আসলে আমি নতুন জয়েন করেছি ফরেক্স এ। প্রায়৫/৬মাস হবে হয়তো।কিন্তু এত দিনে আমি ব্যসিক তেমনটা আয়ত্ত করতে পারিনি।আসলে ব্লগ পড়ে শেখা আর পাকাটেডারের হাতে কলমে শেখা আলাদা ব্যাপার।ব্লগ পড়ে শিখতে গেলে অনেক সময় লাগবে সব ধিরে ধিরে বুঝতে,কিন্তু কোন পাকা টেডারের এর কাছ থেকে হাতে কলমে শিকতে পারলে হয়তো৬/৭মাসে কিছু পারা যাবে।ধন্যবাদ