-
ফরেক্স ট্রেড এ লস হলে স্বাভাবিক ভাবে মেনে নিতে হবে। লসের কারন সঠিক ভাবে নিরধারন করতে হবে। পরবর্তী লস এরানোর জন্য মার্কেট ভালভাবে এনালাইসিস করতে হবে। ধৈর্য ধারন করে সময় নিয়ে ট্রেড করতে হবে। লসকে ব্যবসায়ের একটি অংশ মনে করতে হবে। লস হলে উত্তেজিত হয়ে ট্রেড করা ঠিক হবে না। চেস্টা করতে হবে পরবর্তী ট্রেডের মাধ্যমে লস পুনুরুদ্ধার করা।
-
ফরেক্সে আমি অনেক ট্রেড করেছি তবে তার মধ্যে খুব কম ট্রেডেই আমার লস হয়েছে আর এর পেছনে আমি মনে করি আমার ট্রেডিং দক্সতা এবং অভিজ্ঞতাই প্রধান ভূমিকা পালন করেছে। যদি কখনও আমি ট্রেডে লস হয় তা হলে আমি সর্ব প্রথম চেষ্টা করি কি কারনে লস হল তার প্রকৃত কারন বের করতে কারন আমি মনে করি লসের প্রকৃত কারন উদঘাটন করতে পারলে সেই একই কারনে ভবিষ্যত্বে লস করার প্রবোনতা অনেকগুনে কুমে যায়।
-
ফরেক্সে ট্রেড করার পর যদি কখনও আমার কোন ট্রেডে লস হয় তা হলে আমি সর্বপ্রথম লসের প্রকৃত কারন খুজে বের করতে চেষ্টা করি এবং তার পর করন উতঘাটিত হলে তা থেকে ভূল সংশোধন করে আবার পূর্ন উদ্দর্মে ট্রেড করতে ফিরে যাই আর তাতে করে ঐ একই ভূলের কারনে লসের সম্ভাবনা দূর হয়ে যায়।
-
ফরেক্স মার্কেট ট্রেড করতে গেলে লস করাটা স্বাভাবিক । মার্কেটে আমি অনেকবার লস করি । লস করতে করতে এমন অবস্থা হয় যে আমার একাউন্ট শূন্য হওয়ার পথে গিয়েছিল । মার্কেটে আমি যখন লস করি তখন কিছু দিনের জন্য আমি মার্কেটে ট্রেডিং করা থেকে বিরত থাকি । তারপর লস করার করনটা খুজে বের করে তা রিকভারি করার চেষ্টা করি ।
-
আমি বলবো প্রথম দৃষ্টিতে ফরেক্স কিন্তু সহজ মনে হয়। কারন যেহুতু লাভ অথবা লস, আন্দাজে ট্রেড করে অনেকেই প্রচুর লাভ করে ফেলে। তখন তারা সিদ্ধান্ত নেয় যে রিয়েল ট্রেডিং করবে। কিন্তু আপনি লস না করলে কখন বুঝতে পারবেন না যে কিভাবে আপনি ঐ সকল অবস্থাগুলো পরে মোকাবেলা করবেন লস হলে নতুন করে আবার করব।
-
আমি লস হলে সে দিনের মত আর ট্রেড করি না । প্রকৃতপক্ষে লস একটা অপ্রত্যশিত জিনিস আমাদের জন্য । আমরা যারা ফরেক্স ট্রেডিং করি তারা সবসময় আশা করি যে আমরা অনেক বেশি পরিমাণে লাভ করব ফরেক্স থেকে প্রত্যকটা ট্রেডারে এমন আশা থাকলে বিশেষ ক্ষেত্রে এসব আশায় গুড়ে বালি হয়ে যায় যখন আমরা পর্যাপ্ত লাভ করতে পারি না তখন । তাই পর্যাপ্ত লাভকরতে হলে অবশ্যই আমাদেরকে অনেক বেশি পরিমাণে ধৈর্য্যশীল হয়ে ট্রেড করতে হবে ।
-
ফরেক্স কিন্তু সহজ মনে হয়। কারন যেহুতু লাভ অথবা লস, আন্দাজে ট্রেড করে অনেকেই প্রচুর লাভ করে ফেলে। তখন তারা সিদ্ধান্ত নেয় যে রিয়েল ট্রেডিং করবে। কিন্তু আপনি লস না করলে কখন বুঝতে পারবেন না যে কিভাবে আপনি ঐ সকল অবস্থাগুলো পরে মোকাবেলা করবেন। সেজন্য আপনাকে অনেকদিন সিরিয়াসলি ডেমোতে ট্রেড করতে হবে। কিন্তু অধিকাংশ মানুষ ডেমোতে এত সময় ট্রেড করতে চায় না। সে ক্ষেত্রে সেন্ট অ্যাকাউন্টে ট্রেড করতে পারেন। ধরে রাখুন ফরেক্সে আপনার প্রথম ২টি ডিপোজিট আপনি হারাবেন। বুঝে ট্রেড করার চেষ্টা করুন। দেখবেন তখন ট্রেডিং অনেকটা সহজ লাগবে।
