একেক জনের কাছে এ্যানালাইসিস একেক রকম ভাবে করে থাকে। তবে এ্যানালাইসিস করতে হলে আপনাকে নিয়ম মেনে ফান্ডামেন্টাল, টেকনিক্যাল এবং সেন্টিমেন্টাল এ্যানালাইসিস সবই ফলো করতে হবে। আপনার সেন্টিমেন্ট্ যা বলবে সেই অনুপাতে ট্রেড দেওয়া উত্তম। সেন্টিমেন্টের বিপরীতে কখনও ট্রেড দিবেন না।