ফরেক্স এ যারা নতুন আসেন তারা কিছু দিন ডেমো ট্রেড করেই মনে করেন এটা হয়ত টাকার কোন খনি এবং তখনি তার ভিতরে লোভ এত বেড়ে যায় যে তখন সে না বুঝে শুনেই লাইভ ট্রেডিং শুরু করে, নতুন নতুন লাভ হয় ত বটেই কিন্তু সেই লাভ তারা ধরে রাখতে পারে না, কিছু দিন পরে তাদের একাউন্ট জিরো হয়ে যায় তখন তারা ফরেক্স থেকে ছিটকে পড়ে ।