-
যেকোন ব্যাবসায় লাভ লস থাকবেই। লাভ বা লস ব্যাবসারই একটি অংশ।কখনো লাভ হবে আবার কখনো লস এটাইতো স্বাভাবিক।তাই এর জন্য মন খারাপ করে বসে থাকলে চলবে না ধৈর্য্য ধরে টিকে থাকতে হবে।তাহলেই লস এর সম্ভাবন কমবে অতঃপর লাভের দেখা পাবেন।
-
ফরেক্স একটা ব্যবসা । তাই ফরেক্স ব্যবসায় লাভ ও লস আছে । আমি জানি অনেক ট্রেডার খুব সহজে লস করে ফরেক্সে । কিন্তু আমি মনে করি লস এর পর আমাদের বসে থাকা ঠিক না । আমাদের বের করতে হবে লস কেন হল । তাহলে তার পর আমরা আর সেই লস করবো না । আমি জানি ফরেক্স ব্যবসায় লেগে থাকলে একটা সময়ে অনেক টাকা আয় করা যাবে ।
-
যে কোন ব্যবসাতে লাভ -লস আছে। তাই বলে লস হয়েছে বলে আমরা পিছবো না। তাই আমার মতে কী ভাবে লস হল কেন লস হল তা পুনরায় ভাল করে খুটিয়ে দেখা। আর ফরেক্স এ যে কোন নতুন নতুন সমস্যা গুলো হয় তা এক বার নয় বার বার করে খুটিয়ে দেখলে এবং সেগুলো সমাধান করে দেখে নিলে আমাদের পরবর্তীতে এই লসের ঝুঁকিটা কম থাকবে।
-
আমি আমার কথা বলছি লস এর পর আমি ইমোশনাল হব না। মাথা ঠান্ডা রাখব। আর বেশি বড় ধরনের লস হলে সেই দিন আর ট্রেড করব না। তার পর মাকেট এনালাইসিস করব। এবং সিউর হয়ে ট্রেড করব।
-
আমি ফরেক্স এ এখনো রিয়েল ট্রেড করিনি । তাই কখনো লস এর ধাপে পরিনি । তবে আমার ধারণা অনুযায়ী বলতে পারি যে ফরেক্স এ লস খেয়ে অনেক মানুষ নিজের মাথাকে ঠান্ডা রাখতে পারেন না ।
-
আমরা সবাই জানি লাভ/লোকসান জিবনের একটি অংশ... লস এর পর কার না খারাপ লাগে।। ঠিক তেমনি আমারও কারাপ লাগে। কিন্তু লস এর কথা নিয়ে দিন কাটালে থো কপালে ভাত জুতবেনা... তাই লস হলা আমি আবার পুর দমে কাজ শুরু করি যেই ভুল গুলো ছিল থা ঠিক করে লস এর পরিমান কমিয়া আনার চেষ্টা করি এবং পরিশেষে লক্ষ অর্জন করি।
-
ভাই আমি ফরেক্স করি আয় করার জন্য আমি দেখি যখন ফরেক্স লস হছে তখন দেখি মাকেট কন দিকে জাবার সম্ভবনা আছে তাই অনুশেয়ার ফরেক্স ধরয ধারন করে থাকি | আমি বিস্বাস করি ফরেক্স ধরয ফসল ধরয থাকলে লাভ হতে পারে|
-
আসলে অনেকেই আছেন যে লস করার সাথে সাথে ধর্যৈ ধারন না কোরেই আবার ট্রেড দিয়ে বসেন সাথে সাথে মাার্কেটে রিভেন্জ নিবে বরে ফলে ট্রেডারগন আবেগ বশত অধিক লট ট্রেড দিয়ে বসেন। এবং পুনারায় লসে সম্মুক্ষিন হোতে হয়। খিন্তু আমি লস করলে নিজেকে সামলে নিতে শিখেছি। আমি জানি ব্যবসায় লাভ থাকলে লস তো থাকবেই আর কোন ব্যবসাতেই একাধারে প্রফিট হয়না।
-
