হ্যা বন্ধু একাউন্ট ভেরিফাই করা খুব জরুরী একটা বিষয় কারন আপনি যেহেত ফোরামে এই বিষয়টা নিয়ে আলোচনা করছেন তাই আমি দরে নিচ্ছি আপনার ইনস্টফরেক্স ট্রেডিং একাউন্টেএখানে আপনি একাউন্ট ভেরিফাই না করে ট্রেড করতে পারবেন তবে প্রফিট তুলতে পারবেন না আর অনা্যে রিয়েল ডিপোজিটেড ব্রোকারে তো ভেরিফাই করেই ডিপোজিট করা হয়। ধন্যবাদ।