আমি একজন নতুন ট্রেডার । আমার ফরেক্স সর্ম্পকে ধারনা কম । আমি ইন্সটাফরেক্স এর মাধ্যমে ট্রেডিং করা শুরু করেছি ।
Printable View
আমি একজন নতুন ট্রেডার । আমার ফরেক্স সর্ম্পকে ধারনা কম । আমি ইন্সটাফরেক্স এর মাধ্যমে ট্রেডিং করা শুরু করেছি ।
আমি এখন পর্যন্ত ইন্সটাফরেক্স ছাড়া অন্য কোন ব্রোকারের আন্ডারে কাজ করিনি। ফরেক্স মার্কেটে অনেক ধরনের ব্রোকার রয়েছে। এগুলোর মধ্যে ইন্সটাফরেক্স ব্রোকার আমার কাছে সবথেকে বেস্ট ব্রোকার বলে মনে হয়েছে। ইন্সটাফরেক্স হলো এশিয়া মহাদেশের সর্ববৃহৎ ব্রোকার হাউজ। সব ধরনের ব্রোকারেরই পেমেন্ট নিয়ে কিছু না কিছু নেগেটিভ রেকর্ড রয়েছে। সেই হিসেবে ইন্সটাফরেক্সের কোন নেগেটিভ রেকর্ড নেই। ইন্সটাফরেক্স পৃথিবীব্যাপী দক্ষ ট্রেডার তৈরি করতে যে প্রায়াস চালিয়ে যাচ্ছে সেটা আর কোন ব্রোকারের পক্ষে এখন পর্যন্ত করা সম্ভব হয়নি। দক্ষ জনবল তৈরি করতে ইন্সটাফরেক্সের বোনাস ট্রেডিং কার্যক্রম নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। যেটা আর কোন ব্রোকারের পক্ষে করা এখন পর্যন্ত সম্ভব হয়নি। তাই নিঃসন্দেহে বলা যায় ফরেক্স ট্রেডিং এর জন্য ইন্সটাফরেক্স সবচেয়ে বিশ্বস্ত এবং নির্ভরযোগ্য ফরেক্স ব্রোকার।
ফরেক্স মার্কেটে আমি নতুন ফরেক্স ট্রেডার তাই আমি ফরেক্স মার্কেটে ডেমো একাউন্ট করেছিলাম কয়েক টি ব্রোকারে,।বর্তমান আমি এশিয়ার মাঝে ভাল ফরেক্স ব্রোকার ইন্সট্রা ফরেক্স ব্রোকারে লাইভ একাউন্ট করে ট্রেডিং করে যাচ্ছি যাতে করে ফরেক্স মার্কেটে ভাল ট্রেডার হতে পারি।অনেক ব্রোকার সাইট আছে যে প্রথমে অনেক লোভ দেখিয়ে আপনাকে ডিপোজিট করতে বলবে কিন্তু ডলার উইঠড্র করার সময় ঝামেলা করবে।তাই আমি মনে করি যে ইনিস্তা ফরেক্স এশিয়ার জন্য বিশ্বস্ত একটা ব্রোকার সাইট এখানে আপনি কাজ করতে পারেন।
২০১৩ ইং সাল হতে গত ৪ বছর যাবৎ ইন্সটা ফরেক্সেই নিয়মিত রিয়েল ও ডেমো ট্রেড করে আসছি ৷ এর ফাঁকে অনেক গুলো ব্রোকারে কিছু কিছু ট্রেড করেছি তবে ঘুরে ফিরে এই ইন্সটা ফরেক্সেই নিয়মিত ট্রেড করি৷ইন্সটা ফরেক্সে অনেকগুলো ডেমো কনটেস্ট আছে এগুলোর কয়েকটাতে নিয়মিত ট্রেড করে করে নিজের দক্ষতা বৃদ্ধি করি নিজের পারফরমেন্স যাচাই করি,ভূলগুলো সংশোধন করি৷এছাড়াও ইন্সটা ফরেক্স ব্রোকারে আমি ব্যাক্তিগত স্বাচ্ছন্দ্য বোধ করি ৷