আমি বলবো ফরেক্স মার্কেটে আমরা সবাই লাভের আশায় ট্রেড করি। যখন আমরা ট্রেড করি তখন লসের কথা না ভেভে তাড়া তাড়ি ট্রেড দিয়ে বসি। তাতে দেখা যায় লাভ না হয়ে লসের স্বীকার হতে হয়। আমি নিজেও অনেকবার লসের স্বীকার হয়েছি। আমি যখন লস করেছি তখন লসের কারনটি নির্নয় করে তার সমাধান এর চেষ্টা করেছি। তাতে দেখা যায় আস্তে আস্তে আর লসের স্বীকার হতে হয় না। তাই উচিৎ লসের কারন নির্নয় করে তার সমাধান করা।
-
প্রথম প্রথম লস এর পর আমি হতাশ হয়ে যেতাম । কিন্তু এখন আর আমি হতাশ হই না । আমি মাঝে মাঝে লস করি । কিন্তু আমি লস করলে এখন আমি আগে খুজে বের করার চেষ্টা করি যে কেন লস হল । আমি কোন এনালাইসিস করা ভুল হল । অনেকে লস করার পর আবার ফরেক্স ছেড়ে চলে যায় । কিন্তু আমি ফরেক্স ছেড়ে যাবার মত ট্রেডার নই ।
-
লসের পর মানুষ নাচা নচি করে আমিও তাই করি তা ছাড়া কি করব যে প্রশ্নটা করেছে সে আসলে গাধা তার পরও বলি ধর্যধারন করি আগামী দিনের সফলতার পাওয়ার জন্য
-
লসের পর আমি প্রাকটিস করি যে যেখান থেকে আমার লস হযেছে সেখানটা আমি আরো ভাল করে দেখি যে আমার কী কারনে লস হয়েছে এবং কীভাবে লস হল তা খুতিয়ে দেখি। আর এই খুতিয়ে দেখে আমি শিখছি যাতে করে আমার পরবর্তীতে যেন এই ধরনের লস না হয়।
-
প্রত্যেক ব্যবসায়ে লস আছে , লস ছাড়া কোন ব্যবসায়ে মজা আসে না । আমার কোন কাজে লস হলে আমার মাথা টিক থাকে না , তখন আমি ঠান্ডা মাথাই আমার ভুল গুলা সমাধান করার চেষ্টা করি , যাতে এই ভুল গুলা পরবর্তিতে আর না হয় । ফরেক্স মার্কেট এ লস হলে তখন অনেক ক্ষতি হয় । তখন আমি মানি ম্যানেজমেন্ট ও এনালাইসিস আরো বেশি করে অনুশীলন করি ।
-
ফরেক্স মার্কেটে লস হইলে সবাই একটু হতাশ হয়ে যাই।তাছাড়া একজন ট্রেডার যখন ট্রেড করে তখনও অনেক চিন্তিত থাকে।তবে একজন দক্ষ ট্রেডার এর উচিত যে লস হইলেও হতাশ হওয়া যসাবে না।কেন লস হল এর কারন খুজে বের করতে হবে যাতে নেক্সট টাইম এ লস যেন না হই।
-
লস হলে ধৈর্য ধারন এর সাথে সাথে হতাশ না হয়ে পুনরায় ফরেক্স মননিবেস করতে হবে। এক্সপার্ট ট্রেডার ভাইদের কাছে গিয়ে ভাল করে মানি ম্যানেজমেন্ট বিষয়ে শিখবেন যেন লস হওয়ার কোন চান্স না থাকে। :d
-
ফরেক্স সব থেকে বড় ব্যবসা এই দুনিয়াতে । আমরা সবাই জানি যে সব ব্যবসাতে অনেক লস ও লাভ রয়েছে । তাই ফরেক্স ব্যবসাতে ও লস আছে এইটা আমাদের মেনে নিতে হবে । তবে ফরেক্স মার্কেটে যে শুধু লস আছে না নয়, এখানে অনেক লাভ ও রয়েছে । তাই আমি বলতে পারি যে আমরা ফরেক্স ব্যবসাতে লস দূর করতে পারি । তবে আমাদের সকল প্রকার এনালাইসিস সিখতে হবে ।
-
লস হওয়াটা অস্বাভাবিক কিছু নয়। এটা হতেই পারে। কেউ যখন ট্রেড করে, লাভের পাশাপাশি লস হবে এটা মেনেই তার ট্রেড করা উচিৎ। প্রথম দিকে এক্তু খারাপ লাগবেই। এটা স্বাভাবিক প্রতিক্রিয়া। পরে ধিরে ধিরে ঠিক হয়ে যাবে। মন খারাপ না করে ধর্য ধরা চাই। খেয়াল রাখতে হবে লসের মাত্রা যেন বেশি হয়ে না যায়। এর থেকে উত্তরনের চেষ্টা করতে হবে।
