রিয়েল মানি যখন লস যায় তখন বসে বসে মাথায় হাত দিয়ে চিন্তা না করে উপায় থাকেনা :(
Printable View
রিয়েল মানি যখন লস যায় তখন বসে বসে মাথায় হাত দিয়ে চিন্তা না করে উপায় থাকেনা :(
আমি মোনে করি লাভ লোকসান সব ব্যবসায় আছে। আর লস সুধু মাত্র সুদের ব্যবসায় নাই।তাই ফরেক্স মারকেটে ও লাব লস দুটি আছে।তাই এখান থেকে যে একবার লস করবে সে আবার লাভ করার চেষ্টা করবে।
কোন একটা কাজ শিখতে গেলে প্রথম দিকে সফল নাও হতে পারে। তবে কাজের প্রতি শ্রদ্ধা থাকলে এক সময় না এক সময় সফল হবেই। আমি মনে করি আজকে যারা লস করছেন আগামি দিনে তারা ভুল থেকে অনেক শিক্ষা নিতে পারবে।
আমি এই ফরেক্স মার্কেটে নতুন তাই বেসি কিছু বলতে পারবো না।তবে আমি যখন ফরেক্স মার্কেটে কাজ করব তখন যদি লস হয় তখন সেটা আরো ভালো করে করব।
আমি মনে করি আজকে যারা লস করছেন সামনে তারাই লাভ করবেন কারন তাদের ভিতর একটা কস্টো থাকবে যা তাদেরকে পরিশ্রম করতে সাহায্য করবে,
এটা আমি সবসময়ই বিশ্বাস করি, আজকে লস করলেই কালকে প্রফিটস করা সম্ভব। তবে বুদ্ধিমান সেই ব্যাক্তিই যে কিনা আজকে দিনেই লস থেকে মুক্তির আশায় সুন্দর করেই ট্রেড করে। আমরা যারা ভাই হুলুস্থুল ভাবে ট্রেড করি, তাদের জন্য সাকসেস টা আসলেই কঠিন। আমরা ফোরামে ঠিকই পন্ডিতের মত কথা বলি তবে বোনাস এমাউন্ট পাইওয়াও ইনসটাফরেক্স অথবা OctaFX এর লাইভ প্লাটফর্মে ট্রেড করতে গিয়া সব টাকা খোয়াইয়া ফেলি।
লাভ ক্ষতি ছাড়া কাজ করা যাবে না. কিভাবে এই লস এঞ্জেলেস হওয়া উচিত উপকৃত হবে কিভাবে মনে. আমাদের কাজের যখন চিন্তা কখনও লসে পরতে হবে না. আবার এই কোথাও খুঁজে পাওয়া যায়, যদি না লস হবে না.
লাভ লস এ দুই নিয়েই ফরেক্স মার্কেট তবে যারা এখানে অনেক অবিজ্ঞ তারা তেমন একটা লস করেন না ফরেক্স করতে হলে আমাদের কে বেশী করে অপবিজ্ঞতা অর্জন করতে হবে কারন অবিজ্ঞতা যাদের বেশী তারা এই মার্কেট হতে প্রতিনিয়ত লাভ করেই যাচ্ছেন তাই আমাদের কেও অবিজ্ঞতা অর্জন করতে হবে ।
হা লস কে যারা মেনে নিবে তারাই সামনে লাভ করবে তাই আমাদের সকলের ভাল করে ফরেক্স মার্কেট থেকে লাভ করার জন্য চেষ্টা করতে হবে আমরা সবাই চাই ভাল করে ট্রেড করে লাভ করতে কিন্তু এই লাভের মাঝেও মাঝে মাঝে আমাদের লস কে মেনে নিতে হবে ।
হা বন্ধু আমি আপনার সাথে একমত। যারা আজকে লসের মাধ্যমে শিক্ষা গ্রহন করছেন সেই শিক্ষাকে কাজে লাগালে তারা আগামিতে প্রফিট করবেন এটা জোর দিয়ে বলা যায়। ধন্যবাদ।
লাভ লস নিয়ে আমাদের ফরেক্স মার্কেট তাই আমাদের কে বেশী করে সব সময় এই মার্কেট এ ভাল করে ট্রেড করতে হবে এবং ধৈর্য নিয়ে বস্তে হবে কারন হতাশ হয়ে ফরেক্স ট্রেডিং করা যায় না তাই এখান হতাশ নাহয়ে আমাদের কে ট্রেড করতে হবে ।