আমি এই সময়ে কয়েক দিনের জন্য ফরেক্স এক্সচেঞ্জের বিনিময় করছি। আমি বেশ কিছুক্ষণ ধরে ইন্সটাফরেক্সের আদান প্রদান করছি এবং আমি ইন্সটাফরেক্সের মাধ্যমে নগদ আনছি। তাদের হেল্পলাইনটি যথেষ্ট বেশি দক্ষ এবং ব্যবস্থাগুলি দ্রুত অ্যাক্সেসযোগ্য।
আমি ইন্সটাফরেক্স ব্রোকারদের সাথে ফরেক্স ব্যবসায় বাণিজ্য করি। এবং আমি মনে করি আপনি যদি ফরেক্স মার্কেটে অর্থের বাণিজ্য করতে চান তবে আপনাকে একটি ভাল ব্রোকার চয়ন করতে হবে। কারণ দালালদের আমানত হিসাবে আমানত রয়েছে। সুতরাং আমি মনে করি ইন্সটাফরেক্স ব্রোকার আমাদের পক্ষে ভাল।
আমি শুধু ইন্সটাফরেক্স ব্রকারেই টেডিং করি।ব্রকার নিবাচনে বেশ কিছু দিক ফলো রাখতে হয়।আর ইন্সটাফরেক্স ব্রকার খুবিই ভাল এবং সহজ ভাবে টেডিং করা যায়।
আমি তখন থেকেই কোনও ইনস্টফোরেক্স ব্রোকারের হয়ে কাজ করছি। যেহেতু আমি অন্য কোনও ব্রোকারের সাথে কাজ করি না, তাই আমি এই ব্রোকারের সাথে কাজ করতে স্বাচ্ছন্দ্যবোধ করি। আমার জন্য এটি অনেক ভাল ব্রোকার।
ফরেক্স বিজনেসে ট্রেড করতে গেলে অবশ্যই আপনাকে ভাল ব্রোকার নির্বাচন করতে হবে। ব্রোকারদের কাছে আমাদের ডিপোজিট আমানত হিসেবে থাকে। আমার কাথে মনে হয়েছে সব থেকে ভাল ব্রোকার হল ইন্সটাফরেক্স ব্রোকার। এছাড়া আয়রণ ফরেক্স ব্রোকারটাও বেশ ভাল। আমি নিজে ইন্সটাফরেক্স এ ট্রেডিং করে আয় করি। এটা এশিয়ার নাম্বার ওয়ান এবং বিশ্বস্ত ব্রোকার।যে সুবিধা পাবেন তা অন্য ব্রোকার এ পাবেন না তারপর ইন্সটাফরেক্স এ অনেক কম ডলার দিয়েও ট্রেড করা যায় পিপ্স বুঝতে অনেক সুবিধা হয় ইন্সটাফরেক্স এ আরও অনেক সুবিধা পাওয়া যাই যা অন্য ব্রোকার এ পাওয়া যায় না
আপনাকে অবশ্যই একটি ভাল ব্রোকার নির্বাচন করতে হবে। কারন আপনি এমনি এমনিই কোন ব্রোকারে কাজ করতে পারবেন না আপনি যে ব্রোকারেই কাজ করুন সেখানে আপনার ডিপোজিট করা লাগবে। আমি ইন্সতাফরেক্স ব্রোকারে কাজ করি। এতে ব্যবসা করার জন্য অনেক ব্রোকার আছে। আমি তার মধ্য থেকে ইনস্টা ফরেক্স কেই বেছে নিয়েছি। আমার কাছে এটি অনেক বিশ্বস্ত এবং ভালো মানের ব্রোকার।
নেট দুনিয়ায় অনেক ফরেক্স ব্রোকার রয়েছে। আমার জানা মতে অনেক ফরেক্স ব্রোকার রয়েছে। আমার সব থেকে পছন্দের ব্রোকার হচ্ছে ইন্সটাফরেক্স। আমি সর্বপ্রথম ইন্সটাফরেক্স এ জয়েন করে ফরেক্স করা শুরু করেছিলাম। আর কোন ফরেক্স এ জয়েন করি নি আমি। তবে আমি কিছু কিছু ব্রোকার একটু দেখছিলাম কিন্তু আমি যেটা দেখলাম যে সব ব্রোকার থেকে ইন্সটা ফরেক্স ইজি বেশী এবং ঝুকি থাকলেও অন্যান্য ব্রোকার থেকে অনেকটা ঝুকি এড়ানো যায়। আমি ইন্সটা ফরেক্স আছি, ছিলাম এবং থাকব।
