আমি মনে করি চাকরির পাশাপাশি ফরেক্স ট্রেড করা যায় ।কেননা ফরেক্স ট্রেড মার্কেট সপ্তাহে ৫দিন ২৪ ঘন্টা খোলা থাকে এবং সব সময় মার্কেট উঠা নামা করে । যারা চাকুরী করে তাদের অফিস সময় শেষ সময় বের করে যদি দক্ষতার সাথে ট্রেড করতে পারে তা হলে অতিরিক্ত আয়ের একটা বড় উৎস হতে পারে ।