লাভ লস সব মিলিয়েই হচ্ছে ফরেক্স বিজনেস আমি মনে করি ফরেক্স করার জন্য আমাদের সব সময় লাভ বা সব সময় লস এ রকম ধারনা থেকে দূরে থাকতে হবে আমি মনে করি আমরা চেষ্টা করলে আমাদের অবিজ্ঞতা কে বৃদ্ধি করে আমরা এই ফরেক্স মার্কেট থেকে ভাল ভাবে সফলতা লাভ করতে পারি ।
আমি মনে করি না যারা আজ লস করছেন তারা ভবিষ্যতে লাভ করতে পারবেন। ফরেক্স সম্পরকে যথেষ্ট জ্ঞান ও অভিজ্ঞতা না থাকলে,সঠিক পথ না মানলে এখানে কোন দিন লাভ করতে পারবে না।এটি সবচেয়ে উঁচু ও সম্ভবনাময়ী পেশার মধ্যে অন্যতম। আজ লস করলে সে লস থেকে যদি শিক্ষা নিয়ে আবার ট্রেডে জাই তবেই আয় হবে।তাই সঠিক পথে এগুনো খুব গুরুত্বপূর্ণ।
আপনি ব্যবসা কেরতে যখন নামলেন তাইলে আপনাকে আগে লস এর কথাটা চিন্তা করতে হবে, কারণ আপনি লাভ এর আশা করে যদি বসে তাকেন, তাইলে আপনি আর ব্যবসা করতে পারবেনা। তাই দুইটাই মানা উচিত।
ব্যবসা করতে হলে লস কে মেনে নিতে হবে, তাছাড়া ব্যবসা সম্ভব না । তবে লস হয়ে গেলে কি কারনে লস হলো সে গুলো খুজে বের করতে হবে । পরবর্তিতে যেন একই ভুল না হয় সে দিকে খেয়াল রাখতে হবে ।
ঠিক বলেছেন ভাই কিন্তু যে ট্রেড করবে সে যদি তার টেড এর বেপারে সজাগ না থাকে তাহলে আপনি যতই বক বক করেন না কেন কোন কাজেই আসবে না। ফরেক্স এ ভুল সবাই করে এবং লস খাই আর ওইসব ভুল থেকেই সবাই শিক্ষা নেই। এই চিন্তা চেতনা যদি আপনার মধ্যে থাকে তাহলেই ফরেক্স এ আপনি লাভ করতে পারবেন।
লাভ লস কে ঘিরে রয়েছে আমাদের এই ফরেক্স তাই আমি মনে করি ফরেক্স এ সর্ব প্রথম একজন ট্রেডার কে নিজেকে শক্ত ভাবে গড়ে তোলতে হবে তবেই এই মার্কেট এ আমরা সফল হতে পারব । ফরেক্স করার জন্য আমি মনে করি আমাদের কে বেশী করে এখানে অবিজ্ঞতা অর্জন করতে হবে ।
আজকে যারা লস করছে পরে তাঁরা সে লাভ করবে এমন কোন কথা নেই। তবে যারা লস করার পরে নিজে সতর্ক হয়েছে এবং কি কারনে লস হল তা মেনে নেওয়ার চেষ্টা করেছে। তারাই সফলতা অর্জন করতে পারবে। আর যারা লস হওয়ার পরে হতাশ হয়ে পরে এবং চেষ্টা সেরে দেয় তাঁরা কখনই সফলতা অর্জন করতে পারবে না।
আজকে যারা লস করছেন সামনে তারাই লাভ করবেন এটাই স্বাভাবিক হওয়ার কথা। তবে কথা হচ্ছে যিনি লস করছেন তিনি কি এর থেকে শিক্ষা গ্রহণ করছেন কিনা। তিনি কি খতিয়ে দেখছেন কিনা কেন এবং কি কি কারনে লস করলেন। এবং এর থেকে শিক্ষা নিয়ে ভুল গুলো সংশোধন করে সামনে আর ভুল না করলেই লাভ করার পথ সুগম হবে।
ফরেক্স এ আজকে লস করবেন আর কালকে লাভ করতে পারবেন এটা পুরাটাই ঠিক না। আপনি আজকে লস করলেন কেন সেটা আগে আপনাকে বের করতে হবে। মন ভেগ্ঙে পড়ে লাভ নেই। কেন এই লস এর কারন তা খুজে বের করতে হবে । আর ভবিস্যতে যেন এই ভূল আর না হয় । পুরাতন ভূল থেকে শিক্ষা নিতে হবে। তাহলেই আপনি লস করার পরেও লাভ করতে পারবেন নতুবা আজীবন শূদূ লস করতেই হবে।