ফরেক্স বিজনেসে ট্রেড করতে গেলে অবশ্যই আপনাকে ভাল ব্রোকার নির্বাচন করতে হবে। ব্রোকারদের কাছে আমাদের ডিপোজিট আমানত হিসেবে থাকে। আমার কাথে মনে হয়েছে সব থেকে ভাল ব্রোকার হল ইন্সটাফরেক্স ব্রোকার। এছাড়া আয়রণ ফরেক্স ব্রোকারটাও বেশ ভাল। আমি নিজে ইন্সটাফরেক্স এ ট্রেডিং করে আয় করি। এটা এশিয়ার নাম্বার ওয়ান এবং বিশ্বস্ত ব্রোকার
ইন্সটাফরেক্স এশিয়ার মধ্যে নাম্বার ওয়ান এবং এই ব্রোকারের অনেক সুনাম আছে। ত এবং instaforex যার মাধ্যমে আমরা ফরেক্স মার্কেটে ট্রেড করার সুযোগ পাচ্ছি আসলে instaforex খুবই ভাল একটি ব্রোকার হাউজ।আমি নিজে ইন্সটাফরেক্স এ ট্রেডিং করে আয় করি। এটা এশিয়ার নাম্বার ওয়ান এবং বিশ্বস্ত ব্রোকার।ফরেক্স বিজনেসে ট্রেড করি আমি ইনেস্টাফরেক্স ব্রোকারে।আর আমি মনে করি বেদেশিক মূদ্রার বাজারে ট্রেড করে আয় করতে হলে অবশ্যই আপনাকে ভাল ব্রোকার নির্বাচন করতে হবে।কারন ব্রোকারদের কাছে আমাদের ডিপোজিট আমানত হিসেবে থাকে।তাই আমি মনে করি ইনেস্টাফরেক্স ব্রোকার আমাদের জন্য ভালো।
আগে ফরেক্স ব্রোকার সাইট নির্বাচন করা উচিত।কোন ব্রোকার সাইটটি ভাল ঠিক মত পেমেন্ট করে কিনা, পেমেন্ট নিয়ে কোন ঝামেলা করে কিনা সব দেখে শুনে ইনভেস্ট করতে হবে,অনলাইনে অনেক ব্রকার সাইট আছে যে গুলা আপনাকে বিভিন্ন অফারের কথা বলে ইনভেস্ট করাবে এবং পেমেন্টের সময় ঝামেলা করবে।এটা ছাড়াও এই ব্রোকার আপনাকে আমাকে এখানে আরেকটি বিশেষ সুবিধা দিয়েছেন সেটা হলো এখানে এই ফোরামে জ্ঞান অর্জনের পাশাপাশি আমরা এখান থেকে প্রতিটি পোস্টের জন্য ২০ সেন্ট করে পাচ্ছি, যেটা দিয়ে আমরা এখানে ট্রেড করে প্রফিটও নিতে পারছি। তাই আমি এখানেই ট্রেড করি।
আমি ফরেক্স এ নতুন। তাই আমি ফরেক্স ভাল বুঝি না। তবে আমি অন্নের কাছ থেকে যে টুকু শুনছি তা হল ইন্সটাফরেক্স ব্রোকার। এই টা সব তকে ভাল। এছাড়া আরও অন্নও ব্রোকার ও ভাল। তাই আমি মনে করি যে ইন্সটাফরেক্স ব্রোকার করা আমদের জন্য ভাল।ফরেক্স মার্কেটে আপনাকে ব্যবসা করতে হলে ব্রোকারের মাধ্যমেই করতে হবে। বর্তমানে ফরেক্স এ ইনভেস্ট করার জন্য বহু ব্রোকার রয়েছে কিন্তু সব ব্রোকার আপনাকে ভালো সুবিধা দিতে পারবে না। আমি ইন্সটা ফরেক্স ব্রোকারে ট্রেড করি। আমি এ ব্রোকারে ট্রেড করে অনেক সুবিধা পাই এবং এটি আমার কাছে অনেক বিশ্বস্ত তাই আমি এই ব্রোকারে ট্রেড করি।