-
লস হবার পর আমি আর ভাল করে কেয়ার ফুল হয়ে যাই যে কোন থেকে এবং কী ভাবে লস হল তা খুটিয়ে দেখি। যেখান থেকে আমার লস হয়েছে আমি সেখান থেকে অনেকটা চেষ্ঠা করি এবং তা সমাধান করি যাতে পরবর্তীতে আমার আর যেন না লস হয়।
-
ব্যক্তিগতভাবে বলতে গেলে লসের পর আমি আমার ভুলটা বের করার চেষ্টা করি। আর এটা ধরতে পারলে সেটা কিভাবে সমাধান করব সেটা নিয়ে গবেষণা করি। আর যদি আমার আমার গবেষণা লব্ধ ফলটা পেয়ে যাই তাহলে সেই ভুলটা যাতে আর না হয় সে বিষয়ে সতর্ক থাকার চেষ্টা করি। আর এভাবেই আমি আমার দক্ষতাকে আরো পরিপক্ক করে গড়ে তুলি।
-
যে কোন ব্যবসাতেই লস বা লাভ হবে এটাই স্বাভাবিক । সে হিসেবে ফরেক্স ট্রেডেও লাভ লস আছে এবং তা দক্ষতা ও অভিজ্ঞতার উপর বেজ করে কম বেশী হয় । তাই ফরেক্স ট্রেযে আমার লস হলে হতাশ হয় না বরং আরো দক্ষতা অর্জনের চেষ্টা কর এবং আরো বেশী এনালাইসিস করে ট্রেড করার চেষ্টা করি ।
-
লস এবং লাভ উভয়ে ট্রেডিং মার্কেটের খুব স্বাভাবিক দুটি বিষয় । ফরেক্স মার্কেটে ট্রেডিং করে লাভবান হতে চাইলে আমাদের অনেক বেশি পরিমাণে লসের মুখোমুখি হতে হবে । কেননা লস করা লাভ করার চাইতেও খুব বেশি সহজ । আর লাভের প্রত্যশায় সবাই এখানে ট্রেডিং করলেও সবােই লাভবান হতে পারে না । কেননা লাভবান হতে হলে অনেক বেশি পরিমাণে ট্রেডিং দক্ষতা এবং ট্রেডিং সম্পর্কে জ্ঞান প্রযোজন হয়ে থাকে ।
-
ঃফরেক্স মার্কেটে লাভ এবং লস ২ টাই আছে তাই আমি যখন লস করি তখন কি করনে লস করেছি তা বের করার চেষ্টা করি এবং প্রতিজ্ঞা করি নেক্সট টাইম এ আর একি ভুল করবোনা আর যতক্ষণ পর্যন্ত নিজের ভুল ধরতে না পারছি ততক্ষণ আমি ট্রেড করিনা
ক
ক
-
ফরেক্স এমন একটি ব্যবসা যেখানে লাভ লস স্বাভাবিক একটি ব্যাপার।একটি ট্রেড ওপেন করলে লাভ বা লস যেকোনো কিছুই হতে পারে।একটি ট্রেড ওপেন করে যখন লস হয় তখন একটু খারাপ লাগে।কিন্তু সব খারাপ লাগা বাদ দিয়ে বুঝতে চেষ্টা করি কেন লস হলো।লসের কারন খুজে নতুন উদ্যোমে আবার ট্রেড ওপেন করি।:ok::woo:
-
ফরেক্স মার্কেটে কাজ করলে লাভ লস দুটোই হয় ।দক্ষ ট্রেডাররা সব সময় লাভ আর লসকে একভাবে দেখে কোন কিছুতে বিচলিত হয় না।আমাদের উচিত যে যখন কো ট্রেডে লস খাই তখন হতাশ না হয়ে আমাদের উচিত যে ঐ লসের কারন খুজে বের করা।
-
ফরেক্সে সবাই লাভের আশায় ট্রেড করি। যখন আমরা ট্রেড করি তখন লসের কথা না ভেবে তাড়া তাড়ি ট্রেড দিয়ে বসি। তাতে দেখা যায় লাভ না হয়ে লসের স্বীকার হতে হয়। আমি নিজেও অনেকবার লসের স্বীকার হয়েছি। আমি যখন লস করেছি তখন লসের কারনটি নির্নয় করে তার সমাধান এর চেষ্টা করি।
-