আজকে যারা লস করতেছেন কালকে তারা লাভ করবেন এটা পুরাটাই নিভর করে ট্রেডারের উপর। আপনি যদি ভাল ট্রেডার হন তাহলে আপনি তাড়াতাড়ি আপনার লস পোষাইয় নিতে পারবেন। আর আপনি যদি ফরেক্স ঠিকমত না বুজেন তাহলে আর কথাই নাই। ফরেক্স এ লাভ করতে হলে আগে আপাকে ফরেক্স খুব ভালো করে বুজতে হবে তারপর মানি ম্যানেজম্যান্ট বুজে ট্রেড করতে হবে।
সব বিজনেস এই লাভ লস আছে। লাভ লস ছাড়া কোন বিজনেস হতে পারে না। ফরেক্স বিজনেস ও এর ব্যাতিক্রম না। ট্রেডিং এর প্রথম দিকে লস হতে পারে, বেশিরভাগ ট্রেডারই লস করে এতে হতাশ হওয়ার কিছু নাই। লস করতে করতেই এক সময় লাভ এর মুখ দেখতে পাবেন।
লাভ লস এ সকল কিছু মিলিয়ে ফরেক্স মার্কেট ফরেক্স করার জন্য আমাদের কে বেশী করে এই মার্কেট থেকে সফলতা লাভ করতে হবে এ জন্য আমি মনে করি এখানে থেকে আমাদের কে বেশী করে ভাল করে অবিজ্ঞতা অর্জন করতে হবে তবেই আমরা এখানে সফল ।
হ্যা, আমি মনে করি আজকে যারা লস করছেন তারা আগামীতে লাভ করবেন 100% । লস থেকে শিক্ষা নিয়ে সে এখন লাভ করতে পারবেন ।জারা লস করেছেন সামনে তারাই লাভ করবেন ।
বর্তমানে যারা লস করছে এটা হলো তাদের জন্য একটা সর্তক বাণী. লস হলেই তারা বুঝতে পারবে কেন লস হয়েছে.তারা পরর্বতীতে ভুলকে শিক্ষা হিসেবে কাজে লাগিয়ে সফল হবেন.লস হওয়ার ভেঙে পড়া যাবে না.কেন আপনি লস খেয়েছেন সে গুলো মাথায় রেখে আপনাকে পরর্বতী কাজ করতে হবে .
ফরেক্স বাজার হতে লাভ করার সহজ উপায় হলো লসের বা ক্ষতির সম্মুখীন হওয়া। কারণ আপনি যখন লস করবেন তখন আপনি আপনার লস হওয়ার কারন খুজে বের করতে পারবেন এবং ভুল সংশো্ধনের মাধ্যমে খুব সহজে লাভ অর্জন করতে সক্ষম হবেন।
লাভ লস না থাকলে কাজ করা যায় না। তাই লস কত হল না ভেবে লাভ কিভাবে হবে তা ভাবা উচিত। আমাদের চিন্তা-চেতনা থেকে কাজ করলে কখনো লসে পরতে হবে না। আবার এই রকম কোথাও নাই যে লস হলে লাভ করা যায় না।
লস বা ট্রেডের ক্ষে্ত্তে ভুল আপনার ফরেক্স ট্রেডিংয়ে মৈালিক শিক্ষার একটা একটা ভাল উৎস তাই আপনি যদি এই শিক্ষাকে সঠিব ব্যবহার করেন তরে অবশ্যয় লাভ করতে পারবেন বলে আমি ১০০ ভাগ আশাবাদি। ধন্যবাদ।
আজ জারা লস করছে তারা সামনে লাভ করবেই। প্রতি টি ব্যবসায় এই লাভ লস থাকবেই। লাভ লস নিয়েই ব্যবসা। লস হয়েছে বলে আপনার ব্যবসা ছেরে দেয়া ঠিক না। সকল ব্যবসা ই, আপনি যদি সে ব্যবসা ধরে রেখে আরো ভাল ভাবে ব্যবসা সম্পরকে জানার চেছটা করেন তাইলে আপনার লাভ হবেই।
ব্যবসা মানেই লাভ লস। তাই বলে লস হলে হতাশ হাওয়ার কোন কারন নেই। বুজে শুনে ট্রেড করলে লাভ হবেই।
