-
ফরেক্স ট্রেড শেখার জন্য অনেক জায়গা আছে যেখান থেকে ভাল ভাবে ফ০রেক্স শেখগা জায় তবে আমার মনে হয় একজন ভাল ট্রেডার দেখে তার কাছ থেকে ফরেক্স শিখলে ভাল ট্রেডার হয়া জায় তাই একজন বাল ট্রেডার কাছ থেকে শেখার চেস্টা করতে হবে। আমি বলব আপনি ফরেক্স এর ফাইল গুলু ডাউনলোড করে ওই কাহ্ন থেকে জেনে নিতে পারেন । অথবা আপনি যদি এটাই না বুজেন তাহলে আপনি আপনার আশে পাসে কেও থাকলে তার কাস থেকে জেনে নিতে পারেন । বাবসা করার জন্য অনেক আপনাকে ভুল ইনফর্মেশন দিতে পারে আপনি তাদের কোথায় কান না দিয়ে এনালাসিস করে জেনে নিন।
-
ফরেক্স ফোরাম থেকে ফরেক্স শিখলে ফরেক্স এ ভালো ট্রেড করতে পারবেন। কারন ফোরাম গুলোতে ফরেক্স সম্পর্কে অনেক ভালো ভাবে ফরেক্স এর সকল বিষয় গুলো খুব বিস্তারিত ভাবে দেওয়া আছে। আপনার যদি ফরেক্স এর কোন বিষয় আপনার বুঝতে সমস্যা হয় আপনি ফোরামে সমস্যা গুলো তুলে ধরলে আপনি তার সমাধান পেয়ে যাবেন। তাই আমার মতে ফোরামের সাথে লেগে থাকুন তাহলে খুব সহজেই ফরেক্স শিখতে পারবেন।ফরেক্স শেখার জন্য কোন প্রতিষ্ঠানের প্রয়োজন নাই, কোন অনার্স-মাস্টার্স করার প্রয়োজন নাঈ। প্রয়োজন শুধু আপনার ইচ্ছার। আপনি চাইলে যে কোন সময়ে এটি শুরু করতে পারেন। আপনাকে একটু সময় বের করে বিভিন্ন সাইটগুলো থেকে প্রড়াশুনা করতে হবে, বিভন্ন আর্টিকেল বা টিউটোরিয়াল আছে, সেগুলো পড়তে হবে। আপনি যতটা ফরেক্সকে সময় দিবেন ফরেক্স ঠিক ততটাই আপনাকে মুনাফা দেবার চেষ্টা করবে ।ফরেক্স ট্রেডিং শিখার জন্য আমি মনে করি প্রশিক্ষন সেন্টার অপেক্ষো অনেক গুরুত্বপূর্ন হল আপনার ট্রেডিং শিখার আগ্রহ এবং মেধা শক্তি যা দিয়ে আপনি আপনার নিজের মত করে যে কারর সাহয্য বা অনলাইনের মাধ্যমেও ফরেক্স ট্রেডিং শিখতে সক্ষম হবেন।অনলাইনের পাশাপাশি আজকাল দেশে অনেক ভাল ভাল ফরেক্স ট্রেডিং সেন্টারের দেখা মিলছে সেখান থেকেও আপনি ফরেক্স ট্রেডিং শিখে নিতে পারেন।
-
ফরেক্স একটা আন্তর্জতিক ট্রেড প্রতিষ্ঠান। এখানে কাজ করতে হলে আপনাকে আগে ট্রেড শিখতে হবে।কোথা থেকে ট্রেড শিখলে ভাল ট্রেডার হওয়া যায় ? আসলে ট্র্রেড শেখার অনেক মাধ্যম/জায়গা আছে। শুধূ ইচ্ছা থাকলে ঘরে বসে আপনি ট্রেড শিখতে পারবেন।সে ক্ষেত্রে আপনি ইউটিউবে ভিডিওর সাহায্য গ্রহন করতে পারেন।এ ছাড়া বই পড়েও আপনি ফরেক্স শিখতে পারবেন।এখানে সবাই কম বেশি প্রযুক্তির ব্যবহার করে। আর ফরেক্স ট্রেডিং হলো আন্তর্জতিক ট্রেডিং প্রতিষ্ঠান। আর এখানে কাজ করতে হলে আপনাকে আগে কিভাবে ট্রেডিং করতে হয় তা শিখতে হবে। এখন কথা আসে যে আপনি কোথা থেকে শিখবেন।এখানে আমি বলবো যে শুধূ আপনার ইচ্ছা থাকলে ঘরে বসেই আপনি ট্রেড শিখতে পারবেন।সে ক্ষেত্রে আপনি ইউটিউবে ভিডিও এর সাহায্য গ্রহন করতে পারেন।এ ছাড়াও বই পড়েও আপনি ফরেক্স শিখতে পারবেন।