি মুসলমানের উচিৎ এই বিষয় তাকে নজর এ রাখা। আমি আশা করবো আমরা সবাই এটাকে অনেক সহজ ভাবে নিবো। এবং অ্যাকাউন্ট করার সময় সুদ মুক্ত করে নিবো।
-
হ্যা, যারা মুসলিম ধর্মানুসারী আছেন তাদের জন্য সুদ হারাম। তাই ব্রোকারের আমাদের কথা ভেবে সোয়াপ ফ্রি বা সুদমুক্ত একটা অপশন রেখেছে। তাই আমার মতে আমরা যারা প্রাকটিশিং বা ননপ্রাকটিশিং মুসলিম আছি তাদের উচিত এই সুবিধা নেওয়া। এটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত মতামত।
-
ফরেক্স মার্কেট এ আমরা একাউন্ট করি সুদ যুক্ত আর সুদ মুক্ত,কিন্তু আমি ফরেক্স মার্কেট এ একাউন্ট করেছি সুদ মুক্ত,আমার একাউন্ট ইসলামিক একাউন্ট, সুদ খাওয়া ভাল না তাই আমি আমার ফরেক্স মার্কেট এর একাউন্ট করি সুদ মুক্ত,যা প্রফিট হয় তা ভাল।
-
সুদ কাওয়া ইসলামিক দৃস্টিতে হারাম। কিন্তু ফরেক্স মার্কেটে একটা অপশন দেওয়া আছে আপনি ইচ্ছে করলে ফরেক্স ট্রেড করতে সুদ গ্রহন করতে পারে অথবা নাও নিতে পারেন। আমার একাউন্ট ওপেন করেছি সুদ মুক্ত,সুদ আমার একদম ভাল লাগেনা।
-
আপনি যদি মুস্লিম হন তাহলে আপনার সুদ হারাম আর এই জন্য আপনাকে সুদ চারতে হভবে এবং সুদ চারা চলতে হবে । আর এই জন্য আপনি সত্রক থাকতে হবে। আকাউন্ট সুদ মুক্ত রাখতে হবে । ফরেক্স এ আকাউন্ট করার সময় চাইলে আপনি আপনার আকাউন্ট সুদ মুক্ত রাখতে পারবেন । আপনি যখন আকাউন্ট ওপেন করবেন থকন খেয়াল রাখবেন আকাউন্টের পাশে একটা অপশন আসবে সয়াপ ফ্রী নামক অই তাই যদি আপনি ওকে দেন তাহলে আপনার আকাউন্ট সুদ মুক্ত হবে ।
-
হা আমার অ্যাকাউন্ট সুদ মুক্ত। আমি আমার অ্যাকাউন্ট সোয়াপ ফ্রী করেছি। আমি এতে অনেক খুসি। আমি জানি যে সুদ নেওয়া হারাম আর আমি চাই না আমার অ্যাকাউন্ট সুদ এর লেন দেন হোক। আপনারা সবাই সুদ মুক্ত অ্যাকাউন্ট করেন।
-
হ্যা আমরা যারা মুসলমান তাদের অবশ্যই উচিত ফরেক্স মার্কেটে সোয়াপ ফ্রি একাউন্ট খুলা । ইসলাম ধর্মে সুদ নেওয়া এবং দেওয়া দুইটি হারাম । তাই আপনি অবশ্যই আপনার ট্রেডিং একাউন্ট খূলার সময় সোয়াপ ফ্রি নামক অপশনটিতে ক্লিক করে সুদমুক্ত একাউন্ট করে নিন ।
-
যেহেতু আমরা মুসলিম সেহেতু অবশ্যই আমদেরকে সুদমুক্ত একাউন্ট এর ব্যবস্থ রাখতে হবে । কেননা সুদযুক্ত একাউন্ট এর মাধ্যমে আমরা ইসলামিক অর্থনীতি সমর্থন করে না । তাই প্রতিটা মুসলিম যখন নিজেদের একাউন্ট খুলবেন তখন দেখতে পাবেন যে এখানে একটা অপশন থাকে সোয়াপ তথা সুদমুক্ত একাউন্ট এর ব্যাপারে । তাই এটাসে সিলেক্ট করেই একাউন্ট ওপেন করতে হবে ।
-
পনি চাইলেই পারবেন সুদ মুক্ত একাউন্ট এর মাধ্যমে ট্রেড করতে এ জন্য ।আমরা হলাম মুসলিম জাতি আমাদের ধর্মে সুদ নেয়া ও দেয়া সমান অপরাধ তাই আমি মনে করব এই রকম কাজ থেকে নিজেকে দূরে সরিয়ে রাখা অনেক ভাল ফরেক্স করতে হলে সুদ মুক্ত একাউন্ট এ করাই সব থেকে ভাল হবে বলে আমি মনে করি ।
-