আপনি ঠিকই বলেছেন। লস লাভ ফরেক্সেরি অংশ কারন এটি একটি ব্যবসা। আবার আজ আনি ফরেক্সে লস করছেন তার মানে আপনি ফরেক্স সম্পরকে এখনও পূর্ণ দক্ষতা ও অভিজ্ঞতা অর্জন করতে পারেন নাই, তাই ফরেক্স ভাল ভাবে শিখুন আপনি সফল হবেনই।
লাভ লস একটা না একটা থাকবেই। এতে মন খারাপ কোন কারণ নেই। শুধু ধয্য ধরে থাকতে হবে।আজকে লস করেছি আগামীতে লাভ করবো
ফরেক্সে আসতে হলে আগে বেশি বেশি ডেমো ট্রেড করে অভিজ্ঞ হয়ে তারপর আসতে হবে। ফরেক্সে লস করে হাল ছেড়ে দিলে তার উন্নতি হবে না। তাকে খুজে বের করতে হবে লসের কারণ। পরবর্তিতে সেই কারণকে বাদ দিয়ে আবার ট্রেডিং শুরু করতে হবে। তাহলেই ফরেক্সে উন্নতি করা সম্ভব। ধন্যবাদ
ফরেক্স মার্কেটে লস কারা স্বাভাবিক ব্যাপার। আজকে যারা লস করছে পরে তাঁরা সে লাভ করবে এমন কোন কথা নেই। তবে যারা লস করার পরে নিজে সতর্ক হয়েছে এবং কি কারনে লস হল তা মেনে নেওয়ার চেষ্টা করেছে। তারাই সফলতা অর্জন করতে পারবে।
আমার মতে কালকে তারাই লাভ করবে যারা আজকের ভুল থেকে শিখতে পারবে এবং ভবিষ্যতে এই ধরণের ভুল থেকে দূরে থাকতে পারবে।কারন আপনি যদি লসের পিছনের ভুলটা ধরতে না আপারেন এবং ভবিষ্যতে একই ভুল বারাবার করেন তাহলে আপনি ভবিসশতেও লস করবেন।তাই আসুন আমাদের লসের পিছনের ভুলগুলো বের করি এবং একই ভুল দ্বিতীয়বার না করার সংকল্প করি।
আমি মনে করি ফরেক্সে লচ না করলে লাভ করা যায় না,আপনি এখন যতই লচ করুন এক সময় আসবে আপনি লাভ করতে পারবেন৷তাই আমি মনে করি ফরেক্স লচ করলে লাভ করা যায়৷আমি নতুন ট্রেডার ডেম করছি। প্রতিদিন আমার লচ হচ্ছে আমিও আসাই আচি আক সময় লাভ হবে।
হুম, এটা তাদের প্রচেষ্টার উপর নির্ভর করবে। যদি কেও লস হয়ে আর ব্যবসা না করে তবে তাদের পরবর্তী লাভের আশাও নষ্ট হয়ে যায়। তাই যারা আজ লস করছে তারা ভবিষ্যতের লাভবান তাও পুরোপুরি সঠিক না।
মানুস মাত্রই ভুল করে। আর ভুলের কারনে আপনি লস এ পরতে পারেন ফরেক্স ট্রেড এ। কিন্তু মনে রাখবেন ভুল করলেই বেশি জানা জায়। তাই আজ আপনি ভুল করলে কাল আপনি ই বেসি লাভবান হবেন। তাই আমি মনে করি মন খারাব না করে ট্রাই করতে হবে।
যারা আজকে লস করছেন সামনে তারাই লাভ করবেন এটাই স্বাভাবিক হওয়ার কথা। তবে কথা হচ্ছে যিনি লস করছেন তিনি কি এর থেকে শিক্ষা গ্রহণ করছেন কিনা। তিনি কি খতিয়ে দেখছেন কিনা কেন এবং কি কি কারনে লস করলেন। তবে ভেঙ্গে পরার কিছু নেই লস কমিয়ে প্রফিট কিভাবে করা যায় সেই চেষ্টা করতে হবে
এটা নিশ্চিত হয়ে কেউ বলতে পারবেনা যে আজ যারা লস করছে,কাল তারা লাভ করবে।যারা লস করছেন,তাদের উচিত কেন লস হচ্ছে তা খুঁজে বের করা,অভিজ্ঞ কারও সাথে আলোচনা করে সমাধান বের করা,পাশাপাশি একই ভুলের পুনরাবর্তি না করা।তাহলে হয়ত আমরা আজকের লস কে আগামি দিন লাভে রুপান্তর করতে পারব।