ব্রোকার নির্বাচন খুবই গুরুত্বপুরন। ভালো ব্রোকার নির্বাচন করে ট্রেড করলে আপনার সফলতার হার বেড়ে যাবে এবং আপনার একাউন্টও সুরক্ষিত থাকবে।ফরেক্সে ব্রোকারের অভাব নেই। এই বিপুল পরিমান ব্রোকারের ভেতর থেকে সঠিক ব্রোকার নির্বাচন করে ট্রেড করতে হয়। তানাহলে পস্তাতে হয়। ফরেক্সের ব্রোকার গুলোর মাঝে ইন্সটাফরেক্স খুবই জনপ্রিয়। আমি নিজেও ইন্সটাফরেক্সে ট্রেড করি। আমার মতে ইন্সটাফরেক্সই বেস্ট ব্রোকার।ফরেক্স মার্কেট এর ট্রেডিং করার জন্য আমি ফরেক্স মার্কেট এর ইনিস্ট্রা ফরেক্স ব্রোকারে একাউন্ট করে ট্রেডিং করে আসছি কারন আমার মতে ইনিস্টা ফরেক্স ভাল একটি ব্রোকার তাই আমি।এই ব্রোকারে ট্রেডিং করে আসছি,ফর্ক্স থেকে ইনকামের জন্য ফরেক্স মার্কেট নিয়ে এনালাইসিস করতেছি,ফরেক্স নিউজ দেখি।ব্রোকারদের কাছে আমাদের ডিপোজিট আমানত হিসেবে থাকে। আমার কাথে মনে হয়েছে সব থেকে ভাল ব্রোকার হল ইন্সটাফরেক্স ব্রোকার। এছাড়া আয়রণ ফরেক্স ব্রোকারটাও বেশ ভাল। আমি নিজে ইন্সটাফরেক্স এ ট্রেডিং করে আয় করি। এটা এশিয়ার নাম্বার ওয়ান এবং বিশ্বস্ত ব্রোকার।
ফরেক্স বিজনেসে ট্রেড করি আমি ইনেস্টাফরেক্স ব্রোকারে।আর আমি মনে করি বেদেশিক মূদ্রার বাজারে ট্রেড করে আয় করতে হলে অবশ্যই আপনাকে ভাল ব্রোকার নির্বাচন করতে হবে।কারন ব্রোকারদের কাছে আমাদের ডিপোজিট আমানত হিসেবে থাকে।আমার কাথে মনে হয়েছে সব থেকে ভাল ব্রোকার হল ইন্সটাফরেক্স ব্রোকার। এছাড়া আয়রণ ফরেক্স ব্রোকারটাও বেশ ভাল। আমি নিজে ইন্সটাফরেক্স এ ট্রেডিং করে আয় করি। এটা এশিয়ার নাম্বার ওয়ান এবং বিশ্বস্ত ব্রোকার।তাই আমি মনে করি ইনেস্টাফরেক্স ব্রোকার আমাদের জন্য ভালো।
ফরেক্স ট্রেডিং মার্কেটে অনেক ব্রোকার রয়েছে যেমন এক্সনেস, এফ এক্স সি সি, রোবোফরেক্স, এক্সএম, ইনস্টাফরেক্স ইত্যাদি সব ব্রোকারই ভাল কারন সব ব্রোকার তাদের গ্রহকদের বিভিন্ন ধারনের ট্রেডিং সুবিধা দিয়ে থাকে তবে ইনস্টাফরেক্স ব্রোকার কে আমরা সব থেকে ভাল লাগে যে এক মাত্র এই ব্রোকারই আমাদের ফোরামের বোনাস দিয়ে রিয়েল ট্রেড করতে দিচ্ছে। ইন্সতা ফরেক্স ব্রোকারে ট্রেড করে থাকি। কারন ইন্সতাফরেক্স ব্রোকার অনেক বিশ্বস্ত এবং খুব ভাল। এই ব্রোকার আপনাকে কখনও চিন্তায় ফেলবে না অর্থাৎ আপনার ডলার কখনও আটকিয়ে দিবে না। তাই আমি ইন্সতাফরেক্সকে খুব পছন্দ করি।