লস করলে অবশ্যই বুঝতে হবে আমার এনালাইসিসে ভূল হয়েছে৷সাথে সাথে পিসি থেকে সরে যাই৷বাইরে খোলা বাতাসে হাওয়া খাই৷ভূলে যাই লসের ব্যাথা৷তারপর মাথায় তেল দিয়ে ঘুমাই৷পরের দিন ঠান্ডা মাথায় ভূলগুলো নোট করে রাখি ও সতর্ক থাকি এই ভূল আর যেন না করি৷হাসিমুখে আবার নতুন করে এনালাইজ করে ট্রেড শুরু করি৷লাভ ও লস উভয়কেই সাদরে গ্রহন করি৷
-
ফরেক্সে এ অল্প অল্প করে একাধিক বার ডিপোজিট করে লস করেছি । লস করার পর লসের কারন গুলো জানার চেষ্টা করি তার পর আবার ডিপোজিট করে ট্রেডিং এ থাকি। কারন ধেয্য হারা হয়ে মার্কেট ছাড়লে আর কোন সম্বভনা থাকবেনা । আর কোন কিছু জানাও হবে না । ফরেক্সে লাভ লস দুটোই থাকবে নিজেকে সফল ট্রেডার করতে হবে মার্কেটে থাকতে হবে অভিঞ্জতা অর্জন করতে হবে।
-
ভাই আমি ফরেক্স মাকেট করছি ফরেক্স থেকে পরিশ্রম করে ফরেক্স মাকেটে দক্ষতা অজন করব বলে আমি জানি ফরেক্স থেকে আয় করতে হলে দক্ষতা ছারা আয় সম্ভব না | আমি যখন ফরেক্স থেকে লস করি তখন আমি আমার ভুল গুলো সমাধান করি আর আয় করার জন্য ফরেক্স এ ফিরে আশী|
-
প্রথম প্রতম অনেকে ফেরক্স মার্কেটে লস দিয়ে হতাশা ভোগে করে ।পরে এক সময় লসের কারণ গুলো খুজে বের করে নিজের ভুল গুলো শুধরে নেয়, ভুল থেকে শিক্ষা নিয়ে নিজেকে আরো অনেক বেশি যোগ্য করে তোলে। আর যখনই একজন ট্রেডার অধিক যোগ্যতা অর্জনের মাধ্যমে নিজেকে দক্ষ করে তোলে তখনই সে আবার আশার আলো দেখতে পায়, আত্মবিশ্বাস জন্ম নেয়। লাভ করার প্রত্যাশা নিয়ে ট্রেড করে।
-
আমি মনে করি প্রত্যেক ব্যবসায়ে লাভ লস স্বাভাবিক একটি ব্যাপার।একটি ট্রেড ওপেন করলে লাভ বা লস যেকোনো কিছুই হতে পারে।একটি ট্রেড ওপেন করে যখন লস হয় তখন একটু খারাপ লাগে।কিন্তু সব খারাপ লাগা বাদ দিয়ে বুঝতে চেষ্টা করি কেন লস হলো।লসের কারন খুজে নতুন উদ্যোমে আবার ট্রেড ওপেন করি।
-
আমরা যারা ফরেক্স ট্রেডিং এ ট্রেড করে থাকি। এই ভাবে আমরা ফরেক্স মার্কেট থেকে অনেক প্রফিট করে থাকি। তবে আমরা মাজে মাজে অনেক সমায় লস করে থাকি। তবে লস করলে ট্রেড চালিয়ে যাই উত্তম। আর কি কারনে আমাদের লস হইছে সেই দিক গুল ভাল ভাবে সমাধান করে আবার ট্রেড চালিয়ে যাইতে হবে। তাইলে আমরা ফরেক্স মার্কেট থেকে যথেষ্ট প্রফিট লাভ কর*তে পারবো। আমি এই কাজ করি ।
-
কোন ট্রেডে বেশি লস হলে খুব খারাপ লাগে। তখন কম্পিউটারের সামনে থেকে উঠে পড়ি। কেননা যদি তখনও মার্কেট এর সামনে বসে থাকি তাহলে আমি জানি তখন আমি সেন্টিমেন্টাল হয়ে যাব। এবং উল্টাপাল্টা ট্রেড করব। তাই এক মুহুর্তও কম্পিউটারের সামনে থাকি না। তবে পরবর্তীতে আমি আমার লস ট্রেড নিয়ে এ্যানালাইসিস করে খুজে বের করার চেষ্টা করি কি কারনে আমার লস হল।
-
লস করার পর আমি আবার চেষ্টা করি যে যেখান থেকে লস হয়েছে সেখান থেকে আবার পুনরায় ভাল করে দেখে তা বোঝার চেষ্টা করি যাতে আমার আর কখনো সেখান থেকে লস না হয়।