আল্লাহতা ‘আলা সুদকে হারাম করেছেন। তাই আমি সুদ মুক্ত একাউন্ট করেছি। আশা করি ফোরাম একাউন্ট থেকে যদি প্রফিট বের করতে পারি তাহলে তা সোয়াপ ফ্রি একাউন্টে ট্রান্সফার দিয়ে নিজস্ব একটি ফান্ড তৈরি করব এবং ট্রেড করব। নিজস্ব ফান্ডে ট্রেড করার মজাই আলাদা।
-
ফরেক্স কে অনেক ধন্যবাদ যে তারা মুসলিম দেশ কে ট্রেড করার জন্য সুদ মুক্ত অপশন রেখেছেন। নতুবা আমরা ট্রেড করা সম্ভব ছিল না।।কারন মুসলিম দের সুদ খাওয়া হারাম।
-
ফরেক্স মার্কেটে আমার একাউন্ট সুদ মুক্ত। ফরেক্স মার্কেটে সুদ মুক্ত ট্রেড করা যায় এটা আমাদের জন্য সবচেয়ে বড় সুযোগ। ফরেক্স মার্কেটে যে কেই ট্রেড করতে পারে কারন এটা সুদ মুক্ত ব্যাবসা।
-
আমার এ্যাকাউন্ট অবস্যই সুদ মুক্ত কারন একজন মুসলমান হিসাবে এটাই সাভাবিক । প্রত্যেক মুসলমানের উচিত সুদ থেকে বিরত থাকা । সুদ অত্যন্ত গোনাহের কাজ একাজ থেকে সকল মুসল মানের বেচে থাকা উচিত ।
-
হ্যা ভাই আমার একাউন্ট সুদ মুক্ত , আমি এই বিষয়ে খুব সচেতন । আমি একজন মুসলমান তাই আমি সুদ মুক্ত একাউন্ট এ ট্রেড করি । মুসুল্মান্দের জন্য সুদের লেন্দেন হারাম। ফরেক্সে আপনি চাইলে সুদ নিতে পারেন, সেক্ষেত্রে আপনার ফরেক্স বিজনেসটা হবে হারাম। যারা অমুসলিম তারা ব্যাবহার করে থাকেন সুদ যুক্ত একাউন্ট । তাই মুসলিম ভাই ও বোনেরা ফরেক্স অ্যাকাউন্ট খোলার সময় অবশ্যয় সোয়াপ ফ্রী ( সুদ মুক্ত ) করবেন।
-
আমি জতদুর যানি একমাত্র ফরেক্স এই সুবিধা দিয়ে থাকে । অন্য কোন ব্যাবসার মধ্যে এই সুবিধা আছে কিনা আমি ভালো ভাবে জানিনা , তবে ফরেক্স এ সুদ্মুক্ত ব্যাবসা করা যায় । আমি যখন আমার একাউন্ত রেজিস্ত্রেশন করি তখনি আমি সুদ মুক্ত পন্থা বেছে নিয়েছি । তাই আমি ফরেক্স এ সুদ মুক্ত ব্যাবসা করতে পারি । আমরা অনেকেই সুদ্মুক্ত ব্যাবসা পছন্দ করি ।
-
আমি ফরেক্স মার্কেটে যে একাউন্টটা করছি তা সুদমুক্ত। কারন সুদ নেওয়া এবং দেওয়া দুটিই অপরাদ তাই আমি ফরেক্স মার্কেটে ট্রেড করার জন্য ভাল করে ট্রেড করি যাতে আমার লস না হয়। আর আপনি যদি সুদ নিয়ে ফরেক্স মার্কেটে ট্রেড করতে চান তাহলেও আপনি তা করতে পারবেন।
-
আমি একজন ফরেক্স ট্রেডার হলেও একজন মুসলমান *সে কারনে সুদ মূক্ত একাউন্ট ওপেন করেছি ।বর্তমানে আমি যে একাউন্টে কাজ করছি তা র্পোটাল ফোরাম একাউন্ট তৈরী করেছি আশা করছি তা এ্ ি ফোরামের সাথে সংযুক্ত করব এবং রিয়েল ট্রেডিং একাউন্টে ট্রেড করার মজা গ্রহন করব।
-
মি একজন মুসলমান তাই আমি সুদ মুক্ত একাউন্ট এ ট্রেড করব । কারন যারা অমুসলিম তারা ব্যাবহার করে থাকে সুদ যুক্ত একাউন্ট এতে করে তাদের ট্রেড এ লাভ হউক আর না হউক তাদের সুদ যোগ হতে থাকে । তাই আমি সুদ মুক্ত একাউন্ত খুলেছি সয়াপফ্রী এই একাউন্ট এ আমি কখনই সুদ দেখব না কারন আমার একাউন্ট সম্পুর্ন সুদ মুক্ত একটি একাউন্ট ।
-
ফরেক্স মার্কে চাইলেই পারবেন সু মুক্ত একাউন্ট এর মাধ্যমে ট্রেড করতে এ জন্য । যা দরকার হবে তা হল একাউন্ট ওপেন করার সময় অবশ্যই লক্ষ্য রাখবে ওাখনে একটি অপশন দেওয়া াকে সোয়াপ ফ্রী নামক । আপনি যদি ওখানে সয়াপ ফ্রী একাউন্ট ওপেন করেন তাহলে আপনার একাউন্ট হবে সম্পুর্ন ভাবে সুদ মুক্ত ।
-
ফরেক্স মার্কেটে সাধারণত অান্তর্জাতিক মার্কেটে হওয়াতে এখানে অনেক ধরনের নীতি প্রচলিত অাছে এবং এখানের লেনদেনগুলোতে সুদযুক্ত থাকে । যার কারণে ফরেক্স মার্কেটে প্রেকটিসিং মুসলিমরা সুদ থেকে বেঁচে থাকার জন্য এখানে ট্রেড করত না । তবে বর্তমানে অনেক মুসলিম ট্রেড করছে কিছু ফরেক্স ব্রোকারের সহতায়াই । সে সব ব্রোকার সুদমুক্ত ট্রেডিং এর সুবিধা প্রদান করছে ।
-
আমি মনে করি আমার একাউন্ট সুদ মুক্ত একাউন্ট না । ফরেক্সে ব্যবসা করতে হলে সেখানে কাজ করে লাভ করতে হয় আর সেই লাভের টাকা হয় আয় । আর লাভ মানেই সুদ , তাই আমি মনে করি ফরেক্স ব্যবসা সুন মুক্ত নয় এবং আমার একাউন্টও সুন মুক্ত নয় । ফরেক্সে সবাই আসে কাজ করে টাকা আয় করতে সুদের হিসাব করতে নয় । তাই আমিও ফরেক্সে কাজ করি লাভের আশায় যেন আমি ও ভাল লাভ করতে পারি ফরেক্স থেকে ।
-
আমার একাউন্ট সুদ মুক্ত , করণ আমি সুদযোক্ত একাউন্ট এ ট্রেড করি না । আমি একজন মুসলিম সুদ খাওয়া আমাদের জন্য হারাম । ইসলাম সমর্থন করে এমন কিছু করতে চান তাহলে অবশ্যই একাউন্ট খলার সময় সুদ মুক্ত একাউন্ট নির্ধারণ করুন আপনে ।
-
হ্যা আমার একাউন্ট সুদমুক্ত কারন আমি একজন মুসলমান তাই আমি সুদ মুক্ত একাউন্ট এ ট্রেড করব । কারন যারা অমুসলিম তারা ব্যাবহার করে থাকে সুদ যুক্ত একাউন্ট এতে করে তাদের ট্রেড এ লাভ হউক আর না হউক তাদের সুদ যোগ হতে থাকে । তাই আমি সুদ মুক্ত একাউন্ত খুলেছি সয়াপফ্রী এই একাউন্ট এ আমি কখনই সুদ দেখব না কারন আমার একাউন্ট সম্পুর্ন সুদ মুক্ত একটি একাউন্ট ।
-
আমি ফরেক্স মার্কেটে একদমই নতুন।আমিও সুদমুক্ত একাউন্ত ব্যবহার করি।কারন আমি মনে করি সুদ দেওয়া ও নেওয়া দুটোও পাপ।আমি ব্যবসা করতে চাই সথপথে।আমি বাংলা ফোরাম সাইটে পোস্ট করি আর সেখান থেকে যা বোনাস পায় তা দিয়ে রিয়েল একাউন্টে ট্রেড ওপেন করি।
-
সুদমুক্ত অ্যাকাউন্ট অনেকেই করতে স্বাচ্ছান্দ্যবোধ করে আমি নিজেও ফরেক্সে ট্রেড করার জন্য যে অ্যাকাউন্ট খুলি সেটিও সব সময় সুদমুক্ত করে নেই এটি করা খুবই সহজ অ্যাকাউন্ট খোলার সময় "সোয়াব ফ্রি" করে নিলেই আপনার ট্রেডিং অ্যাকাউন্টটি পুরোপুরি ভাবে সুদমুক্ত হয়ে যাবে।
-
ব্যক্তিগতভাবে আমি সব সময় ফরেক্স মার্কেটে সুদ মুক্ত একাউন্ট ব্যাবহার করি কারন সুদ মুক্ত একাউন্ট ব্যাবহার আমাদের মুসলমানদের জন্য একান্ত আবশ্যক কারন আমরা কেউ জেনেন শুনে কখনই হারাম কিছু গ্রহন করব না তাই আমাদের কে সুদ গ্রহন করা থেকে সব সময় বিরত থাকতে হবে তাহলে আমরা এখানে ভাল লাভবান হতে পারবো।
-
হ্যা ভাই আমার একাউন্ট সুদ মুক্ত। আমার এই ফরেক্স একাউন্ট এ *সুয়প এর যে সেলটা আছে তা আমি আগে চালু করেছিলাম। তখন আমার প্রত্যেকটা ট্টেড এ সুয়প এ মানে সুদ নিত। তাই আমি সুয়পটা বন্দ করে দিয়েছি।